Indian Railways: যাত্রা বাতিল হয় হোক, বাতিল করতে হবে না টিকিট, নতুন উদ্যোগ ভারতীয় রেলের। দুরপাল্লার যাত্রার ক্ষেত্রে আগে থেকে ট্রেনের টিকিট বুক করে রাখতে হয়। যদি যাওয়া না হয় তাহলেই হয় সমস্যা। অনেক সময় কনফার্ম হওয়ার পরও ট্রেনের টিকিট বাতিল করতে হয় শেষ মুহূর্তে। সেক্ষেত্রে আর্থিক ক্ষতির পাশাপাশি একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় যাত্রীকে। কিন্তু এখন থেকে আর এইসব ঝামেলা থাকবে না। যাত্রী সুবিধার্থে দারুণ এক উপায় নিয়ে এসেছে ভারতীয় রেল।
ট্রেনের টিকিট সংক্রান্ত দারুণ এক উদ্যোগ নিয়ে হাজির ভারতীয় রেল (Indian Railways)। পরিবারের কোন এক জন সদস্যের নামে যদি টিকিট কাটা হয় এবং সেই টিকিট কনফার্ম হয়ে যাওয়ার পর যদি যাত্রা বাতিল করতে হয়, তাহলেও টিকিট বাতিল করার প্রয়োজন পড়বে না। সেই সদস্যের বদলে পরিবারের অন্য কোন সদস্যের নামে টিকিটটি ট্রান্সফার করার সুযোগ দিচ্ছে ভারতীয় রেল। এই সুবিধা শুধুমাত্র কাউন্টার থেকে কাটা টিকিটের ক্ষেত্রেই পাওয়া যাবে এবং নির্দিষ্ট কিছু নিয়মাবলীও মানতে হবে যাত্রীকে।
সাধারণত কোন যাত্রা বাতিল হয়ে গেলে নির্দিষ্ট টিকিটটি বাতিল করে দেন যাত্রীরা। কিন্তু সেক্ষেত্রে আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখা দেয়। যে পরিমাণ অর্থ ব্যয় করে টিকিট কেনা হয়েছিল বাতিল করলে তার থেকে কিছু পরিমাণ অর্থ কেটে রাখা হয়। এই সমস্যা এড়াতেই টিকিট স্থানান্তরের সুযোগ দিচ্ছে ভারতীয় রেল (Indian Railways)। তবে এই পরিষেবা সমস্ত টিকিটের জন্য প্রযোজ্য নয়। শুধুমাত্র কাউন্টার থেকে কাটা টিকিটগুলির ক্ষেত্রেই পাওয়া যাবে এই সুযোগ। অনলাইন বুকিং এর মাধ্যমে টিকিট বুক করে থাকলে এই সুযোগ পাওয়া যাবে না।
আরো পড়ুন: স্বল্প দূরত্বের ভ্রমনেও থাকছে এই বিশেষ ব্যবস্থা, বেজায় খুশি যাত্রীরা
প্রসঙ্গত উল্লেখ্য, ভারতীয় রেলের (Indian Railways) এই নতুন পরিষেবাটির মাধ্যমে একটি টিকিট শুধুমাত্র একবারই স্থানান্তর করা যাবে। এবং যার নামে স্থানান্তর হবে তাকে অবশ্যই তার পরিবারের নিকট আত্মীয় হতে হবে। যেমন বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী অথবা সন্তানদের নামে স্থানান্তর করা যাবে এই টিকিটগুলি। একবার কারো নামে টিকিট স্থানান্তর হয়ে গেলে, যদি তিনিও যাত্রা বাতিল করেন তাহলেও আর অন্য কারো নামে স্থানান্তর করা যাবে না সেই টিকিট।
তবে চাইলেই টিকিট স্থানান্তর করে নেওয়া যাবে না। যদি আপনি আপনার টিকিট স্থানান্তর করাতে চান তাহলে প্রথমে নিকটবর্তী টিকিট কাউন্টারে যোগাযোগ করতে হবে। একটি দরখাস্ত জমা দিতে হবে স্থানান্তর প্রক্রিয়ার আরজি জানিয়ে। দরখাস্তের সাথে যে ব্যক্তি টিকিট কেটেছিলেন এবং যার নামে স্থানান্তর হচ্ছে উভয়ের পরিচয় পত্র দেখাতে হবে। এরপর বিচার বিবেচনার মাধ্যমে স্থানান্তর প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে ভারতীয় রেলের (Indian Railways) কর্মীরা। কোন পরিবারে যদি একজন সদস্য যাত্রা করতে না পারেন তার পরিবর্তে নতুন সদস্য যুক্ত হলে সে ক্ষেত্রে এই পদ্ধতি বেশ উপযোগী। নতুন সদস্যকে টিকিট কনফার্ম হওয়া নিয়ে আর কোন চিন্তায় থাকতে হবে না। তবে আবেদনটি জানাতে হবে যাত্রা শুরু হওয়ার অন্তত ২৪ ঘণ্টা আগে।