Vastu Shastra: বাস্তু শাস্ত্র মেনে করতে হবে খাদ্য গ্রহণ, অন্যথায় আসতে পারে দারিদ্র্য। বাস্তু শাস্ত্রে দিক একটি বড় বিষয়। কোন দিকটি শুভ? কোন দিকটি অশুভ? কোন কাজ কোন দিকে বসে করা যায়? আর কোন দিকে বসে করা যায় না? তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে বাস্তু শাস্ত্রে। বাস্তু শাস্ত্রের এই নিয়ম মেনে চললে ঘরে সুখ, সমৃদ্ধি আসে। কিন্তু নিয়ম না মানলে সেই ব্যক্তির জীবনে দারিদ্রতা অশান্তি দেখা দিতে পারে।
বহু মানুষ আছেন যারা বাস্তু শাস্ত্রে (Vastu Shastra) নিবিড় ভাবে বিশ্বাসী তারা জানেন বাস্তু শাস্ত্রে উল্লেখিত নিয়মগুলি মানলে কতটা উপকার পাওয়া যেতে পারে। নির্দিষ্ট নিয়ম মেনে নির্দিষ্ট দিক অনুযায়ী কাজ করলে সুখ সমৃদ্ধিতে ভরে উঠতে পারে সংসার। কিন্তু এই সমস্ত নিয়ম না মানলে দেবী লক্ষ্মী রুষ্ট হতে পারে। সংসারে নেমে আসতে পারে দারিদ্রতা।
বাস্তু শাস্ত্রে (Vastu Shastra) খাদ্য গ্রহণের জন্য কিছু নিয়ম নির্দিষ্ট করা হয়েছে। সেই নিয়ম মেনে খাদ্য গ্রহণ না করলে সমস্যায় পড়তে পারেন সেই ব্যক্তি। আজকের প্রতিবেদনে সেই নিয়ম সম্পর্কে আলোচনা করা হলো। বাস্তু শাস্ত্রে বলা হয়েছে কখনো ভুল করেও দক্ষিণ দিকে মুখ করে খেতে বসবেন না। কারণ শাস্ত্র মতে দক্ষিণ দিক হলো যমের দিক। কোন ব্যক্তি যদি দক্ষিণ দিকে মুখ করে খাদ্য গ্রহণ করেন তাহলে তার স্বাস্থ্যের উপর তার কুপ্রভাব পড়তে পারে। খাদ্য গ্রহণের জন্য শুভ দিক হলো পূর্ব অথবা উত্তর দিক। কারণ শাস্ত্র মতে এই দিক দুটি দেবতাদের। দেবী লক্ষীও এই দিকে অধিষ্ঠান করেন। তাই এই দিকে মুখ করে খাদ্য গ্রহণ করলে সংসারে সমৃদ্ধি আসতে পারে।
আরো পড়ুন: পায়ে কালো সুতো বাঁধা, শুভ না অশুভ! জানেন কি আসল কারণ?
যেকোনো জায়গায় বসে খাবার খাওয়া উচিত নয়। বাস্তু শাস্ত্রের (Vastu Shastra) মতে বিছানার উপর বসে কখনো খাবার খেতে নেই এতে আর্থিক ক্ষতি দেখা দিতে পারে। খাবার সময় পায়ের জুতো বা চপ্পল অবশ্যই খুলে রাখবেন। না হলে খাবারকে অপমান করা হয়। যার ফলে অসন্তুষ্ট হতে পারেন দেবী অন্নপূর্ণা। আবার খাবার খাওয়ার সময় কখনোই মাথা ঢেকে রাখবেন না। বাস্তু শাস্ত্র অনুযায়ী খাবার খাওয়ার জন্য উপযুক্ত জায়গা হল রান্নাঘর।
খাবার নষ্ট করাও একেবারেই উচিত নয়। যতটুকু খেতে পারবেন ততটুকু খাবারই প্লেটে নেবেন। সব সময় পরিষ্কার এবং শান্তিপূর্ণ জায়গায় খাদ্য গ্রহণ করার চেষ্টা করবেন। বাস্তু শাস্ত্র (Vastu Shastra) মতে খাবার খাওয়ার আগে পরিছন্নতা আবশ্যিক। সব সময় স্নান করে পরিষ্কার পোশাক পড়ে তবেই খাদ্য গ্রহণ করুন। এতে দেবী লক্ষী ও দেবী অন্নপূর্ণা সন্তুষ্ট হন। কখনো ভাঙ্গা পাত্রে খাদ্য গ্রহণ করবেন না। মাটিতে বসে খাদ্য গ্রহণ করার সময় মাটিতে হাত দিয়ে খাদ্য গ্রহণ করবেন না।