শুরু হয়ে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। যে উৎসবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন বাঙালিরা। তবে প্রতি বছরের তুলনায় এ বছরের উৎসব অন্যরকম। চলতি বছরের উৎসব শুধু আনন্দের উৎসব নয়, এ উৎসব প্রতিবাদের উৎসব। প্রতিবাদ আন্দোলনের পাশাপাশি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্যান্ডেল হপিং। জমছে মন্ডপে মন্ডপে দর্শনার্থীদের ভিড়। আর এই আবহেই পুরনো ভালোবাসায় মজলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। কোন পুরনো প্রেম ফিরে এলো অভিনেত্রীর জীবনে?
সিনেমা জগতের জনপ্রিয় সুন্দরী অভিনেত্রী হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। যার চলচ্চিত্র জগতের প্রেম বিষয় নিয়ে প্রায় সকলেই জ্ঞাত। যদিও সেই প্রেম বিবাহ জীবনে পরিণতি পায়নি। তবে সাম্প্রতিক সময়ে স্বামী সন্তান নিয়ে সুখে দিন কাটাচ্ছেন অভিনেত্রী। কলকাতা এবং সিঙ্গাপুর দু জায়গাতেই সংসার গড়েছেন ঋতুপর্ণা। সেই দুই জায়গাতেই তাঁর আসা-যাওয়া রয়েছে। তবে চলতি বছরের পুজোতে কলকাতায় ফিরলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ আর কলকাতায় এসেই পুরনো ভালবাসাকে নতুন করে ফিরে পেলেন অভিনেত্রী।
কি ভাবছেন অভিনেত্রী বাস্তব জীবনে তাঁর পুরনো প্রেম ফিরে পেয়েছেন? আজ্ঞে না, অভিনেত্রী অনস্ক্রিনে খুঁজে পেয়েছেন তাঁর সেই পুরনো প্রেমকে। বিষয়টি হলো এবারে পুজোর মিউজিক ভিডিও ‘দুর্গাপূজো সবার’-এ দেখা যাবে ঋতুপর্ণাকে। সেই মিউজিক ভিডিওতে পূর্ণা চরিত্রে পুরনো ভালবাসাকে ফিরে পাবেন ঋতুপর্ণা। এই মিউজিক ভিডিও পরিচালিত ও প্রযোজিত হয়েছে সমু মিত্রের দ্বারা। এই মিউজিক ভিডিও বিষয়ে ঋতুপর্ণা বলেন যে ২৫ বছরেরও বেশি সময় ধরে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে সোমু মিত্রের সাথে। আর এই সোমু মিত্রের সাথে কাজ করে তিনি দারুণ অভিজ্ঞতা অর্জন করেন বলেও জানিয়েছেন। ঋতুপর্ণার কথায় দুর্গাপুজো হল আত্মীয়তার উৎসব। আর সেই অনুভূতি এই গানের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন সোমু মিত্র।
পুজোর এই মিউজিক ভিডিওতে ঋতুপর্ণা (Rituparna Sengupta) ছাড়াও অভিনয়ে দেখা যাবে জয় সেনগুপ্ত, জয়ী দেবরায়, নায়রা ব্যানার্জির মতো অভিনেতা অভিনেত্রীদের। এই মিউজিক ভিডিওতে সংগীত পরিচালনায় যুক্ত রয়েছেন সমিধ মুখোপাধ্যায়। পাশাপাশি গান গেয়েছেন শান, সমিধ মুখোপাধ্যায়, মিস জোজ, পৌলমি এবং উরভী।
প্রসঙ্গত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে বিতর্কের অন্ত নেই সোশ্যাল মিডিয়া সহ নানা জায়গায়। নানাভাবে তাঁকে নিয়ে চলে সমালোচনা। বেশ কিছুদিন আগেই আরজিকর কান্ড সম্পর্কিত এক বিষয়ে ট্রোলের সম্মুখীন হন তিনি। শুধু সোশ্যাল মিডিয়া নয় শ্যামবাজারের রাত দখলের আন্দোলনেও আক্রমণ হন তিনি। তবে সাম্প্রতিক সেই ট্রোল-বিতর্ক অতীত। বর্তমানে অভিনেত্রীর পুরনো প্রেম ফিরে পাওয়া নিয়ে চলছে আলোচনা।