Madhyamik Examination 2025: মাধ্যমিক পরীক্ষা নিয়ে আরও কড়া রাজ্য, শিক্ষকদের জন্য এলো নতুন নির্দেশিকা

Madhyamik Examination 2025: নতুন বছর শুরু হয়েছে। আর সামনেই আসছে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা। আসছে মাধ্যমিক পরীক্ষা। পর্ষদের দেওয়া নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী চলতি বছরের ১০ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। যা চলবে আগামী ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল ১০.৪৫ মিনিটে পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে দুপুর ২টো নাগাদ। যার মধ্যে প্রশ্ন পড়ার জন্য থাকবে ১৫ মিনিট এবং উত্তর লেখার জন্য থাকবে ৩ ঘণ্টা সময়।

প্রত্যেক বছরই মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination 2025) নিয়ে একাধিক অভিযোগ উঠে আসে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। এর মধ্যে প্রশ্নপত্র ফাঁস সহ পরীক্ষাকেন্দ্রে মোবাইল ব্যবহার সহ আরও একাধিক অভিযোগ উঠে আসে। তাই ২০২৫ সালের মাধ্যমিক যায় সুষ্ঠু ভাবে সম্পন্ন করা যায় তার জন্য কড়া পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের শিক্ষা পর্ষদ। মূলত ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় নকল করা রুখতে বিশেষ ভাবে নজর রাখতে নির্দেশ দেওয়া হচ্ছে পাহারায় থাকা শিক্ষক শিক্ষিকাদের।

পর্ষদের তরফে প্রতিটি নির্দেশ উল্লেখ করে একটি গাইডলাইনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে যাতে পরীক্ষা চলাকালীন কোনো সমস্যা না আসে। চলুন দেখে নিই ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Examination 2025) সমস্ত গাইডলাইন:

আরো পড়ুন: সরকারী বাস পরিষেবা উন্নত করতে বড়ো পদক্ষেপ সরকারের, হবে নিয়োগ

  1. গাইডলাইনের প্রথমেই বলা হয়েছে শিক্ষক-শিক্ষিকারা যাতে যথা সময়ে পরীক্ষাকেন্দ্রে এসে পৌঁছান।
  2. মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination 2025) চলাকালীন পর্ষদের নির্দেশকে অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে।
  3. পরীক্ষা কেন্দ্রে পড়ুয়াদের উপর কড়া নজর দিতে হবে। আপত্তিকর কোনো বিষয় সামনে এলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। দায়িত্বে থাকা শিক্ষক শিক্ষিকাকেই এই দায়িত্ব নিতে হবে।
  4. শুধু পরীক্ষাকেন্দ্রে নয় শৌচালয়েও নকলের মান চলে তাই মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination 2025) চলাকালীন শৌচালয় ব্যবহারেও নজরদারি চালাতে হবে।
  5. পরীক্ষা শেষে উত্তরপত্র যত্ন করে গুছিয়ে রাখতে হবে।
  6. যেসব বিদ্যালয়ে মাধ্যমিকের (Madhyamik Examination 2025) সেন্টার পড়ছেনা প্রয়োজনে সেইসব বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের পরীক্ষার দায়িত্বের জন্য ডেকে নিতে হবে।
  7. পরীক্ষা নিয়ে হওয়া পর্ষদের বৈঠকে যোগ দিতে হবে বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *