Neeraj Chopra Marriage: সব জল্পনা শেষ, চুপিসারে বিয়ের পিঁড়িতে গোল্ডেন বয় নীরজ চোপড়া

Neeraj Chopra Marriage: অলিম্পিকসের মাঠে ভারতের জন্য সোনা জিতে আনা নীরজ চোপড়া চুপিসারে সারলেন বিয়ে। রবিবার নিজের সমাজমাধ্যমে নিজের বিয়ের ছবি ভাগ করে নিলেন ভক্তদের সাথে। এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসছে পাত্রী কে? পাত্রী হলেন আরেকজন ভারতীয় এথেলেটস হিমানি মোর। আদতে তিনি একজন টেনিস খেলোয়াড়। টোকিও এবং প্যারিসের অলিম্পিকসে সোনার পদক যেতেন নীরজ। ভারতের জন্য পরপর দুবার জ্যাভলিনে সোনার খেতাব যেতেন তিনি। এরপরের অলিম্পিকসে ভারতের জন্য নিয়ে আসেন রৌপ্য পদক।

দেশের অন্যতম এই সেরা খেলোয়াড় এবার নতুন জীবন শুরু করলেন। গোপনে বিয়ে সারলেন নীরজ চোপড়া (Neeraj Chopra Marriage) এবং হিমানী মোর। অন্যান্য ভারতীয় তারকাদের মতো আগে থেকেই নিজের বিয়ের খবর সামনে আনেননি তিনি। রবিবার সংবাদ মাধ্যমে পোস্ট করে সবার সাথে তাঁর নতুন জীবন শুরুর খবর ভাগ করে নেন। সেখানেই নিজের বিয়ের ছবি ভাগ করে নেন। ছবিতে নীরজের পাশে রয়েছেন হিমাণী। সেই পোস্টে তিনি লেখেন যে পরিবারকে পাশে নিয়ে জীবনের নতুন পর্ব শুরু করেছেন। যাঁদের আশীর্বাদে এটা সম্ভব হলো তাঁদের কাছে তিনি ধন্য। ভালবাসায় বাঁধলেন সারা জীবনের জন্য।

নীরজের বিয়ের (Neeraj Chopra Marriage) অনুষ্ঠান এক প্রকার গোপনেই সারলেন এই ভারতীয় তারকা খেলোয়াড়। শুধুমাত্র দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে সেরেছেন এই জুটি। বিয়ের ছবিতে হালকা গোলাপি বর্ণের পোশাকে দেখা গিয়েছে নীরজকে। মাথাতেও ছিল গোলাপি রঙের পাগড়ি। গলায় গোলাপি গোলাপের মালা। এদিন পাত্রীকেও হালকা গোলাপি পোশাকে দেখা গিয়েছে।

আরও পড়ুন: যোগরাজ সিংহের বক্তব্য ঘিরে ফের বিতর্ক, কপিল দেব চিনতেই পারলেন না

রবিবার নীরজের বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই কমেন্টে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছে তাঁর অনুরাগীরা। এছাড়াও শুভেচ্ছা বার্তা জানিয়েছেন সুরেশ রায়না, গজরাজ রাও, ধারুন আওয়ামী, দ্বিজেন্দ্র সিংয়ের মতো একাধিক গণ্যমান্য ব্যক্তিরাও। কমেন্টে অনেকেই নীরজের গোপনে বিয়ে করার বিষয়কে সাধুবাদ জানিয়েছেন। দেশের অন্যান্য তারকাদের পন্থা না অবলম্বন করার জন্য প্রশংসা করেছেন অনেকেই।

২০২১ সালের টোকিও অলিম্পিকসে সোনা যেতেন নীরজ। ৮৬.৫৮ মিটার লম্বা জ্যাভেলিন থ্রো করে সোনা যেতেন তিনি। পরের বার ৮৯.৪৫ মিটার লম্বা থ্রো করেও রূপা জিতেই থেমে থাকতে হয় তাঁকে। এই ম্যাচে পাকিস্তানের আরশাদ নাদিম ৯২.৯৭ মিটারের থ্রো তে জিতে নেন সোনা। এর পরেই জায়গা করে নেন নীরজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *