New Mobiles of 2025: শেষ হয়েছে ২০২৪। দেখতে দেখতে ২০২৫ সাল এসে গেছে। এবছরও একাধিক নামি দামী সংস্থা নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। যার মধ্যে রয়েছে একাধিক ফ্ল্যাগশিপ মডেল থেকে শুরু করে বাজেট রেঞ্জের স্মার্ট ফোনও। একাধিক চমৎকার স্পেসিফিকেশনের সাথে মন জয় করবে গ্রাহকদের। গ্রাহকদের জন্য থাকছে একাধিক অপশনও। ২০২৫ সালের শুরুতে ওয়ানপ্লাসের একটি প্রিমিয়াম স্মার্ট ফোন প্রকাশ পেতে চলেছে।
এরপর আসতে চলেছে আইফোন, স্যমসং সহ ভিভো, অপো, শাওমির একাধিক স্মার্ট ফোন। তাই নতুন স্মার্টফোন নিতে চাইলে আজকের প্রতিবেদন থেকে সিদ্ধান্ত নিতে পারবেন সহজেই। আজ এই প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে নতুন লঞ্চ হতে চলা একাধিক মোবাইলের তালিকা (New Mobiles of 2025) এবং লঞ্চের সম্ভাব্য সময়। চলুন দেখে নিই:
১. ওয়ানপ্লাস ১৩:
লঞ্চ হতে চলেছে আগামী ৭ই জানুয়ারি ২০২৫।
২. ওয়ানপ্লাস ১৩ আর:
এই ফোনটিও লঞ্চ হতে চলেছে আগামী ৭ই জানুয়ারি ২০২৫ তারিখে।
৩. অপো রেনো ১৩ সিরিজ:
এই বিশেষ স্মার্টফোনটির সম্ভাব্য লঞ্চের সময় হতে চলেছে জানুয়ারি, ২০২৫ (New Mobiles of 2025)।
৪. রিয়েলমি ১৪ প্রো সিরিজ:
রিয়েলমির এই বিশেষ সিরিজের মোবাইলটির সম্ভাব্য লঞ্চ হওয়ার সময় ২০২৫ সালের জানুয়ারিতেই।
৫. স্যামসং গ্যালাক্সি এস২৫ প্রো:
স্যামসংয়ের এই স্মারফোনটিও সম্ভাব্য লঞ্চ হতে চলেছে ২০২৫ সালের জানুয়ারি মাসেই।
৬. ভিভো ভি ৫০ সিরিজ:
ভিভোর এই বিশেষ সিরিজের প্রিমিয়াম স্মার্টফোনটি সম্ভাব্য মুক্তি পেতে চলেছে ২০২৫ সালের (New Mobiles of 2025) ফেব্রুয়ারি মাসে।
৭. অ্যাপেল আইফোন এস ই ৪:
এই মার্কিন সংস্থার স্মার্টফোনটি সম্ভাব্য মুক্তি পেতে চলেছে আগামী ২০২৫ সালের মার্চ মাসে।
৮. মটোরোলা রেজর ৬০ সিরিজ:
মটোরোলা সংস্থার এই স্মার্টফোনের সিরিজটি সম্ভাব্য মুক্তি পেতে চলেছে ২০২৫ সালের জুন মাসে।
৯. স্যামসং গ্যালাক্সি জেড ফোল্ড ৭ এবং জেড ফ্লিপ ৭:
স্যমসংয়ের এই বিশেষ দুটি প্রিমিয়াম স্মার্টফোন ২০২৫ সালের জুলাই মাসে সম্ভাব্য মুক্তি পেতে চলেছে।
আরো পড়ুন: জানুয়ারিতে আসতে চলেছে সস্তার Redmi 5G স্মার্টফোন, সঙ্গে দুর্ধর্ষ স্পেসিফিকেশন
১০. নাথিং ফোন ৩:
ভারতীয় বাজারের অন্যতম বিখ্যাত একটি ব্র্যান্ড হলো নাথিং। এই নতুন ফোনটি সম্ভাব্য প্রকাশ পেতে চলেছে ২০২৫ সালের জুলাই মাসে।
১১. মটোরোলা এজ ৬০ সিরিজ:
এই প্রিমিয়াম ফোনের সিরিজটি সম্ভাব্য মুক্তি পেতে চলেছে ২০২৫ সালের আগষ্ট বা সেপ্টেম্বর মাসে।
১২. গুগল পিক্সেল ১০ সিরিজ:
গুগল সংস্থার এই বিশেষ মোবাইল সিরিজের সম্ভাব্য মুক্তির সময় হতে চলেছে ২০২৫ সালের আগষ্ট বা সেপ্টেম্বর মাসে।
১৩. আইফোন ১৭ সিরিজ:
আইফোনের এই ১৭ সিরিজটি মুক্তি পেতে চলেছে ২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবর মাসে।
১৪. রেডমি নোট ১৫ সিরিজ:
শাওমি সংস্থার এই সিরিজ স্মার্ট ফোনটি সম্ভাব্য মুক্তি পেতে চলেছে ২০২৫ সালের নভেম্বর বা ডিসেম্বর মাসে।
১৫. ভিভো এক্স ৩০০ সিরিজ:
ভিভোর এই বিশেষ স্মার্ট ফোনের সিরিজটি সম্ভাব্য প্রকাশ পেতে চলেছে ২০২৫ সালের ডিসেম্বর মাসে।