Geysers Using Rules: নির্দিষ্ট নিয়ম মেনে ব্যবহার করুন গিজার, চলবে অনেকদিন। বর্তমান যুগে দাঁড়িয়ে গিজার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। শীত আসন্ন প্রায় এই সময়টা গিজারের প্রয়োজন একটু একটু করে বাড়তে শুরু করে। শীতকালে একেবারে ঠান্ডা জলে স্নান করা বা অন্যান্য কাজ করা সব সময় সম্ভব হয় না। তখনই প্রয়োজন পড়ে গিজারের। বিশেষত শহুরে এলাকাতে এর ব্যবহার অনেক বেশি। কিন্তু গিজার ব্যবহারের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। অনেকেই এর সঠিক ব্যবহার জানেন না। সে কারণে সমস্যায় পড়েন তারা। আজকের প্রতিবেদনে গিজার ব্যবহারে সঠিক নিয়মগুলি আলোচনা করা হলো।
শীতকালে জলের বেশিরভাগ কাজ করার জন্য গরম জলের প্রয়োজন হয়। আর তখনই গিজারের ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পায়। অনেকেই আছেন যারা বেশিরভাগ কাজ গিজারের জলে করেন। যার কারণে ঘন্টার পর ঘন্টা একটানা গিজার চলতে থাকে। কিন্তু গিজার একটি ইলেকট্রনিক যন্ত্র যা একটানা বেশিক্ষণ চালানো কখনোই ঠিক নয়। নিয়ম অনুযায়ী (Geysers Using Rules), এক থেকে দু ঘন্টার বেশি একটানা গিজার চালানো উচিত নয়। তাতে নানা রকম ক্ষতির সম্মুখীন হতে হতে পারে। বাজারে একাধিক অটোমেটিক সেফটি গিজারও পাওয়া যায়। যা নির্দিষ্ট সময়ের পর নিজে থেকেই বন্ধ হয়ে যায়। চাইলে সেই ধরনের গিজার ব্যবহার করতে পারেন।
গিজার চালানোর সময় সব থেকে বেশি সমস্যা হয় বিদ্যুৎ বিল নিয়ে। অতিরিক্ত পরিমাণে গিজার চললে স্বাভাবিকভাবেই বিদ্যুতের বিল অনেকটাই বেশি আসবে। তাই বিদ্যুতের বিল বাঁচাতে চাইলে গিজার ব্যবহারের সময়সীমা কমিয়ে আনুন (Geysers Using Rules)। সারাদিন ধরে গিজার চালিয়ে না রেখে, নির্দিষ্ট সময় গিজার চালু করুন এবং প্রয়োজন মিটে গেলে মনে করে গিজারটি আবার বন্ধ করে দিন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল প্রত্যেকটি গিজারের একটি নির্দিষ্ট সীমা রয়েছে। নির্দিষ্ট পরিমাণ জলই গরম করতে পারে সেই গিজার। ঘন্টার পর ঘন্টা চালিয়ে রাখলেই প্রতিনিয়ত জল গরম করে যাবে বিষয়টা এরকম নয়। ৫ লিটারের ক্যাপাসিটি যুক্ত একটি গিজার ৫ লিটার জলই একবারে গরম করতে সক্ষম। তাই অতিরিক্ত সময় গিজার চালানোর কোনো প্রয়োজন নেই।
আরো পড়ুন: ভারতীয়দের পৃথিবীর সব দেশে, তবুও এই দেশগুলোতে ভারতীয়দের বসবাস শূন্য
আপনি যদি ঘন্টার পর ঘন্টা গিজার চালিয়েও রাখেন তবুও ৫ লিটার ক্যাপাসিটি যুক্ত একটি গিজার ৫ লিটারের বেশি জল গরম করতে পারবে না। বরঞ্চ ওই ৫ লিটার জলকেই আরো বেশি পরিমাণে গরম করতে শুরু করবে। যার ফলে অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে যন্ত্রাংশ। অতিরিক্ত তাপের কারণে খারাপ হতে পারে গিজারটি। একটি গিজার খারাপ হলে সেটি সারাতে অনেক টাকা খরচ হবে। তাই খরচ বাঁচাতে চাইলে গিজারের যত্ন নেওয়াটা প্রয়োজন। এছাড়া প্রতিনিয়ত গিজার চালিয়ে রেখে জল ব্যবহার করতে শুরু করলে জলের অপচয়ও হবে। তাই অকারণ অপচয় না করে প্রয়োজন মতোই গিজার ব্যবহার করুন (Geysers Using Rules)।
গিজার অতিরিক্ত গরম হয়ে যাওয়াটা কখনোই কাম্য নয়। তা থেকে বড় কোন ক্ষতির আশঙ্কাও থাকতে পারে। তাই গিজারের যত্ন নেওয়া প্রয়োজন। প্রতিদিন যে পরিমাণ জল গরম করছেন তা গিজার থেকে বের করে ফেলার চেষ্টা করুন। গরম জল গিজারের মধ্যে আটকে রাখা উচিত নয়। যদি বাথরুমে গিজার ব্যবহার করে থাকেন তাহলে বাথরুমে হাওয়া চলাচলের জায়গায় রাখবেন যাতে গিজার থেকে উৎপাদিত তাপমাত্রা বাইরে বেরিয়ে যেতে পারে। শীতের শুরুতেই ভালো ইলেক্ট্রিসিয়ানকে দিয়ে একবার গিজারটি পরীক্ষা করিয়ে নিতে পারেন। তাতে গিজারের সুস্থতা নিশ্চিত হবে। খারাপ গিজার ব্যবহার করলে বিদ্যুৎস্পিষ্ট হবার ভয় থাকে। তাই ব্যবহারের আগে যাচাই করে নেওয়া বাঞ্ছনীয় (Geysers Using Rules)।