IPL Auction 2024: আইপিএলে অংশগ্রহণ করতে রিটেন প্লেয়ার বাদে সমস্ত প্লেয়ারকে নাম লেখাতে হয় মেগা অকশনে! এবারের মেগা অকশনে নাম লিখিয়েছিলেন মোট ১৫৭৪ জন প্লেয়ার। যার মধ্যে ভারতীয় ক্রিকেটার ছিলেন ১১৬৫ জন এবং বিদেশি ক্রিকেটার ছিলেন ৪০৯জন। সম্প্রতি প্রকাশিত চূড়ান্ত তালিকায় নাম রয়েছে মাত্র ৫৭৪ জনের। অর্থাৎ ইতিমধ্যেই বাদ পড়েছেন ১ হাজার জন।
এর মধ্যে ৩২০ জন ক্যাপড বা আন্তর্জাতিক দলে খেলা এবং ১২২৪ জন আনক্যাপড প্লেয়ার ছিলেন। এই তালিকার ৪৮ জন ক্যাপড ভারতীয় ক্রিকেটারও ছিলেন। চূড়ান্ত তালিকায় ভারতীয়র সংখ্যা ৩৬৬ জন এবং ২০৮ জন বিদেশি প্লেয়ার রয়েছেন। যার মধ্যে নিলাম (IPL Auction 2024) থেকে সর্বাধিক ২০৪ জন প্লেয়ার আইপিএল খেলার সুযোগ পাবেন। বোঝাই যাচ্ছে ভারতীয় প্লেয়ারদের পাশাপাশি বাদ পড়তে চলেছেন একাধিক বিদেশী ক্রিকেটাররাও।
আইপিএল ২০২৫-এ (IPL Auction 2024) খেলার জন্য আবেদনের সংখ্যা এবং কতজনের আবেদন গ্রহণ করা হলো জানুন,
১. আফগানিস্তান থেকে নাম লেখান ২৯ জন তবে নাম রয়েছেন১৮ জনের।
২. অস্ট্রেলিয়ার ৭৬ জনের মধ্যে ৩৭ জন।
৩. বাংলাদেশের ১৩ জনের মধ্যে ১২ জন।
৪. ইংল্যান্ডের ৫২ জনের মধ্যে ৩৭ জন
৫. স্কটল্যান্ডে ২ জনের মধ্যে ১ জন
৬. আয়ারল্যান্ডের ৯ জন নাম লেখান
৭. নেদারল্যান্ডের ১২ জনের মধ্যে ২জন
আরো পড়ুন: আইপিএল শেষের ৬ মাস পর সঞ্জীব গোয়েঙ্কার বিষয়ে মুখ খুললেন কে এল রাহুল
৮. নিউজিল্যান্ডের ৩৯ জনের ২৪ জন
৯. দক্ষিণ আফ্রিকার ৯১ জনের মধ্যে ৩১ জন
১০. শ্রীলঙ্কার ২৯ জনের মধ্যে ১৯ জন
১১. মার্কিন যুক্ত রাষ্ট্রের ১০ জনের মধ্যে ২ জন
১২. ওয়েস্ট ইন্ডিজ থেকে ৩৩ জনের মধ্যে ২২ জন।
১৩. জিম্বাবুয়ের ৮ জন
১৪. কানাডার ৪ জন
১৫. সংযুক্ত আরব ও আমিরসাহি থেকে ১ জন
১৬. ও সর্বশেষে ইতালির ১ জন
তবে আগামী আইপিএলে কোন কোন ক্রিকেটারকে চমকাতে দেখা যাবে যার জন্যই সকলের নজর আরবের মাটিতে সংগঠিত হতে চলা ২০২৫ আইপিএলের অকশন (IPL Auction 2024)।