Indian Railways: মাকড়শার জলের মতো ছড়িয়ে রয়েছে ভারতীয় রেল। নতুন বছর শুরু হওয়ার আগেই ফের চরম অশান্তির মুখে পড়তে চলেছেন যাত্রীরা। বিশেষত হাওড়া ডিভিশনের যাত্রীদের বেশি ভোগান্তির মুখে পড়তে হতে পারে। যান্ত্রিক কাজের জন্য এবার হাওড়া ডিভিশনের বহু ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে ইনলকিংয়ের কাজ চলবে হাওড়া ডিভিশনে আর সেই জন্যই বহু ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।
ইতিমধ্যেই পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তাতেই রীতিমতো সমস্ত বাতিল হওয়া ট্রেনের নাম্বার সহ জানিয়ে দেওয়া হয়েছে বাতিলের সিদ্ধান্ত। এর ফলে হাওড়া শাখার তো বটেই বরং শিয়ালদহ শাখাতেও হতে চলেছে রেল বিভ্রাট। হাওড়ার মতো বড় স্টেশনের ট্রেন পরিসেবা বন্ধ রাখার সিদ্ধান্তে চরম ভোগান্তির মুখে পড়তে চলেছে ভারতীয় রেলের (Indian Railways) পূর্ব শাখার নিত্য যাত্রীরা। প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে রীতিমতো মাথায় হাত পড়েছে নিত্য যাত্রীদের। সপ্তাহান্তের ভোগান্তির কথা ভেবে আশঙ্কিত যাত্রীরা।
যান্ত্রিক কাজ চলার জন্য বাতিল হয়েছে একাধিক ট্রেন। ইতিমধ্যেই পূর্ব রেল (Indian Railways) একটি বিজ্ঞপ্তি দিয়ে যাত্রীদের এই খবর জানিয়েছে। আর এই বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন SFS সাইডিং নির্মাণ এবং ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের পরিবর্তে UTCL সাইডিংয়ে ট্রেন পৌঁছানোর জন্য আগামী ১৪ই ডিসেম্বর থেকে ১৬ই ডিসেম্বর সোমবার অবধি অর্থাৎ আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত চলবে নন ইন্টারলকিংয়ের কাজ। যার জন্য বাতিল করা হচ্ছে একাধিক ট্রেন।
আরো পড়ুন: রাতের শেষ মেট্রোর বাড়তি ভাড়া, সিদ্ধান্ত জানাল কলকাতা মেট্রো
ভারতীয় রেলের (Indian Railways) শাখা পূর্ব রেলের বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে আগামী ১৪ই ও ১৫ই ডিসেম্বর হাওড়া-বর্ধমান রুটে অফ কর্ড লাইনে ৩৬৮১১, ৩৬৮১৭, ৩৬৮২৭, ৩৬৮৫৫, ৩৬৮২৩ ও ৩৬৮৫১ ট্রেনগুলি বাতিল করা হয়েছে। এছাড়া হাওড়া থেকে মশাগ্রাম রুটে বাতিল থাকবে ৩৬০৮১, ৩৬০৮৩, ৩৬০৮৫ ও ৩৬০৮৭ ট্রেনগুলো। অন্যদিকে গুরাপ লাইনে ৩৬০৭১ ট্রেনটি বাতিল থাকবে। চন্দননগর রুটে ৩৬০৩১, ৩৬০৩৩, ৩৬০৩৫, ৩৬০৩৭ ও ৩৬০১১ ট্রেনগুলো বাতিল থাকবে। এছাড়া শিয়ালদহ লাইনে বারুইপাড়া লাইন ট্রেন বাতিল থাকবে ৩২৪১১, ৩২৪১৩ ট্রেনগুলো। এছাড়া বর্ধমান লাইনে বাতিল থাকবে ৩৬৮১২, ৩৬৮১৪, ৩৬৮১৮, ৩৬৮৩৮, ৩৬৮৫২, ৩৬৮৫৬ ট্রেনগুলো।
এছাড়া চন্দ্রপুর হাওড়া রুটে বাতিল থাকবে ৩৬০৩২, ৩৬০৩৪, ৩৬০৩৬, ৩৬০৩৮ ট্রেনগুলো। গুড়াপ-হাওড়া লাইনে বাতিল থাকবে ৩৬০৭২ ট্রেনটি। মশাগ্রাম হাওড়া রুটে বাতিল হচ্ছে ৩৬০৮২, ৩৬০৮৪, ৩৬০৮৬, ৩৬০৮৮ ট্রেনগুলো। বারুইপাড়া থেকে হাওড়া রুটে বাতিল থাকবে ৩৬০৭২ ট্রেনটি। বারুইপাড়া-শিয়ালদা রুটে বাতিল থাকবে ৩২৪১২ ও ৩২৪১৪। এছাড়াও ৩৭২৪৩, ৩৭২৪৫, ৩৭২৮৩, ৩৭৬৫৫, ৪৭০৫৯, ৩৭২১৬, ৩৭২২২, ৩৭২৪০, ৩৭৬৫৬, ৩৭০৬০, ৩৬৮১১, ৩৬০৮১, ৩৬০৭১, ৩৬৮১২, ৩৬০৮২ ও ৩৬০৭২ ট্রেনগুলো বাতিল থাকবে।