Reserve Bank of India: নতুন গভর্নরের নাম ঘোষণা, টাকার মূল্য পৌঁছালো তলানিতে

Reserve Bank of India: ভারতের কেন্দ্রীয় ব্যাংক হলো এই রিজার্ভ ব্যাংক। এর এই ব্যাংকের উপর নির্ভর করেই চলে দেশের অর্থনীতি। মূলত রিজার্ভ ব্যাংকের লাভ বা ক্ষতির উপর নির্ভর করেই নির্ধারণ হয় দৈনন্দিন পণ্যের মূল্য বৃদ্ধি এবং হ্রাসের মতো ঘটনাগুলো। এই জন্যই রিজার্ভ ব্যাংকের ছোট ছোট সিদ্ধান্তেও প্রভাব আসে শেয়ার বাজারে। এদিনও এর প্রভাব পড়তে দেখা গিয়েছে শেয়ার বাজারে। কেনো জানলে অবাক হবেন যে কেউ!

রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India) এদিন নতুন গভর্নর হিসেবে নিয়োগ করেছে সঞ্জয় মালহত্রা-কে। এর এই সিদ্ধান্তের পরেই এইদিন ডলারের নিরিখে পড়ে গেলো টাকার দাম। এদিন সব থেকে কম মূল্যে বিশ্ব বাজারে নেমে গেছিলো টাকার মূল্য। টাকার মূল্যের এই অবনতি দুশ্চিন্তায় ফেলেছে দেশের অর্থনীতি বিশেষজ্ঞদের। এই পরিস্থিতিতে ভারতীয় বাজার থেকে আরও বিদেশী লগ্নিকারীর সংখ্যা আরও কমতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। একই সাথে আগামী বছর রেপো রেট কমানো নিয়ে রয়েছে একাধিক প্রত্যাশা।

জানা যাচ্ছে গত সোমবার অর্থাৎ ৯ই ডিসেম্বর আরবিআই (Reserve Bank of India) নতুন গভর্নর হিসেবে সঞ্জয় মালহত্রার নাম প্রকাশ করে। জানা যাচ্ছে বর্তমান গভর্নর শক্তিকান্ত দাসের পরিবর্তে নিযুক্ত হচ্ছেন তিনি। ১৯৯০ ব্যাচের রাজস্থান ক্যাডারের আমলা শক্তিকান্ত দাস ভারতের কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব পেয়ে ডলারের নিরিখে টাকার দাম ৮৪.৮০ থাকবে বলে মনে করেন তবে বর্তমানে তা হয়ে দাঁড়িয়েছে ৮৪.৭৫ টাকাতে। এদিন বাজার খুলতেই এই পরিবর্তন চোখে পড়ে সকলের। যদিও শেয়ার বাজারের শেষ সেশনে দাম আরো কিছুটা কমেছে বলে জানা যাচ্ছে।

আরো পড়ুন: একশো বছর ইতিহাসের সাক্ষী, রইলো কলকাতা বিমানবন্দর ইতিহাস

আজ অর্থাৎ ১১ই ডিসেম্বর, বুধবারই RBI গভর্নরের দায়িত্ব নিতে চলেছেন সঞ্জয়। তিনি বর্তমানে অর্থ মন্ত্রকের সচিব পদে কর্মরত রয়েছেন। জানা হচ্ছে তিন বছরের মেয়াদে রিজার্ভ ব্যাংকের (Reserve Bank of India) তরফে নিয়োগ করা হচ্ছে তাঁকে। নতুন কর্মজীবনে ডলারের দামের নিরিখে বিশ্বের বাজারে টাকার দাম না কমতে দেওয়া এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনা হলো দুটি বড়ো দায়িত্ব থাকছে তাঁর উপর। এছাড়া ভারতের আর্থিক উন্নতি ও GDP সূচকটি ঊর্ধ্বমুখী রাখার দিকে নজর দিতে হবে নতুন গভর্নরকে।

জানা যাচ্ছে ডলারের নিরিখে টাকার দাম পড়ে যাওয়া আটকাতে গুরুত্বপুর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছে আরবিআই (Reserve Bank of India)। ফলে সরকারি ব্যাংকগুলোর সাহায্যে ডলার বিক্রি করে দিতে হচ্ছে লগ্নিকারীদের। টাকার দাম কমতে থাকলে তার প্রভাব পড়তে দেখা যায় বিদেশী মুদ্রা ভান্ডারের উপর। তাই এবার এই মুদ্রা ভান্ডার কমাতে রাজি নয় ভারত। একটি বৈদেশিক সংস্থার দাবি বেশ জটিল পরিস্থিতিতে RBI-এর (Reserve Bank of India) দায়িত্ব নিয়েছেন সঞ্জয় তবে তিনি ভারতীয় অর্থনীতিতে বড়সড় পরিবর্তন আনতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *