Dearness Allowence: ডিএ নিয়ে বড় সিদ্ধান্ত, কি জানালো নবান্ন

Dearness Allowence: রাজ্য এবং রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে মহার্ঘ্য ভাতা নিয়ে সংঘাত নতুন নয়। হাই কোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, চলছে একাধিক মামলা। কর্মচারীদের ন্যায্য টাকা না দেওয়ার অভিযোগে প্রায়শই বিক্ষোভ করতে দেখা যায় সাধারণ কর্মচারীদের। একাধিক অভিযোগের মাঝে, কেন্দ্র সরকার বছরে দুই বার তার কর্মীদের জন্য ডিএ বাড়ালেও রাজ্যে গত বছরে ডিএ বাড়ানো হয়েছে মাত্র এক বারই। তাঁর উপর কেন্দ্র সরকার ডিএ দেয় ৫৩ শতাংশ যা রাজ্যের তুলনায় দুইগুন।

রাজ্যে ডিএ বৃদ্ধি নিয়ে বিক্ষোভের মাঝে নতুন বছরে ডিএ (Dearness Allowence) বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা করলো রাজ্য সরকার। এবার নতুন বছরে তবে কি বাড়তে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা? এদিন সাফ জানালো নবান্ন। ২০২৫ সালের জানুয়ারি মাস থেকেই কেন্দ্র সরকারের ৩ শতাংশ ডিএ বেড়ে কর্মীরা পাবেন মোট ৫৩ শতাংশ। সেই তুলনায় রাজ্য সরকারি কর্মীরা নিজেদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত রয়েছেন বহু বছর ধরে। পঞ্চম পে কমিশনের টাকা বকেয়া থাকার জন্যও ক্ষিপ্ত রয়েছেন কর্মীরা।

এখনও পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের জন্য কোনো রকম নতুন ঘোষণা রাখেনি রাজ্য সরকার। যার জন্য কর্মীদের মধ্যে বাড়ছে ক্ষোভ। বড়দিনের সময়েই কেন্দ্র সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধি হয়। এরপরই আবার নতুন বছরের জানুয়ারি থেকে পুনরায় ৩ শতাংশ ডিএ বৃদ্ধির পথে হাঁটছে ভারতীয় কেন্দ্র সরকার। আর এর মধ্যে গত বছরের প্রথমার্ধে একবার ৪ শতাংশ ডিএ (Dearness Allowence) বৃদ্ধি হয় রাজ্য সরকারের কর্মীদের জন্য। এরপর থেকে এখনও কোনো নতুন ঘোষণা করেনি সরকার।

আরো পড়ুন: জানুয়ারী মাসেই বসবে দুয়ারে সরকার, কোথায় কবে প্রকাশ হলো তালিকা

এরই মাঝে সাফ বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রশাসনিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানালেন এখনই রাজ্য সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowence) বাড়বে না। তিনি বলেন তাঁর পক্ষে কেন্দ্রের মতো ডিএ বাড়াতে পারবেন না, কারণ রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। এতে যদি কোনো কর্মীর মনে হয় তিনি কেন্দ্রীয় সরকারের চাকরি করবেন তো করতে পারেন। কিন্তু তিনি কোনো মতেই ডিএ বাড়াতে পারবেন না।

এদিকে যত দিন যাচ্ছে যত ক্ষোভ বেড়ে চলেছে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে। ক্ষুব্ধ কর্মীদের একাংশের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অন্যান্য খাতে টাকা বাড়াতে পারলেও শুধু মাত্র ডিএ (Dearness Allowence) বাড়াতে পারছেন না। এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর হতাশ কর্মীরা। ঠিক কবে তাঁরা তাঁদের যোগ্য টাকা পাবেন তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *