সিনেমা প্রেমীদের জন্য দারুন সুখবর, মুক্তি পেতে চলেছে আমির খানের বহু প্রতীক্ষিত ছবি

২০০৭ সালে তৈরি হয়েছিল তারে জামিন পর। মূলতঃ একটি ছোট্ট শিশুর জীবন কাহিনী নিয়ে তৈরি হয়েছিল এই সিনেমাটি। এই সিনেমায় দেখানো হয় যে, শিশুটি প্রতিযোগিতার ভিড়ে হারিয়ে যাচ্ছে, তখন সমাজের মূলস্রোতে ফিরিয়ে এনেছিলেন তারই শিক্ষক রাম শংকর। তারে জামিন পর-র সিকোয়েল হল সিতারে জামিন পর। ইতিমধ্যেই আমির খান ছবির ক্লাইম্যাক্সের শুটিং শেষ করল ভাদোদরাতে।

সিতারে জামিন পর সম্পর্কে অভিনেতা বেশ কিছু আপডেটও দিয়েছেন সংবাদমাধ্যমকে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তারে জামিন পর-র গল্প এবং সিতারে জামিন পর-র  মূল গল্পের বিষয়বস্তু একই। তবে এই দুটি সিনেমার মূল পার্থক্য হল তারে জামিন পর সিনেমাটি আপনাকে কাঁদাবে, আর এই সিনেমাটি আপনাকে হাসতে বাধ্য করবে। বেশ এন্টারটেইনিং ছবি হতে চলেছে এটি। ছবির মূল লক্ষ্য হল তারে জামিন পর-র ফ্রাঞ্চাইজিকে এগিয়ে নিয়ে যাওয়া। সিতারে জামিন পর’ সিনেমায় ১০ জন মানুষের কথা দেখানো হবে, যারা ঠিক প্রায় একই রকম মেন্টাল চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাবে।

অনেকদিন ধরেই হিন্দি ছবির দর্শক অপেক্ষা করে আছে সিতারে জামিন পর-র জন্য। অবশেষে প্রজাতন্ত্র দিবসের দিন বলিউড অভিনেতা আমির খান স্বয়ং জানান যে, ২০২৫ এর ক্রিসমাসে মুক্তি পেতে চলেছে সিনেমাটি। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন দর্শিল সাফারি ও জেনেলিয়া দেশমুখ। গুজরাটের সঙ্গে আমিরের এক অন্যতম সম্পর্ক রয়েছে। তার বাবার বেশ কয়েকটি ছবির শুটিং হয়েছে গুজরাটে। তবে এখন অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। চারিদিকে গজিয়ে উঠেছে অনেক বিল্ডিং, রাস্তাঘাট। আগের পরিস্থিতির সাথে মেলাতে অনেকটাই অসুবিধা হচ্ছে বলিউডের মিস্টার পারফেকশনিস্টের।

আরও পড়ুন: লম্বা বিরতির পর বাংলার হাত ধরে ফের অভিনয় জগতে পা রাখতে চলেছেন রবীনা ট্যান্ডন

মুখ্য অভিনেতা হিসাবে আমিরের পরবর্তী ছবি সিতারে জামিন পর -র গল্প নাকি বেশ পছন্দ আমির খানের, সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন তিনি। ২০২৩ এ অক্টোবর মাসে সিতারে জামিন পার-র তৈরির ঘোষণা করা হয়েছিল। এরপরই উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন তামাম দর্শক। ২০২২ সালে মুক্তি পেয়েছিল আমিরের ছবি লাল সিং চড্ডা। কিন্তু ছবিটি ফ্লপ হয়েছিল।

এই ব্যর্থতার জন্য সাময়িকভাবে অভিনয় থেকে বিরতি নেন আমির খান। নতুন করে সিনেমায় কামব্যাকের খবর পেয়ে আপ্লুত আমির অনুরাগীরা। তাই বলাই বাহুল্য যে, ফিল্ম সমালোচকদের এখন চোখ রয়েছে আমিরের এই নতুন ফিল্মের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *