Natural solution: পাকা চুলের সমস্যায় ভুগছেন! কেমিক্যাল নয়, প্রাকৃতিক উপায়েই মিলবে সমাধান। চুলের অকাল পক্কতা এখন আর বয়সের উপর নির্ভর করে না। ছোট বড় নির্বিশেষে প্রায় সকলেই ভুগছেন সাদা চুলের সমস্যায়। কিন্তু চুল সাদা হয়ে যাচ্ছে এটা কারই বা ভালো লাগে। সবাই চায় তাদের চুল যেনো আবারো কালো হয়ে যায়। তার জন্য নানা রকম কেমিক্যাল বা ওষুধ জাতীয় জিনিস ব্যবহার করে থাকেন বেশিরভাগ মানুষ। কিন্তু তাতে তেমন কোন লাভ হয় না। কিন্তু এই সমস্যারও সমাধান করা সম্ভব। তাও আবার একেবারে প্রাকৃতিক উপায়।
সাদা চুল কালো করার জন্য একাধিক তেল, ওষুধ ব্যবহার করে অনেকেই। অনেকে মেহেন্দি ব্যবহার করে, তো অনেকে ব্যবহার করেন বিভিন্ন রকম কালার। কিন্তু এই ধরনের কেমিক্যাল জাতীয় উপাদান চুলের জন্য একেবারেই স্বাস্থ্যকর নয়। কিন্তু এমন কিছু প্রাকৃতিক উপাদান (Natural solution) রয়েছে যা আপনার চুলকে সাদা হওয়ার হাত থেকে বাঁচাতে পারে। চুলের কারো রং বজায় রাখতে সাহায্য করতে পারে। কোনরকম কেমিক্যালের মিশ্রণ ছাড়াই শুধুমাত্র এই প্রাকৃতিক উপাদানের মাধ্যমে চুলের অকাল পক্কতা রোধ করা সম্ভব।
চুলের অকল পক্কতা রোধ করতে সহায়ক প্রাকৃতিক উপাদানগুলি (Natural solution) হল সরিষার তেল এবং কারি পাতা। এই দুটি উপাদানের মিশ্রণ আপনার চুলের অকল্পতা চিরতরে রোধ করতে পারে। সরিষার তেলে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে যার ফলে চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। অন্যদিকে কারি পাতায় রয়েছে বিটা ক্যারোটিন এবং প্রোটিন যা চুলের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে এবং চুলের স্বাভাবিক রং ধরে রাখতে সাহায্য করে।
আরো পড়ুন: এই ভিটামিনের অভাবে ঝিঁঝিঁ ধরে হাতে পায়, কোন খাবারে পাবেন
কিভাবে তৈরি করবেন এই মিশ্রণটি (Natural solution)? একটি পাত্রে সরষের তেল নিন। তার মধ্যে তাজা কারি পাতা ১৫ থেকে ২০ টি মেশান। তারপর এই মিশ্রণটিকে গরম করতে শুরু করুন। যতক্ষণ না পর্যন্ত কারি পাতাগুলি কালো রং ধারণ করছে ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে। ভালোভাবে ফুটে যাবার পর কারি পাতার রং সম্পূর্ণ কালো হয়ে গেলে মিশ্রণটিকে ঠান্ডা হবার জন্য রেখে দিন। সম্পূর্ণ ঠান্ডা হবার পর মিশ্রণটিকে ভালোভাবে ছেঁকে নিয়ে তারপর একটি পরিষ্কার বোতলে ভরে রেখে দিন। এই তেল দিয়ে চুলের গোড়ায় ভালোভাবে ম্যাসাজ করতে হবে। তেল মাখার পর এক থেকে দুই ঘন্টা রেখে তারপর শ্যাম্পু দিয়ে হালকা ভাবে চুল ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে দুই থেকে তিন দিন এই প্রক্রিয়া অবলম্বন করা গেলে চুলের সাদা ভাব সম্পূর্ণভাবে নির্মূল হতে পারে।
সরিষার তেল এবং কারি পাতা দুটোই চুলের জন্য খুবই ভালো। এই বিশেষ মিশ্রণ ছাড়াও এই প্রাকৃতিক উপাদান দুটি চুলে ব্যবহার করা চুলের জন্য অত্যন্ত উপকারী। কিন্তু যাদের অকাল পক্কতার সমস্যা রয়েছে তারা যদি সরিষার তেল আর কারি পাতার এই মিশ্রণটিকে তৈরি করে ব্যবহার করে তাহলে অবশ্যই উপকার পাবে। কোনরকম কেমিক্যালের প্রয়োজনই পড়বে না। নিজে থেকে অকাল পক্কতা সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যেতে পারে সঠিক প্রয়োগের মাধ্যমে। পাশাপাশি চুলের আরও একাধিক সমস্যারও সমাধান করতে শুরু করবে এই মিশ্রণটি।