UPI Lite Wallet: ছোটখাটো লেনদেনের জন্য সেরা বিকল্প ইউপিআই লাইট ওয়ালেট, রয়েছে একাধিক সুযোগ সুবিধা। বর্তমানে লেনদেনের ক্ষেত্রে অনলাইন ট্রানজেকশনের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে বড় হোক বা সামান্য কিছু অর্থ লেনদেনের ক্ষেত্রে ক্যাশ ট্রানজাকশন হয় না বললেই চলে। কিন্তু সামান্য ১০-৫ টাকা খরচের জন্য সরাসরি ব্যাংক থেকে টাকা কাটানোটা কিছু ক্ষেত্রে অসুবিধা জনক হয়। সেই জন্যই তৈরি করা হয়েছে ইউপিআই লাইট ওয়ালেটগুলিকে। এই ওয়ালেটগুলি ক্ষুদ্র লেনদেনের ক্ষেত্রে একাধিক সুযোগ সুবিধা প্রদান করে গ্রাহককে। যারা অনলাইন ট্রানজেকশন করতেই সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদের জন্য এই ওয়ালেট অত্যন্ত কার্যকরী।
ইউপিআই লাইট ওয়ালেটের (UPI Lite Wallet) মাধ্যমে গ্রাহকরা একাধিক সুযোগ সুবিধা পেয়ে থাকেন। তার মধ্যে বিশেষ কয়েকটি সুবিধার কথা উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।
স্বল্পমূল্যের লেনদেন: কম পরিমাণ অর্থ লেনদেনের ক্ষেত্রে সবথেকে ভালো পছন্দ হতে পারে ইউপিআই লাইট ওয়ালেটগুলি (UPI Lite Wallet)। মূলত একেবারে খুচরো লেনদেনের জন্যই এই ওয়ালেটগুলিকে তৈরি করা হয়েছে। যাতায়াত খরচ থেকে শুরু করে চা অথবা ওই জাতীয় যে কোন খরচের জন্য এই ওয়ালেট বেশ ভালো। ২০০ টাকার কম পেমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই ধরনের ওয়ালেটগুলিকে। সাধারণ ইউপিআই পেমেন্টের তুলনায় এই ওয়ালেটগুলি থেকে পেমেন্ট করা অনেক সহজ এবং সময়ও কম লাগে।
পিন বিহীন ট্রানজেকশন: ইউপিআই লাইটের ক্ষেত্রে সবথেকে আকর্ষণীয় ফিচারসটি হল পিন বিহীন ট্রানজাকশন। অর্থাৎ এই ওয়ালেট থেকে ট্রানজাকশন করার সময় কোন প্রকার পিন বসাতে হয় না। সাধারণত অনলাইন ট্রানজেকশনের ক্ষেত্রে যে কোন ইউপিআই অ্যাপ ব্যবহার করতে হলে ট্রানসাকশনের আগে একটি ইউপিআই পিন বসাতে হয়। গ্রাহকের আর্থিক সুরক্ষার কথা মাথায় রেখে এই পিনের প্রচলন করা হয়েছে। কিন্তু ইউপিআই লাইট ওয়ালেট (UPI Lite Wallet) থেকে ট্রানজেকশন করার সময় কোন পিনের প্রয়োজন হয় না। যেহেতু ওয়ালেটটির সাথে সরাসরি ব্যাংকের যোগাযোগ থাকে না তাই আর্থিক ক্ষতির সম্ভাবনা নেই বললেই চলে।
আরো পড়ুন: সন্তানের ভবিষ্যত গোছাতে ৪ বছরে ৪ গুণ লাভ পেতে পারেন! সুযোগ দিচ্ছে SBI! কিভাবে জানুন!
গতি এবং দক্ষতা: আগেই উল্লেখ করা হয়েছে ইউপিআই লাইট ওয়ালেটের মাধ্যমে অনেক কম সময়ে ট্রানজেকশন করা সম্ভব। যেহেতু ইউপিআই অ্যাপগুলি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের সাথে জড়িত তাই জন্য সেখান থেকে ট্রানজেকশন করতে হলে অনেকগুলি ধাপ অতিক্রম করতে হয়। কিন্তু ওয়ালেটের ক্ষেত্রে সে সমস্ত ঝামেলা নেই। তাই খুব কম সময় এবং সহজ উপায় পেমেন্ট করা সম্ভব হয়। আর যেহেতু একেবারে খুচরো ট্রানজাকশনের জন্যই এই অ্যাপটিকে বানানো হয়েছে তাই এই অ্যাপের মাধ্যমে খুব বড় রকমের আর্থিক ক্ষতির সম্ভাবনাও নেই। কোন কারণে যদি আপনি ভুল পেমেন্ট করেও ফেলেন তাহলেও তার দ্বারা খুব বড় আকারের কোন ক্ষতি হবে না।
আপনি ইউপিআই লাইট ওয়ালেটের (UPI Lite Wallet) মাধ্যমে বাস বা ট্রেন ইত্যাদি টিকিট কাটা থেকে শুরু করে রাস্তার ধারে স্বল্পমূল্যের কোন খাবার কেনা অথবা যাতায়াতের নিত্য প্রয়োজনীয় খরচ মেটানো সবকিছুই করতে পারবেন খুব সহজ এবং সাবলীল ভাবে। বর্তমানে খুচরা নোট বা কয়েন নিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে। এই সমস্ত সমস্যা নিমেষে উধাও করে দিতে পারে ইউপিআই লাইফ ওয়ালেটগুলি।