Industries of West Bengal: রাজ্যের শিল্প উন্নতি নিয়ে বহুবার প্রশ্ন তুলেছে বিরোধী সংগঠন থেকে সাধারণ মানুষও। অভিযোগ আইন-শৃঙ্খলা-প্রশাসন সবই রয়েছে রাজ্য সরকারের হাতের ইশারায়। এই প্রসঙ্গে মঙ্গলবার কেন্দ্রীয় কর্পোরেট মন্ত্রী হর্ষ মালহোত্রা সংসদীয় বৈঠকে জানান গত পাঁচ বছরে পশ্চিমবঙ্গের মাটি থেকে ২২২৭টি সংস্থা তাদের দপ্তর সরিয়ে নিয়েছে। আর এই তথ্য সামনে আসার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য এবং রাজনীতি।
এতো বিশাল সংখ্যক সংস্থার দপ্তর তুলে নেওয়ার ঘটনায় সব থেকে বড় বিষয় হলো ওইসব সংস্থার মধ্যে ৩৯টি সংস্থা শেয়ার বাজারের সাথে নথিভুক্ত। এই বিষয়ে শিল্প বিশেষজ্ঞদের প্রতিক্রিয়াও মিশ্র। কারো দাবি কেন্দ্রের পেশ করা পশ্চিমবঙ্গের শিল্প উন্নতি (Industries of West Bengal) সংক্রান্ত তথ্যের বিস্তারিত না জেনে এবং পরখ না করে কোনো রকম মন্তব্যে উপনীত হওয়া উচিত নয়। আবার অনেকেই দাবি করছেন এতে করে রাজ্যের শিল্প ভাগ্য যে নেতিবাচক দিকে এগোচ্ছে তার সন্দেহ নেই।
এই প্রসঙ্গে শিল্প বিশেষজ্ঞ সুপর্ণ মৈত্র জানান ৩৪ বছরের বাম শাসন এবং ১৩ বছরের তৃণমূল শাসনের একমাত্র দিক হলো সংস্থা গুলির বিদায়। আবারও এই কথার সত্যতা প্রমাণ হয়েছে। তাঁর মতে যেই রাজ্যে সুবিধা বেশি শিল্প সংস্থাগুলি সেই রাজ্যে যাবে এবং শিল্পোন্নতি (Industries of West Bengal) ঘটাবে। এর থেকে এই রাজ্যে সংস্থাগুলিকে কেমন পরিষেবা দেওয়া হয় তার ধারণা পাওয়া গেলো। রাজ্য থেকে বড় সংস্থার চলে যাওয়ার ঘটনা নেহাত স্বাভাবিক নয়। তাই রাজ্যের সাথে সংস্থাগুলির সম্পর্কেও নজর দিতে হবে।
আরো পড়ুন: অবশেষে মূল্যবৃদ্ধির ছাপ কলকাতা মেট্রোতেও, বাড়তে চলেছে ভাড়া
আরেকজন অর্থনীতিবিদের মতে গত পাঁচ বছরে ওইসব বিদায় নেওয়া সংস্থার বিনিয়োগের পরিমাণ এবং কোন ক্ষেত্রে তারা কাজ করতো ইত্যাদি বিষয়ে না জেনে মন্তব্য করা উচিত নয়। তাঁর মতে সংস্থাগুলি ক্ষুদ্র, ছোটো বা মাঝারি সংস্থা হয় তবে তাদের সরে যাওয়া স্বাভাবিক। এছাড়াও এই পাঁচ বছরের সাথে আগের আরও পাঁচ বছরের হিসেবে তুলনা না করে রাজ্যের শিল্পোন্নতি (Industries of West Bengal) নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত হবেনা। তাই এই তথ্য দেখেই রাজ্যের শিল্প উন্নয়নের ধারা বোঝা অসম্ভব।
তবে একজন শিল্পপতি দাবি করেছেন কেন্দ্রের এর তথ্য পশ্চিমবঙ্গ রাজ্যের সঠিক শিল্প উন্নতির (Industries of West Bengal) পরিসংখ্যান তুলে ধরতে পারছে। তিনি জানান নতুন শিল্প আসার সুযোগ অনেক কম। ফলে পুরানো সংস্থাগুলি বিদায় নিলে এটি সত্যিই হতাশজনক হতে চলেছে। শিল্প কর্তাদের দাবি পশ্চিমবঙ্গের মাটিতে বড় জমি পাওয়াটা একটা সমস্যা তো ছিলই সঙ্গে রয়েছে পরিবেশ ও পরিস্থিতি নিয়ে সংশয়।