Bank Rules: আরো কড়াকড়ি করা হচ্ছে ব্যাংকের নিয়মে, ন্যূনতম ব্যালেন্স না থাকলেই হতে পারে জরিমানা। ডিজিটাল ইন্ডিয়ার যুগে অনলাইন ট্রানজাকশনের প্রবণতা অনেকটা বেড়ে গেছে। পাশাপাশি বেড়ে গেছে ব্যাংক অ্যাকাউন্টের চাহিদাও। বাচ্চা থেকে বৃদ্ধ প্রায় প্রত্যেকেরই একটি করে ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। বিভিন্ন কাজে বিভিন্নভাবে এই ব্যাংক অ্যাকাউন্টগুলি তারা ব্যবহার করে থাকে। তবে ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে গেলে বেশ কিছু নিয়ম (Bank Rules) পালন করতে হয়। সম্প্রতি সেই সমস্ত নিয়মেই আরো বেশি কড়াকড়ি করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
দেশের বড় বড় ব্যাংকগুলি যেমন এসবিআই, এইচডিএফসি, পিএনবি ইত্যাদি ব্যাংক তাদের গ্রাহকদের জন্য বিশেষ একটি নিয়ম (Bank Rules) প্রবর্তন করেছে। যা ব্যাংক অ্যাকাউন্টে গচ্ছিত অর্থের উপর নির্ভরশীল। মূলত ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, ন্যূনতম ব্যালেন্স না থাকলে ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্যায় পড়তে পারেন গ্রাহক। এমনকি দিতে হতে পারে বড় অংকের জরিমানা। ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সেই অ্যাকাউন্টে গচ্ছিত রাখতে হয়। এটিকে সেই নির্দিষ্ট অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্স হিসেবে ধরা হয়। প্রত্যেকটি ব্যাংকের জন্য অ্যাকাউন্ট খোলার এই নূন্যতম ব্যালেন্সের পরিমাণ আলাদা। এটি ব্যাংক কর্তৃপক্ষ নিজেরাই নির্দিষ্ট করে থাকেন। যদিও অনেক ব্যাংকে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলার পরিষেবা পাওয়া যায়, তবে সব ব্যাংক এই সুযোগ দিতে পারে না।
এইচডিএফসি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চাইলে ন্যূনতম ১০ হাজার টাকা ব্যালেন্স থাকা বাধ্যতামূলক। অথবা এক লাখ টাকার একটি ফিক্সড ডিপোজিট থাকতে হবে। নতুবা সমস্যায় পড়বেন গ্রাহক। অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হতে পারে। অথবা জরিমানাও জারি করা হতে পারে। পিএনবির ক্ষেত্রেও নিয়মটা (Bank Rules) খানিকটা একই। কিন্তু ন্যূনতম ব্যালেন্সের পরিমাণটা অনেকটাই কম। পিএনবিতে মাসিক নূন্যতম ৫০০ টাকা ব্যালেন্স থাকা বাধ্যতামূলক। তবে এই নিয়ম শুধুমাত্র গ্রামীণ এলাকার জন্যই প্রযোজ্য। শহুরে এলাকার ক্ষেত্রে ন্যূনতম ব্যালেন্স ২০০০ টাকা ধার্য করা হয়েছে পিএনবির তরফ থেকে।
আরো পড়ুন: শেয়ারের দাম মাত্র ৮২ পয়সা, কিনতে ভিড় জমেছে শেয়ার হোল্ডারকারীদের
এখন থেকে নির্দিষ্ট ব্যাংকের অ্যাকাউন্টে নূন্যতম ব্যালেন্স না থাকলে ব্যাংকের তরফ থেকে মোটা অংকের জরিমানা জারি করা হতে পারে গ্রাহকের উদ্দেশ্যে। গ্রাহকরা এই জরিমানা পরিশোধ করতে বাধ্য থাকবেন। অন্যথায় আরো কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে তার বিরুদ্ধে। পিএনবির ক্ষেত্রে গ্রামীণ অঞ্চলে ন্যূনতম ৫০০ টাকা না থাকলে ২৫ টাকা পর্যন্ত মাসিক জরিমানা দিতে হতে পারে। শহুরে অঞ্চলের ক্ষেত্রে ২ হাজার টাকার নূন্যতম ব্যালেন্স না থাকলে জরিমানা দিতে পারে ২৫০ টাকা পর্যন্ত মাসিক হিসেবে।
এসবিআই এর ক্ষেত্রেও নিয়মটা (Bank Rules) খানিকটা একই। ন্যূনতম ব্যালেন্স না থাকলে জরিমানা ধার্য করা হয় এই ব্যাংকের তরফ থেকেও। কিন্তু বর্তমানে সরকারের নির্দেশ অনুযায়ী, এসবিআই এর পক্ষ থেকে জিরো ব্যালান্স অ্যাকাউন্টের অফার করা হয়। পাশাপাশি সাধারণ অ্যাকাউন্টগুলির ক্ষেত্রেও জরিমানা ধার্য করার বিষয়ে বেশ কিছু পদক্ষেপ অনুসরণ করতে হয় ব্যাংককে। তাই ন্যূনতম ব্যালেন্স না থাকলেও কিছুটা ছাড় পাওয়া যায়। এখন থেকে ব্যাংক অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই এই ব্যাংকের নিয়মগুলি ভালো করে জেনে নেবেন। বিশেষত ন্যূনতম ব্যালেন্স কত রাখতে হবে এবং জরিমানা হলে তা কি নিয়মে হবে তা জানা বাঞ্ছনীয়।