যত দিন যাচ্ছে ততই ঘটছে প্রযুক্তিগত উন্নতি। আর এই প্রযুক্তিগত উন্নতিতে সাধারণ মানুষের সুবিধা যেমন হচ্ছে তেমন অসুবিধারও সম্মুখীন হতে হচ্ছে। বাড়ছে সাইবার ক্রাইমের সংখ্যা। তবে এবার সেই সাইবার ক্রাইম ঠেকাতে এবং দ্রুত সাইবার প্রতারকদের পাকড়াও করতে নয়া সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। যার ফলে খুব সহজেই কিনারা করা যাবে সাইবার অপরাধীদের। সাইবার ক্রাইম বিভাগ বিষয়ে কি উদ্যোগ নিল কলকাতা পুলিশ? কিভাবেই বা তার কাজকর্ম হবে?
সূত্রের খবর, সাইবার জালিয়াতি রুখতেই কলকাতা পুলিশ উদ্যোগ নিয়েছে সাইবার ক্রাইম বিভাগকে বেশ কিছু শাখায় বিভক্ত করার। সিদ্ধান্ত অনুযায়ী থানা সহ ৬টি বিভাগে সাইবার অপরাধী বিভাগকে ভাগ করা হয়েছে। পাশাপাশি কাজের জন্য এক দুজন করে ইন্সপেক্টরকে প্রতিটি বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। গত শুক্রবার থেকেই শুরু হয়ে গিয়েছে জোর কদমে কাজ।
তবে শুধু শাখা বিভক্ত নয়, সাইবার ক্রাইম বিভাগে যুগ্ম নগরপাল (সাইবার) পদ তৈরি করারও সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। উল্লেখ্য বর্তমানে সাইবার ক্রাইম বিভাগের দায়িত্বে রয়েছেন উপ-নগরপাল (সাইবার)। গত শনিবার আন্তর্জাতিক নারী দিবসে সাইবার ক্রাইম বিভাগ বিষয়ে বক্তব্য রাখেন নগরপাল মনোজ বর্মা। তিনি এদিন বলেন, কলকাতা পুলিশ তরফে যুগ্ম নগরপাল (সাইবার) এবং যুগ্ম নগরপাল (লিগাল) হিসেবে দুটি নতুন পদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে মন্ত্রীসভার বৈঠকে সেই প্রস্তাব পাঠিয়েছে লালবাজার থানা। তারা আশা রাখছে খুব শীঘ্রই সেই প্রস্তাব পাশ হয়ে যাবে মন্ত্রীসভা বৈঠকে। পরিকাঠামো কিভাবে তৈরি করা হয়েছে? কি উদ্দেশ্যেই বা এই নয়া উদ্যোগ লালবাজার থানার?
আরও পড়ুন: ৯ মাস কাটিয়ে কবে দেশে ফিরবেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস?
মূলত সাইবার জালিয়াতি রুখতে এবং খুব সহজেই তার সমাধান করতে নয়া সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। খোলা হয়েছে CCW অর্থাৎ সাইবার ক্রাইম উইং। CCWএর পাশাপাশি তার শাখাগুলিকেও দুর্দান্তভাবে সাজানো হয়েছে। এমন ভাবেই পরিকাঠামো করা হয়েছে যাতে দ্রুত তদন্ত করা যায়। অর্থাৎ এই পুরো পরিকাঠামোটিতে পৃথক পৃথক অফিসাররা থাকলেও সবার প্রধান হিসেবে একজন এডিজি থাকবেন। আর এডিজির প্রধান হিসেবে থাকবেন যুগ্ম নগরপাল। তবে এই সাইবার ক্রাইম বিভাগকে বিভক্ত করার প্রধান উদ্দেশ্য হল তদন্ত। খুব সহজেই সমস্যার সমাধানের জন্যই এই নয়া উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ।
সিদ্ধান্ত অনুযায়ী শুরু হয়ে গিয়েছে কাজ। গত শুক্রবার কলকাতা পুলিশ তরফে সাইবার ক্রাইম বিভাগের নতুন শাখা খোলার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তার সাথে সাথেই শাখাগুলিতে অফিসার এবং পুলিশদের পোস্টিং দেওয়া হয়েছে। ফলস্বরূপ পদক্ষেপ অনুযায়ী কাজ যেভাবে এগোচ্ছে সেক্ষেত্রে মার্চ মাসের মধ্যেই সাইবার ক্রাইম বিভাগের গঠিত শাখাগুলিতে ঝড়ের গতিতে কাজ শুরু হয়ে যাবে বলে আশা করছে লালবাজার থানা। তবে কলকাতা পুলিশের এই নয়া উদ্যোগে সাধারণ মানুষের কতটা সুবিধা হয় সেটাই দেখার।