Awas Yojana: এলো নতুন নিয়ম! পাকা বাড়ি থাকলেও দেওয়া হবে নতুন বাড়ি

Awas Yojana: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টায় রাজ্য সরকার বাংলার আবাস যোজনার প্রকল্পের নিয়মে একাধিক পরিবর্তন এনেছে। এই পরিবর্তনের মূলে রয়েছে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। নতুন নিয়মে বলা হয়েছে বাড়ির একটা দেওয়াল পাকা হলেও ওই পরিবার আবাস যোজনার সুবিধা পাবেন।

বর্তমান কেন্দ্রীয় সরকারি নিয়ম অনুযায়ী বাড়ির কোনো অংশ পাকা থাকলে ওই পরিবার আবাস যোজনা প্রকল্পের (Awas Yojana) সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হয়। কিন্তু এখন কেন্দ্রীয় সরকার মনে করছেন ভারতে এমন অনেক পরিবার আছে যারা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচতে বাড়ির একটি মাত্র দেওয়াল পাকা করতে পেরেছেন। কিন্তু বাড়ির অনেকাংশেই এখনও মাটির দেওয়াল রয়েছে এমন পরিবারগুলিও আগে এই প্রকল্প থেকে বঞ্চিত হতো। এই বিষয়ে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে এই নিয়ম বাতিল করা হয়েছে ফলে সব পরিবার আবাস যোজনার সাহায্য পাবেন।

জানা যাচ্ছে যেসব মানুষের পুরানো ভগ্নপ্রায় পাকা বাড়ি আছে তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন। এই নতুন নিয়মে পশ্চিম বর্ধমানের কল্লার রায় উপকৃত হয়েছেন। পরিবারটির আর্থিক দুরবস্থা দেখে সাহায্যের হাত বাড়িয়েছে রাজ্য। জানা যাচ্ছে এক সময় জমিদার ছিল এই পরিবার তবে সময়ের কালে এখন আর তার পাঠ নেই। তাই ভগ্নপ্রায় বাড়িতেই ছিল তাদের বাস। পরে আবাস যোজনার (Awas Yojana) অর্থসাহায্য পেয়ে নতুন নির্মিত বাড়িতে বাস এখন এই পরিবারের।

আরো পড়ুন: কৃষক বন্ধুদের জন্য সুখবর, ২৯০০ কোটির অনুদান দিল মুখ্যমন্ত্রী

পঞ্চায়েত সূত্রের খবর উপভক্তা তালিকা তৈরির কাজ ১৮ই নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। জানা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন স্তরের এমন অনেক পরিবারই রয়েছে যারা বাড়ির একটি দেওয়াল পাকা করতে পেরেছেন। তবে এটাও সত্যি যে অনেক ক্ষেত্রেই দেওয়াল পাকা থাকলেও ঝড়-বৃষ্টি থেকে ওইসব গরীব মানুষ রেহাই পাননা। জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের এই সমস্ত পরিবারগুলিকেও আনা হবে এই আবাস যোজনার (Awas Yojana) আওতায়।

জানা যাচ্ছে এই বিশেষ উদ্যোগে নিয়ম বদলের ফলে শুধু পাকা দেওয়াল আছে এমন নয় বরং পরিত্যক্ত বা ভগ্নপ্রায় বাড়িতে থাকা ব্যক্তিরাও এই আবাস যোজনা (Awas Yojana) প্রকল্পের সুবিধা পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিনব সিদ্ধান্তে নিরাপদ আবাসস্থলের কাজ শুরু হতে পারে গরীব এবং দুঃস্থরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *