JioHotstar Domain: বিনামূল্যেই পাওয়া যেতে পারে ডোমেইন, দুবাই থেকে নতুন অফার এলো মুকেশ আম্বানির কাছে

JioHotstar Domain: বেশ কিছু মাস ধরেই রিলায়েন্সের জিও সিনেমা এবং আমেরিকান সংস্থা হটস্টারের মার্জ হওয়ার খবর আসছে। আর এর পর থেকেই এই সম্মিলিত দুটো অ্যাপের ডোমেইন নিয়ে চলছে টানা-পড়েন। এবার সেখানেই এলো নতুন মোড়। জানা যাচ্ছে দিল্লির এক যুবক এই দুই অ্যাপের যুক্ত হওয়ার খবর পেয়েই আন্দাজ করে আগে থেকে কিনে রাখেন ডোমেইন। দুই সংস্থা এক হতে পারে এবং তাদের সম্ভাব্য ডোমেইন কি হবে সেটা আন্দাজ করে কিনে রাখেন ওই যুবক।

এই দুই সংস্থার এক হওয়ার খবর সামনে আসতেই ওই যুবক সোশ্যাল মিডিয়ায় জানান তিনি তাঁর উচ্চ শিক্ষার জন্য রিলায়েন্সকে এই ডোমেইন বিক্রি করে দিতে চান। যদিও এই প্রশ্ন মানেননি মুকেশ আম্বানি। তবে ওই ডোমেইনের মালিকানা আর নেই ওই দিল্লির যুবকের কাছে। জানা যাচ্ছে দুবাইয়ের দুই ভাইবোন জয়নাম ও জিভিকার নামে কেনা হয়েছে এই বিশেষ ডোমেইন (JioHotstar Domain)। সেখান থেকে জানা যাচ্ছে তারা জিওর সংস্থাকে এই ডোমেইনটি বিনামূল্যে দিয়ে দিতে চায় লিখিত সমস্ত আইনি কাগজ সহ। এই কথা একটি ওয়েবসাইটে শেয়ার করেছে এই ভাইবোন। সেখানে তারা লিখেছেন তারা মনে করেন Jiohotstar.com ডোমেইনটি রিলায়েন্সের কাছেই থাকা উচিত। তাই যদি রিলায়েন্স এই ডোমেইনটি নিতে চায় তাহলে তারা এই ডোমেইনটি সমস্ত কাগজপত্র সহ তুলে দিতে চায়।

গত মাসের গোড়ার দিক থেকেই এই ঘটনার শুরু। দিল্লির এক ডেভেলপার এই ডোমেইনটি কিনে নেন। এরপর এক কোটি টাকার বিনিময়ে সেটি বিক্রির সিদ্ধান্ত নেন। ওই টাকায় তিনি বিদেশের মাটিতে নিজের উচ্চশিক্ষায় লাগাবেন বলেও জানান তিনি। পরে জানা যায় রিলায়েন্স তার এই অফার নাকচ করে দিলে তিনি দুবাইয়ের এই ভাই বোনের কাছে ডোমেইনটি বিক্রি করে দেন। দুবাইয়ের ওই ভাইবোনের লক্ষ্য ছিল দিল্লির ওই যুবককে সাহায্য করা। তিনি আরও বলেন ডোমেইনটি বিক্রি করতে রাজি ছিলেননা তিনি। তবে ডোমেইন কিনতে আগ্রহী এমন অনেক ব্যক্তি ইমেলের মাধ্যমে যোগাযোগ করছেন।

আরো পড়ুন: জিওর নতুন ফাইভ জি মোবাইল, দাম কম ফিচার্স বেশি

জিও হটস্টার ডোমেইনের (JioHotstar Domain) বর্তমান মালিক জানান তাদের ডোমেইন কেনা নিয়ে অনেকেই ভাবছেন তারা হয়তো রিলায়েন্সের সাথে কোনো বাণিজ্যিক সম্পর্কে যেতে চলেছেন। তবে তারা নিশ্চিত করে দিতে চান যে বিতর্ক সৃষ্টি করা তাদের লক্ষ্য নয়। কেবলমাত্র ওই ডেভেলপারকে সাহায্য করা এবং এই সেবা যাত্রার ভাগ করাই ছিল লক্ষ্য।

তারা আরও বলেন সমস্ত আলোচনার উপর নির্ভর করে তারা এই ডোমেইনটি রিলায়েন্সের হাতে তুলে দিতে চান সমস্ত কাগজ সহ। এটা করতে পেরে তারা আনন্দিত। তারা এও জানিয়েছেন রিলায়েন্স (JioHotstar Domain) বা অন্য কোনো গোষ্ঠী এই কাজে চাপ দেননি। অন্য কারোর যুক্ত করা ছাড়া নিজেরা আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুবাইয়ের ওই ভাই-বোন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *