WBBSE Summer Vacation: রাজ্যে কবে শুরু গরমের ছুটি? পড়ুয়া এবং শিক্ষার্থীদের জন্য এলো কোন নতুন নির্দেশ?

WBBSE Summer Vacation: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সময়ের আগেই সিদ্ধান্ত নিল গরমের ছুটির। এক নতুন নির্দেশিকা জারি হল রাজ্যে গরমের ছুটি নিয়ে। কি বলছে স্কুল শিক্ষা দফতর? রাজ্যের স্কুলগুলোতে গরমের ছুটি শুরু হতে চলেছে আগামী ৩০শে এপ্রিল থেকে। তবে কতদিন পর্যন্ত এই ছুটি দীর্ঘস্থায়ী হবে তা পরবর্তী নির্দেশিকা না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে এমনটাই জানিয়েছে স্কুল শিক্ষা দফতর।

ছুটি (WBBSE Summer Vacation) ঘোষণা ৩০শে এপ্রিল থেকে

পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের সুরক্ষার কথা চিন্তা করেই নেওয়া হলো এই সিদ্ধান্ত (WBBSE Summer Vacation)। এই নয়া নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দফতর। আগামী ৩০শে এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত গরমের ছুটি চলবে। স্কুল শিক্ষা দপ্তর ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে বিষয়টি সম্পর্কে অবগত করেছে। প্রতিবছরই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই তীব্র গরমে যাতে কোনভাবে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের অসুবিধা না হয় তার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তর। ছুটি এপ্রিল মাসের ৩০ তারিখ থেকে পড়লেও কবে স্কুল খুলবে সেই বিষয়ে স্পষ্ট কোন ধারণা দিতে পারছে না স্কুল শিক্ষা দপ্তর।

রাজ্যের সব স্কুলে কি পালিত হবে এই নির্দেশিকা?

৩০শে এপ্রিল থেকে টানা কত দিন গরমের ছুটি (WBBSE Summer Vacation) থাকবে তা অবশ্য এখনো পর্যন্ত বলা যাচ্ছে না হবে । তবে পাহাড়ি এলাকার স্কুলগুলোর জন্য এই নির্দেশিকা কার্যকরী হবে না। বেসরকারি স্কুলগুলোর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা সরাসরি এই বিজ্ঞপ্তি পালন করতে পারে কিংবা ছুটি নিজেদের মতো করে সাজাতে পারে। মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে এমনই নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর।

কিভাবে পূরণ হবে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষতি?

অতিরিক্ত গরমের কারণে সময়ের আগেই ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্যে। যেহেতু সময়ের আগে গরমের ছুটি (WBBSE Summer Vacation) পড়ে যাচ্ছে বিভিন্ন স্কুলে তাই পঠন-পাঠনের বিঘ্ন ঘটবে সেটাই স্বাভাবিক। স্কুল শিক্ষা দপ্তর দুই বোর্ডের সদস্যদের জানিয়ে দিয়েছে যে, পরে স্কুল খুললে অতিরিক্ত ক্লাস করিয়ে পূরণ করতে হবে ছাত্র-ছাত্রীদের এই ক্ষতি। রাজ্য সরকারের পক্ষ থেকে কোন লিখিত ঘোষণা না হলেও চলতি বছরের গরমের ছুটি কিন্তু হওয়ার কথা ছিল মোট ১১ দিন। রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলগুলোতে ১২ই মে থেকে সেই ছুটি শুরু হওয়ার কথা ছিল।

আরও পড়ুন: আবারো বন্ধ মেট্রো পরিষেবা, কোন রুটে? বন্ধের কারণ কি?

গরমের হাত থেকে বাঁচতে এগিয়ে আসলো ছুটি

বৈশাখ মাস পড়ার অনেক আগে থেকেই অর্থাৎ চৈত্রের মাঝামাঝি সময় থেকেই রাজ্যে অস্বস্তিকর গরম পড়েছে। দিনের প্রখর রৌদ্রের কারণে রাস্তায় ছাত্র-ছাত্রীদের বেরোনো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সেই কারণে মুখ্যমন্ত্রী গত বছরের মত এবছরেও গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে, রেজ্জাক মোল্লার মৃত্যুতে হাফ ডে ছুটি ঘোষণা করেছে নবান্ন। রাজ্যের সব দফতর এবং প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলে হাফ ছুটি ঘোষণা নবান্নের

শিক্ষকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা

৩০শে এপ্রিল গরমের ছুটি শুরু হয়ে গেলেও শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের প্রয়োজনমত স্কুলে আসতে হতে পারে। মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত কাজে সহায়তা করার জন্য মাঝেমধ্যে হয়তো শিক্ষকদের আসতে হবে স্কুলে। ১৪ই-১৫ই এপ্রিল পয়লা বৈশাখের ছুটি পড়বে রাজ্যের স্কুলগুলিতে। ৩০শে এপ্রিল গরমের ছুটি পড়বে রাজ্যের বিভিন্ন স্কুলে কিন্তু গত বছর সরকারি স্কুলগুলিতে ৯ই মে থেকে ২০শে মে পর্যন্ত ছিল গরমের ছুটি (WBBSE Summer Vacation)। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে ২১শে এপ্রিলই গরমের ছুটি পড়ে যায়। গতবছর গরমের ছুটির মেয়াদ ছিল ২রা জুন পর্যন্ত, অর্থাৎ প্রায় দু’মাস ছিল গরমের ছুটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *