Namkhana: নামখানা, কলকাতার নিকটস্থ নতুন পর্যটন কেন্দ্র

Namkhana: নামখানা, কলকাতার নিকটস্থ নতুন পর্যটন কেন্দ্র। শীতকাল পড়ে গেছে। শীতকাল মানেই চারিদিকে ছুটির আমেজ। পিকনিক স্পট থেকে শুরু করে পর্যটন কেন্দ্র সব জায়গাতেই মানুষের ভিড় জমতে শুরু করে দিয়েছে। তবে অনেকেই আছেন যারা একই জায়গায় বারবার ঘুরতে যেতে ভালবাসে না। তারা চান নিত্য নতুন জায়গায় ঘুরতে যেতে। তাদের জন্য দারুন সুখবর রয়েছে। কলকাতার খুব কাছেই তৈরি হচ্ছে নতুন পর্যটন কেন্দ্র।

কলকাতার খুব কাছেই অবস্থিত নামখানা (Namkhana)। আর সেখানে তৈরি হচ্ছে নতুন এই পর্যটন কেন্দ্র। অনেকেই হয়তো জানেন আবার অনেকে হয়তো জানেন না। নামখানাতে একটি সমুদ্র সৈকত রয়েছে যা তেমনভাবে প্রচারের আলোয় আসেনি। সেই সমুদ্র সৈকতকে ঘিরেই তৈরি হচ্ছে নতুন পর্যটন কেন্দ্র। নামখানার হরিপুরের ঘোষ খাল অথবা লায়লগঞ্জের নির্জন সমুদ্র সৈকতটিকে ইতিমধ্যে নতুনভাবে সাজিয়ে তোলার কাজ শুরু হয়ে গেছে।

নামখানার (Namkhana) এই সমুদ্র সৈকত এলাকা জুড়ে এখনো পর্যন্ত মোট চারটি কটেজ তৈরি করা হয়েছে পর্যটকদের জন্য। এখনো আরো পাঁচটি কটেজ তৈরি হতে চলেছে, যার প্রস্তুতি পর্ব চলছে। নামখানার খুব কাছেই অবস্থিত আরো একটি সমুদ্র সৈকত বকখালি। এই সমুদ্র সৈকতটি মোটামুটি প্রচারের আলোতেই রয়েছে। প্রতিবছর এই সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়। আর বকখালীর একেবারে কাছাকাছি অবস্থিত হওয়ার কারণে নামখানার এই সমুদ্র সৈকতেও একটু একটু করে পর্যটকদের আনাগোনা শুরু হয়ে গেছে। লায়লগঞ্জের এই সমুদ্রের সৈকতে বেশ কিছু বছর আগে লাগানো হয়েছিল ঝাউ গাছের চারা। সেই গাছ এখন বড় হয়ে মনোরম পরিবেশে সৃষ্টি করেছে। প্রায় দু কিলোমিটার এলাকা জুড়ে ১০০ মিটার চওড়ায় তৈরি হয়েছে এই ঝাউবন। যা পর্যটকদের মন কেড়ে নিতে সক্ষম।

আরো পড়ুন: পর্যটক শূন্য হাজার দুয়ারী, চিন্তায় হোটেল ব্যবসায়ীরা

নামখানার (Namkhana) এই সমুদ্র সৈকতে শুধু ঝাউ বন নয় রয়েছে আরও অনেক কিছু। ঝাউবনের ঠিক পাশেই বাদিকে আরও দু’ কিলোমিটার জায়গা জুড়ে তৈরি করা হয়েছে সাবার। যেখানে মাছ শুকাতে দেওয়া হয়। সাবারের বাঁ দিকেই রয়েছে আরও একটি সমুদ্র সৈকত। সেখানেও ঝাউবনের আধিপত্য রয়েছে। পর্যটক সমুদ্র সৈকতে ঘুরতে এসে সাবারেও সময় কাটিয়ে যাচ্ছেন। এছাড়াও এখানে অ্যাডভেঞ্চার স্পোর্সের ব্যবস্থাও রয়েছে। এই সমুদ্র সৈকতের খুব কাছেই একটি খালে বোটিং করতে পারেন পর্যটকরা। বোটিংয়ের সময় খালের দুধারে অবস্থিত ম্যানগ্রোভ বন পর্যটকদের আকর্ষণের অন্যতম কারণ হয়ে উঠেছে।

নির্জন সমুদ্র সৈকতের প্রাকৃতিক শোভা উপভোগ করতে দূর দূরান্ত থেকে পর্যটকরা ভিড় জমাতে শুরু করেছেন নামখানার (Namkhana) এই সমুদ্র সৈকতে। এখানে পৌঁছানো খুবই সোজা। নামখানা স্টেশন থেকে টোটো বা অটো ধরে পৌঁছানো যায় সমুদ্র সৈকতে। এছাড়া চাইলে বাসেও আসতে পারেন। সে ক্ষেত্রেও নামখানার আট অথবা দশ মাইল বাসস্টপ থেকে টোটো বা অটো করে সমুদ্র সৈকতে পৌঁছাতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *