New Property Law: পৃথিবীর সপ্তম বৃহত্তম এবং দ্বিতীয় জনবহুল দেশ ভারত। ভারতীয় সংস্কৃতি পরিবার কেন্দ্রিক হওয়ায় এখানে জমি এবং তার অধিকার সংক্রান্ত আইনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচিত হয়ে থাকে। ২০২৪ সালে সম্পত্তির সংক্রান্ত আইনগুলিতে বিশেষ পরিবর্তন আনা হয়েছে। এবার থেকে ছেলেমেয়েদের মধ্যে সম্পত্তিতে সমান অধিকার দেওয়া হয়েছে এবং পিতা-মাতার সম্পত্তিতে সন্তানের বাধ্যতামূলক দাবি তুলে নেওয়া হয়েছে। তাই এবার থেকে পিতা-মাতা নিজেদের ইচ্ছেমতো সম্পত্তি ভাগ করতে পারবেন।
সম্পত্তির অধিকার কখনও কখনও সামাজিক এবং আইনি ভাবে পরিবারের মধ্যেকার সম্পর্কগুলোকে দৃহ করে আবার কখনও কখনও এই সম্পত্তির অধিকারই পরিবারের সম্পর্কে ফাটল ধরায়। আর এই জন্যই সময়ের সাথে সম্পত্তি সংক্রান্ত আইনগুলিতে (New Property Law) নতুনত্ব আনা হয়েছে বারবার। একই ভাবে ২০২৪ সালেও আইনের কিছু পরিবর্তন আনা হয়েছে। এতে করে মেয়েদের অধিকারে এবং সম্পত্তির অধিকারের দাবির উপর জোর দেওয়া হয়েছে।
২০২৪ এর নতুন আইনের (New Property Law) উদ্দেশ্য হলো সম্পত্তির উপর মাতা পিতার অধিকার নিশ্চিত রাখা এবং ছেলে মেয়ে উভয় ক্ষেত্রে সন্তানদের মধ্যে সমানাধিকার বজায় রাখা। এই নতুন নিয়ম অনুযায়ী সন্তানরা এবার থেকে পিতা-মাতার অর্জিত ব্যক্তিগত সম্পত্তিতে আর দাবি করতে পারবেনা। এছাড়াও কন্যাসন্তানরাও পৈতৃক সম্পত্তিতে সমান অধিকার পাবেন। আগের নিয়মে মেয়ে বিবাহিত হলে তার অধিকার সীমিত করে দেওয়া হতো এখন সেই নিয়মে বদল আনা হয়েছে। বিবাহিত হলেও পৈতৃক সম্পত্তিতে মেয়েরা সমান ভাগ পাবেন।
আরো পড়ুন: স্বনামধন্য বিচারপতি চন্দ্রচূড়ের জীবনেও রয়েছে অনেক লড়াইয়ের গল্প
সম্পত্তি সংক্রান্ত নতুন আইন (New Property Law) বলছে কন্যাসন্তান বিয়ের পরেও তার পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারী হবেন। শুধু তাই নয় পুত্র সন্তানের মতো সমান অংশীদার হবেন। এতদিন বিয়ের পর মেয়েদের আর পৈতৃক সম্পত্তিতে অধিকার থাকতো না এবার সেই আইনের বদল ঘটিয়ে বিবাহিত মেয়েদেরও পৈতৃক সম্পত্তির অধিকারী করা হয়েছে। পিতা মাতার ব্যক্তিগত অর্জিত সম্পত্তির খেতে উইল খুব গুরুত্বপূর্ণ একটি নথি যা পরবর্তীতে সম্পত্তির দলিলের আকার নেয়। যদি কোনো ক্ষেত্রে কোনো সন্তান পিতা মাতার দেখভাল না করেন তবে ওই সন্তানকে সম্পত্তির দাবি থেকে বঞ্চিত করতে পারেন পিতা-মাতারা।
নতুন নিয়মে (New Property Law) বলা হয়েছে পিতা মাতার অর্জিত সম্পত্তিতে সন্তানদের আর কোনো অধিকার থাকবেনা। তাঁরা ইচ্ছে করলেই ওই সম্পত্তি অন্য কাউকে হস্তান্তর করতে পারবেন। যদি কোনো উইল করার আগেই মৃত্যু হয় তবে সন্তানরা সমানধিকার পাবেন। এছাড়া বিশেষ কিছু ক্ষেত্রে সন্তানরা জমির অধিকার হারাতে পারেন যেমন : ধর্ম পরিবর্তন, পিতা-মাতার উপর অত্যাচার ইত্যাদি।