Nabadwip Gauranga Bridge: খুলে দেওয়া হবে নবদ্বীপের গৌরাঙ্গ সেতু, জোর কদমে চলছে কাজ। হঠাৎই বিপদের মুখে পড়েছিল নবদ্বীপের গৌরাঙ্গ সেতু (Nabadwip Gauranga Bridge)। তাই বাধ্য হয়ে কিছু সময়ের জন্য বন্ধ করে দিতে হয় গাড়ি চলাচল। যত তাড়াতাড়ি সম্ভব সেতুটিকে মেরামত করে আবারো নতুন করে চলাচলের যোগ্য করে তোলার চেষ্টা করছে সরকার। জোর কদমে চলছে কাজ। আশা করা যায় এই সপ্তাহের মধ্যেই আবারো চালু করা সম্ভব হবে নবদ্বীপের গৌরাঙ্গ সেতু।
সেতু মেরামতির কাজটি পর্যবেক্ষণ করছেন সরাসরি রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা। জেলা শাসক বারবার সেতুর কাজ পরিদর্শনে আসছেন। উদ্দেশ্য একটাই যত তাড়াতাড়ি সম্ভব নবদ্বীপের গৌরাঙ্গ সেতু মেরামতির কাজ শেষ করা। ২৪ ঘন্টা কাজ চলছে, নিয়োগ করা হয়েছে অতিরিক্ত শ্রমিকও। পুজোর মুখে হঠাৎ করে গৌরাঙ্গ সেতু বন্ধ হয়ে যাওয়াটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই সমস্যা যাতে বেশিদিন স্থায়ী না হয় সেই কারণেই তৎপরতার সঙ্গে কাজ করছে প্রশাসন। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে পুজোর মুখেই অর্থাৎ ষষ্ঠীর দিন সকালে এই সেতু আবার চালু করা সম্ভব হতে পারে।
আপাতত নবদ্বীপের গৌরাঙ্গ সেতুর (Nabadwip Gauranga Bridge) উপর দিয়ে সমস্ত যান চলাচল বন্ধ রাখা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে এই সেতুটি বন্ধ। অতিক্রান্ত হতে চলল প্রায় ১ সপ্তাহ। স্বাভাবিকভাবেই বর্ধমান আর নবদ্বীপের যাত্রীরা বেশ সমস্যার মধ্যে পড়েছেন। বুধবার অর্থাৎ আজ থেকে সেতু আবারো চালু করে দেওয়ার কথা জানানো হয়েছে। তবে সেতু মেরামতির কিছু শেষ মুহূর্তের কাজের জন্য ভোর বেলার দিকে সেতু বন্ধ রাখা হতে পারে। মাত্র কয়েক ঘন্টা, তারপর আবারো স্বাভাবিক নিয়মেই খোলা থাকবে সেতুটি।
ভাগীরথীর উপর তৈরি করা হয়েছে নবদ্বীপের গৌরাঙ্গ সেতু (Nabadwip Gauranga Bridge) গত বৃহস্পতিবার এই সেতুর মাঝ বরাবর দুটি স্ল্যাবের মধ্যবর্তী এক্সপেনশন জয়েন্টের প্লেট হঠাৎই সরে যায়। সেই কারণে আচমকাই বন্ধ করে দিতে হয় সেতুর উপর যান চলাচল। বৃহস্পতিবার বেশ কিছু সময়ের জন্য সম্পূর্ণ সেতুর উপর যান চলাচল বন্ধ করে দিতে হয়েছিল। পূর্ত দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে ব্রীজের উপর ফ্লোটিং স্ল্যাবের সংযোগ স্থলে প্লেট সরে গিয়ে এই দুর্ভোগে সৃষ্টি হয়েছে।
আপাতত জোড় কদমে যুদ্ধ কালীন তৎপরতায় কাজ চলছে নবদ্বীপের গৌরাঙ্গ সেতু (Nabadwip Gauranga Bridge) মেরামতির। পূর্ত দফতরের নদীয়া ডিভিশন ওয়ান এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জানিয়েছেন আপাতত সেতুর এক দিক থেকে গাড়ি চলাচল চালু রাখা হয়েছে। তবে তা চলছে অল্প পরিমাণে। যাতে খুব শীঘ্রই সম্পূর্ণ সেতুটি জনসাধারণের জন্য খুলে দেওয়া যায় সেই চেষ্টাই করছে সরকার। কাজ প্রায় শেষ হয়ে এসেছে। সামান্য কিছু কাজ বাকি থাকলে সেই কাজগুলি ভোরের দিকে করে নেওয়া হবে। সেই সময়টুকু সেতু বন্ধ থাকলেও বাকি সময় স্বাভাবিকভাবেই যান চলাচল করতে পারবে সেতুর উপর দিয়ে।