New Recharge Plan: সাম্প্রতিক সময়ে সর্বত্রই ইন্টারনেটের রমরমা। যা দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে উঠেছে। বর্তমানে ইন্টারনেট ছাড়া ৮ থেকে ৮০ কেউই চলতে পারে না। শুধু তাই না, বেশিরভাগ কাজই প্রায় ইন্টারনেটের সাথে কানেক্টেড। ফলে ইন্টারনেট ছাড়া বর্তমানে কেউই থাকতে পারে না। তবে শুধু ইন্টারনেট না, এই ইন্টারনেটের পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে OTT প্ল্যাটফর্মের ব্যবহার। কিন্তু এমন কিছু রিচার্জ প্ল্যান (New Reacharge Plan) আছে যেখানে একক রিচার্জে এই সমস্ত অফার পাওয়া যায় না। তাই আজকের এই প্রতিবেদনে জানানো হলো বেশ কিছু চমক সৃষ্টি করা রিচার্জ প্ল্যান। যেখানে কম খরচে পাওয়া যাবে দুর্দান্ত ইন্টারনেট স্পিড, টিভি চ্যানেল সহ আরও অনলাইন সুবিধা। না দেখলে লস আপনার। তাই চলুন চট করে জেনে নেওয়া যাক রিচার্জ প্ল্যানগুলি সম্পর্কে।
Excitel ৪৯৯
একের মধ্যে সব রিচার্জ প্ল্যানগুলোর মধ্যে নয়া রিচার্জ প্ল্যান (New Reacharge Plan) হলো এক্সাইটেলের ৪৯৯ টাকার রিচার্জ প্ল্যান। যে রিচার্জ প্ল্যানে মিলবে ৩০০ এমবিপিএস ইন্টারনেট স্পিড, ১৮টি OTT প্ল্যাটফর্মের সদস্যপদ, ১৫০টিরও বেশি টিভি চ্যানেল দেখার সুযোগ। আরও একটি আকর্ষণীয় চমক হল এই প্ল্যানটি ৯ মাসের জন্য রিচার্জ করলে মিলবে অতিরিক্ত ৩ মাসের ফ্রি পরিষেবা। অর্থাৎ ৯ মাসের দামে সাবস্ক্রাইব করলে ইন্টারনেট পরিষেবা মিলবে ১ বছরের। সারা ভারত জুড়ে প্রায় ৩৫টির বেশি শহরে উপলব্ধ রয়েছে এই চমক অফার।
Jio Fiber ৯৯৯
জিওর ব্রডব্যান্ডে এসেছে ৯৯৯ টাকার একটি চমক রিচার্জ প্ল্যান (New Recharge Plan)। এই রিচার্জ প্ল্যানে মিলবে আনলিমিটেড ইন্টারনেট,আনলিমিটেড ভয়েস কল। সাথে পাওয়া যাবে ১৪টি স্ট্রিমিং অ্যাপের সদস্যপদ। ইন্টারনেট স্পিড মিলবে ১৫০ এমবিপিএস।
Jio Fiber ৩৯৯
জিও ফাইবারের আরো একটি দারুণ প্ল্যান হল ৩৯৯ টাকার প্ল্যান (New Reacharge Plan)। এই প্যাকের মধ্যে পাওয়া যায় আনলিমিটেড ভয়েস কল, প্রতি মাসে ৩,৩০০ জিবি FUP ডাটা আরো অন্যান্য সুবিধা। এই রিচার্জ প্ল্যানে ইন্টারনেট স্পিড থাকে ৩০mbps। তবে জিওর এই প্যাকে কোনো ওটিটি প্লাটফর্মের সদস্য পদ পাওয়া যায় না।
আরো পড়ুন: এয়ারটেলের দারুন দিওয়ালি অফার, চাপের মুখে বিএসএনএল
Jio Fiber ৬৯৯
জিওর আরো একটি চমকপ্রদ প্ল্যান হলো ৬৯৯ টাকার প্ল্যান। যে প্ল্যান ইন্টারনেট প্রদান করে ১০০ এমবিপিএস। সাথে পাওয়া যায় আনলিমিটেড ভয়েস কল, আনলিমিটেড ডাটা সাথে আরো দারুন সুবিধা। তবে এই প্ল্যানে কোনো OTT প্লাটফর্ম অন্তর্ভুক্ত নেই।
Excitel ৭৩৪, ৬০৪ এবং ৫৫৪
এক্সাইটেল ব্রডব্যান্ডের আরও ৩টি দুর্দান্ত প্ল্যান রয়েছে। যার মধ্যে একটি হল ৭৩৪ টাকার প্ল্যান (New Recharge Plan)। এই প্যাকের মধ্যে পাওয়া যায় ৪০০ এমবিপিএস পর্যন্ত ইন্টারনেট স্পিড, ২১টি OTT প্লাটফর্ম। সাথে থাকে ৩৭টি প্রিমিয়াম কেবল টিভি চ্যানেল দেখার সুযোগ। অন্য আরেকটি হলো ৬০৪ টাকা রিচার্জ প্ল্যান। এই মাসিক প্ল্যানে মেলে ২১টি OTT প্ল্যাটফর্মের সদস্যপদ সহ ৩০০mbps ইন্টারনেট স্পিড। অপরদিকে ৫৫৪ টাকার রিচার্জ প্ল্যানে পাওয়া যায় ৩৭টি প্রিমিয়াম কেবল টিভি চ্যানেল এবং ১০০ এমবিপিএস ইন্টারনেট স্পিড।