Salary Hike: লম্বা ছুটির পর সবেমাত্র কর্মব্যস্ততায় ফিরছে রাজ্য। দোর গোড়ায় এসে হাজির শীতকালীন ছুটির দিন। ইতিমধ্যেই দেশ এবং বিভিন্ন রাজ্যের কর্মচারিদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার একের পর এক ঘোষণার কথা শোনা যাচ্ছে। পশ্চিমবঙ্গও এই হিসেবে পিছিয়ে নেই। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের তরফেও কর্মীদের জন্য এসেছে সুখবর।
সামনেই বড়দিন এর আগেই রাজ্যে ESI-তে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে বড় সিদ্ধান্ত নিলো নবান্ন (Salary Hike)। বুধবার অর্থ দপ্তরকে একটি বিজ্ঞপ্তি জারির মাধ্যমে জানিয়ে দিলো নবান্ন। জানা যাচ্ছে নভেম্বর মাস থেকেই বেড়ে যেতে চলেছে ESI-তে কর্মরত কর্মীদের বেতন। মূলত চতুর্থ শ্রেণীর কর্মীদের বেতন বৃদ্ধি নিয়েই জারি হয়েছে বিজ্ঞপ্তি। আর বিজ্ঞপ্তি প্রকাশ মাত্রই কর্মীদের খুশি চোখে পড়েছে। সরকারি হিসেব মতো মোট ৮১৮ জন চুক্তিভিত্তিক কর্মী এই বিশেষ সুবিধা পেতে চলেছে।
বুধবার নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে যে পরিমাণ বেতন বৃদ্ধি হয়েছে তাতে বলা রয়েছে যে এইসব চুক্তিভিত্তিক কর্মীদের চতুর্থ শ্রেণীর মোট ৮১৮ জন কর্মীরা এতদিন মাসে যে বেতন পেতেন তার পরিমাণ এবার বাড়িয়ে দেওয়া হলো (Salary Hike)। আগে এইসব কর্মীরা মাসিক ১২,০০০ টাকার বেতন পেতেন যা এদিন বাড়িয়ে ১৫,০০০ টাকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ এক ধাক্কায় ৩,০০০ টাকা বেতন বাড়ানো হলো এইসব কর্মীদের। জানা যাচ্ছে নভেম্বর থেকেই এই নতুন নিয়মে বেতন পাবেন কর্মীরা। এর ফলে কর্মীদের আরও কাজের আগ্রহ বাড়বে বলেই আশা করছেন কর্তৃপক্ষ।
আরো পড়ুন: ডিসেম্বরেই হতে চলেছে ট্রায়াল, কবে থেকে চলবে হাওড়া-এয়ারপোর্ট মেট্রো
আজ থেকে প্রায় ১০ বছর আগে ২০১৩ সালে রাজ্যের বিভিন্ন দপ্তরে চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ করা হয়। প্রথমে প্রস্তাব দেওয়ার পর সরকারি অনুমোদন পেয়ে তবেই শুরু হয় কর্মী নিয়োগ। ২০১৩ সালের প্রস্তাব অনুযায়ী গোটা রাজ্য জুড়ে গ্রুপ সি ও গ্রুপ ডি এর কর্মী নিয়োগ করা হয়। সম্প্রতি দেওয়া এই বিজ্ঞপ্তিতে তাদের মধ্যেকার চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন বাড়ানোর (Salary Hike) সিদ্ধান্ত নিলো পশ্চিমবঙ্গ সরকারের সদর দপ্তর নবান্নের তরফে।
চলতি বছরের রাজ্য বাজেট পেশের সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুক্তি ভিত্তিক সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির (Salary Hike) ঘোষণা করেন। এই খাতে বর্তমান অর্থবর্ষে অতিরিক্ত ২৯৯ কোটি টাকা বরাদ্দ করেছিল সরকার। এবার সেই বিষয়েই ESI-তে কর্মরত চুক্তি ভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধির ঘোষণা করলো রাজ্য।