Site icon লোকাল সংবাদ

Moto G15 and G05: মোটোরোলা লঞ্চ করল অসাধারন ফিচার্সের দুটি চমৎকার স্মার্টফোন!

Moto G15 and G05

Representative

Moto G15 and G05: গত বছরেই মটোরোলা সংস্থাটি নিজেদের Moto G14 স্মার্টফোনটি বাজারে আনে। এছাড়াও Moto G04 স্মার্টফোনটিও প্রকাশ পায় তাদের তরফে। এবার জানা হচ্ছে এই দুটি ফোনের আফ্রেডেড ভার্সন আনতে চলেছে সংস্থাটি। সম্প্রতি এই দুটো ফোনের রেন্ডার ইমেজ শেয়ার করা হয়েছে। যেখানে ফোনের লুক, ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিশদে জানা গিয়েছে।

লুক এবং ডিজাইনের মধ্যে দিয়ে দেখলে Moto G15 এবং Moto G05 ফোনের খুব একটা পার্থক্য নেই। লেদার মেটিরিয়াল দিয়ে তৈরি ব্যাক প্যানেল রয়েছে। সাথে ফোনের উপরে ডান দিকে রয়েছে রিয়ার ক্যামেরা সেট আপ। এতে একসাথে তিনটি সেন্সর এবং একটি ফ্লাশ লাইট দেওয়া হয়েছে দুর্দান্ত ছবির জন্য। ফোনের ফন্ট প্যানেলে বেজালের ব্যবহার রয়েছে এছাড়াও পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে। ফোনের ডান দিকের ফ্রেমে ভলিউম রকার এবং পাওয়ার বটোন রাখা হয়েছে। ডানদিকে রয়েছে সিম স্লট।

Moto G14 স্পেসিফিকেশন:

১. স্ক্রিন: এই ফোনটিতে ২০:৯ আস্পেক্ট রেশযুক্তি সাড়ে ছয় ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হচ্ছে। এছাড়াও থাকছে পান্ডা গ্লাস প্রটেক্টর।

২. প্রসেসর: এতে ১৩ অপারেটিং সিস্টেম এবং মায় ইউএক্স সহ প্রকাশ করা হয়েছে। ২.০ গিগাহার্টজ ক্লক স্পিড সহ ইউনিসক ৬১৬ অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়া গ্রাফিক্সের কাজে মালি জি ৫৭ জিপিউ রয়েছে।

৩. ক্যামেরা: LED ফ্ল্যাশ সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি ম্যাক্রো লেন্স থাকছে। এছাড়াও ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।

৪. ব্যাটারি: এতে ৫০০০ mAh এর শক্তিশালী ব্যাটারি রয়েছে যাতে ফুল চার্জ করার পর ৯৪ ঘণ্টা টানা গান শোনার সুযোগ দেয় এবং ২০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাও রয়েছে।

আরো পড়ুন: ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম কি শত্রু ক্ষেপণাস্ত্র হামলা রুখতে সক্ষম?

Moto G04 ফোনের স্পেসিফিকেশন:

১. স্ক্রিন: এতে ৬.৫৬ ইঞ্চির ডিসপ্লে সহ ১৬১২ x ৭২০ পিক্সেল রেজোলিউশন সহ স্ক্রিন রয়েছে। এতে ৯০ হার্টজ রিফ্রেস রেট থাকবে। এতে গোরিলা গ্লাস প্রটেকশন রয়েছে।

২. ক্যামেরা: এতেও ৫০ মেগা পিক্সেলের সেন্সর রয়েছে। এতে সেলফি ও ভিডিও রেকর্ড করার জন্য ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

৩. প্রসেসর: এতে এন্ড্রোয়েড ১৪ ও মায়ইউএক্স সহ প্রকাশ পেয়েছে। এতে ইউনিসোক টি৬০৬ অক্টাকোর প্রসেসর সহ ১.৬ গিগাহার্টজ ক্লক স্পিড কাজ করে।

৪. মেমোরি: এটি চার জিবি র‍্যম সহ প্রকাশ হয়েছে। এতে ৪ জিবি ভার্চুয়াল র‍্যাম সহ মোট ৮ জিবি স্টোরেজ রয়েছে। এছাড়াও ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ রয়েছে।

৫. ব্যাটারি: এই স্মার্টফোনটি ৫০০০ mAh ব্যাটারি থাকছে হতে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

Exit mobile version