Neem Karoli Baba: নিম করোলি বাবার নাম শুনেছেন? এনার ক্ষমতার অলৌকিক কাহিনী শুনলে হতবাক হবেন

Neem Karoli Baba: এই পৃথিবীতে এমন অনেক কিছুই রয়েছে যা আমাদের ধরা ছোঁয়ার বাইরে। তবে চোখে না দেখলেও এমন অনেক জিনিসের উপরে মানুষের বিশ্বাস থাকে। একই ভাবেই তৈরি ভুত ভবিষ্যত এবং ভবিষ্যত বাণী। আগামী দিনে কি ঘটবে বা কি ঘটবেনা এর সম্পর্কে ধারণা দিতে পারে জ্যোতিষ শাস্ত্র। তবে অনেক ক্ষেত্রেই কিছু কিছু বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষের উদয় হয় যারা এই সম্পর্কে ধারণা দিতে পারেন।

ভবিষ্যত ধারণা দিতে পারা বা অবতার হিসেবে জন্ম নেওয়া ছাড়াও এমন অনেক কিছুই রয়েছে যার উপর মনের অজান্তেই বিশ্বাসের জন্ম হয়। সব থেকে বেশি বিশ্বাস জন্মায় তখনই যখন দেখা যায় আগে থেকে বলে দেওয়া কোনো কথা অক্ষরে অক্ষরে সময়ের সাথে ফলে যায়। বাবা ভাঙ্গা হোক বা নিম করোলি বাবা (Neem Karoli Baba) একাধিক অলৌকিক ঘটনার সাক্ষ্য বহন করে চলেছে এই ব্যক্তিবর্গের নাম।

ঠিক এভাবেই ভারতের বাসিন্দা হয়েও নিম করোলি বাবার নাম শোনেননি এমন মানুষ অনেক কম। তাঁকে কেন্দ্র করে থাকা আধ্যাত্মিক এবং অলৌকিক কাহিনীগুলো এখনও জনপ্রিয়তার শীর্ষে রয়ে গেছে। বলা হয় এই নিম করোলি বাবা (Neem Karoli Baba) নাকি হনুমানজির অবতার। গোটা বিশ্বে মোট ১০৮টি হনুমান মন্দির স্থাপনের জন্য এবং এর মাহাত্ম্য প্রচারের জন্য বিদেশেও বেশ জনপ্রিয় তিনি। জানা যায় বিরাট কোহলি, অনুষ্কা শর্মা শুরু করে স্টিভ জবস, মার্ক জুকারবার্গও সাক্ষাৎ করতে এসেছেন তাঁর।

আরো পড়ুন: ঘুমের মধ্যে স্বপ্নে সাপের দৃশ্য দেখছেন, জানেন এটা কিসের ইঙ্গিত

জানা যায় নিম করোলি বাবার আসল নাম লক্ষ্মীনারায়ণ শর্মা। উত্তরপ্রদেশ রাজ্যের আকবর পুড়ে জন্মগ্রহণ করেন তিনি। এরপর পিতার আদেশে ১১ বছর বয়সেই বিবাহ করেন এবং পরে এক পুত্র এবং এক কন্যার পিতা হন। এরপর গৃহত্যাগী হয়ে করোলি বাবা (Neem Karoli Baba) জীব সেবায় নিয়োজিত হন এবং প্রচার শুরু করেন। এরপর লক্ষ লক্ষ্য ভক্ত সমাগম হতে থাকে। উত্তরভারত, বৃন্দাবন সহ মার্কিন মুলুকেও রয়েছে এনার আশ্রম।

এই বাবার সম্পর্কেও রয়েছে একাধিক অলৌকিক কাহিনী। লোকমুখে শোনা যায় ফর্মে না থাকা বিরাট কোহলির সেঞ্চুরিতে হাত রয়েছে তাঁরই। শোনা যায় একবার ট্রেন ভ্রমণে টিকিট না থাকায় নিম করোলি নামক একটি স্টেশনে নামিয়ে দেওয়া হয় তাঁকে। এরপর ট্রেনটিও বিকলাঙ্গ হয়ে সেখানেই থেমে যায়। এরপর কয়েকজন যাত্রীর অনুরোধে বাবাকে ট্রেনে তোলা হলে তারপর আবার চলতে শুরু করে ট্রেন। এরপর থেকেই বাবার নামকরন হয় নিম করোলি বাবা (Neem Karoli Baba)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *