Navjot Singh Sidhu: নিমপাতা লেবুর জল খেয়ে সেরেছে ক্যান্সার, স্ত্রীকে নিয়ে বেফাঁস মন্তব্য

Navjot Singh Sidhu: ভারতীয় ক্রিকেটার হিসেবে চমৎকার কেরিয়ার রেখেছেন নভজিত সিং সিধু। অফস্পিনারদের স্টেপ আউট করে ছক্কা মেরে দাপট দেখাতেন তিনি। ক্রিকেটার থেকে রাজনীতিতে পা, একাধিকবার চর্চায় উঠে এসেছেন এই ভারতীয় তারকা। এবার স্ত্রীর ক্যান্সার জয়ের নেপথ্যে বিভ্রান্তিকর মন্তব্য করে আবারও চর্চার শীর্ষে এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তিনি দাবি করেন প্রাকৃতিক উপায় ব্যবহারের ফলে চতুর্থ পর্যায়ের ক্যান্সার থেকে সেরে উঠেছেন তাঁর স্ত্রী।

এই অদ্ভুত মন্তব্য করার পর এদিন ৮৫০ কোটি টাকার আইনি নোটিশ পেলেন তিনি। সেই নোটিশে প্রাক্তন ক্রিকেটারকে ক্ষমাও চাইতে বলা হয়েছে। সাথে কিভাবে ৪০ দিনের মধ্যে চতুর্থ পর্যায়ের ক্যান্সার থেকে সিধুর (Navjot Singh Sidhu) স্ত্রী সেরে উঠেছেন তারও প্রমাণ দিতে হবে তাঁকে। তাঁর অদ্ভুত দাবিতে ছত্তিশগড় সিভিল সোসাইটি বেশ অসন্তুষ্ট হয়ে এই নোটিশ পাঠায়। গত ২১শে নভেম্বর অমৃতসরে একটি সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন তার স্ত্রী নভোজিত কৌর সিধু একজন ক্যান্সার বিজয়িনী। চিকিৎসা এবং ডায়েটের মিলিত চেষ্টাতেই সেরে উঠেছেন তাঁর স্ত্রী।

এর সাথে সিধু (Navjot Singh Sidhu) দাবি করেছেন লেবুর জল, নিম, হলুদ, ভিনিগার, বিট গাজরের জুস এবং আমলকী খেয়ে ক্যান্সারকে পরাজিত করেছেন তাঁর স্ত্রী। আর এই দাবির পরেই শোরগোল পরে যায়। এরপরই ৮৫০ কোটি টাকার আইনি নোটিশ যায় ছত্তিশগড় সিভিল সোসাইটির তরফে। অ্যালোপ্যাথি ওষুধের ব্যাপারে মানুষের মনে সিদ্ধুর এই মন্তব্য সংশয় সৃষ্টি করেছে বলে অভিযোগ।

আরো পড়ুন: প্রেমে প্রতারণা করেছে প্রেমিকা, তরুণ মাঝরাস্তায় ঘটালেন এই কীর্তি

সেই সাংবাদিক বৈঠকে সিধু (Navjot Singh Sidhu) আরও বলেন চিকিৎসকরা একপ্রকার আশা ছেড়ে দিয়েছিলেন। তাঁকে জানানো হয়েছিল তাঁর স্ত্রীর হাতে আর ৪০দিন সময় রয়েছে। এরপর তিনি নিজের তৎপরতায় পড়াশুনো করে জানতে পারেন ক্যান্সারের যুদ্ধে অস্ত্রোপচার, কেমোথেরাপি, হরমোনাল চিকিৎসাপদ্ধতি তো রয়েছে কিন্তু উপযুক্ত ডায়েট প্ল্যান থেকে তৈরি ইমিউনোথেরাপিতে আরও লড়াই করতে পারে শরীর।

এদিন সিধু দাবি করেন তাঁর স্ত্রী এই সময় নিমপাতা খেতেন এছাড়া ডায়েট চার্ট থেকে চিনি, দুগ্ধজাত খাদ্য এবং গম সরিয়ে দেওয়া হয়েছিল। এই দাবির পরেই হুলস্থূল পরে যায় তাঁকে পাঠানো হয় ৮৫০ কোটি টাকার জরিমানার নোটিশ। সব মিলিয়ে এখন বেশ বিপাকে পরে রয়েছেন সিধু (Navjot Singh Sidhu)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *