New KYC Rule: বদলে গেলো KYC করার নিয়ম, কত মাস অন্তর করাতে হবে KYC

New KYC Rule: সাধারণ মানুষ KYC সম্পর্কে অবগত হয়েছেন ব্যাংক একাউন্টের মাধ্যমে। বিগত কয়েক বছরে প্রতিটি ব্যাংক একাউন্টে KYC করানো বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। তা নাহলে অনেক সময় ব্যাংক কর্তৃপক্ষ একাউন্টটি ফ্রিজ করে দিতে পারেন যার ফলে বন্ধ হয়ে যেতে পারে আর্থিক লেনদেন। গত ৬ই নভেম্বর KYC করার নিয়মে এক বড় পরিবর্তন এনেছে। পুরানো নিয়ম সরিয়ে নতুন ৬টি নিয়ম যোগ করা হয়েছে এবং কিছু পুরানো নিয়মও সংশোধন করে দেওয়া হয়েছে।

এক্ষেত্রে রিসার্ভ ব্যাংকের (Reserve Bank of India) তরফে পরিষ্কার ভাবে জানানো হয়েছে কোন ধরনের একাউন্টে KYC বৈধতা কত বছরের। এই KYC করার মাধ্যমে গ্রাহকদের সমস্ত তথ্য জুড়ে যাবে কেন্দ্রীয় KYC রেকর্ড রেজিস্ট্রারের সাথে। যার ফলে পরিচয়ের অপব্যবহার বা অনলাইন দুর্নীতির মোকাবিলা কিছুটা হলেও সহজ করে তুলতে চেয়েছে রিসার্ভ ব্যাংক। নতুন KYC নিয়মেও (New KYC Rule) এই দুটি বিষয়ে আরো বেশি গুরুত্ব দিতে চেয়েছে ভারত সরকার।

প্রসঙ্গত KYC হলো একটি পদ্ধতি যার মাধ্যমে ব্যাংকগুলি তার গ্রাহকদের সম্পর্কে আরও বেশি তথ্য পেতে পারে। আর এই KYC কথার অর্থ হলো know Your Customer বা আপনার কাস্টমারকে জানুন। এই নতুন নিয়মে (New KYC Rule) গ্রাহকদের সত্যতা যাচাই এবং অবৈধ ক্রিয়াকলাপ আটকাতে এই ব্যবস্থা নেওয়া হয়। এতে আর্থিক প্রতারণার সম্ভাবনাও কিছুটা কমে আসে। এতে হোল্ডার ছাড়া অন্য কেউ ব্যাংক একাউন্ট চালাতে বা অপব্যবহার করতে পারেনা।

আরো পড়ুন: প্রেসিডেন্টের গদিতে ট্রাম্পের পুনর্দখল, খবর আসতেই ঊর্ধ্বমুখী শেয়ার বাজার

ভারতীয় রিসার্ভ ব্যাংক KYC নিয়ম পরিবর্তনের (New KYC Rule) জন্য আনা এই নতুন অ্যামেন্ডমেন্ট এক্টের মাধ্যমে জানাচ্ছে এবার থেকে একাউন্টের ঝুঁকি এড়াতে নির্দিষ্ট সময় অন্তর KYC আপডেট করা বাধ্যতা মূলক হয়ে পড়েছে। এর জন্য তিন ধরনের ব্যাংক একাউন্টে তিন রকম মেয়াদ ঠিক করা হয়েছে। চলুন জেনে নিই:

  • উচ্চ ঝুঁকি সম্পন্ন একাউন্ট: এক্ষেত্রে এই তালিকাভুক্ত একাউন্ট গুলি প্রতি দুই বছর অন্তর KYC আপডেট করাবাধ্যতামূলক।
  • মাঝারি ঝুঁকি সম্পন্ন একাউন্ট: এক্ষেত্রে প্রতি ৮ বছর অন্তর KYC আপডেট করা বাধ্যতামূলক করেছে RBI।
  • কম ঝুঁকি সম্পন্ন একাউন্টগুলিতে প্রতি দশ বছরে একবার KYC আপডেট করতে হবে।

Reserve Bank of India বা ভারতীয় রিসার্ভ ব্যাংকের তরফে নতুন নিয়মে (New KYC Rule) জানানো হয়েছে KYC জমা দেওয়ার সাত দিনের মধ্যেই গ্রাহকের সমস্ত তথ্য সেন্ট্রাল KYC রেকর্ড রেজিস্ট্রিতে উপলব্ধ হয়ে যায়। তাই আলাদা করে বারবার KYC করার জন্য বলতে পারেনা কোনো সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *