LIC New Rule: বদলে গেলো LIC সংস্থার জনপ্রিয় পলিসির বয়সসীমা

LIC New Rule: আজকাল যেভাবে জীবন ধারণের খরচ বাড়ছে তাতে ভবিষ্যতের চিন্তা করে সঞ্চয় না করলে চলা মুশকিল হবে। একাধিক মাধ্যমে একাধিক স্কিমে বিনিয়োগ করা গেলেও মোটা রিটার্ন এবং কভারেজের হিসেবে এগিয়ে রয়েছে মাত্র হাতে গোনা কয়েকটা সংস্থা। এক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে আছে এক্ষেত্রে এখনও মানুষের প্রথম পছন্দ LIC। বিশেষ করে সমাজের সব ধরনের মানুষের সুবিধার্থে সব ধরনের প্ল্যান রেখেছে। যার জন্য ভারতীয়দের কাছে এই সংস্থা বেশ জনপ্রিয় হয়েছে।

সম্প্রতি LIC সংস্থার তরফে বয়স নিয়ে বড়সড় বদল আসার কথা জানানো হয়েছে। প্রতিটি জীবন বিমা পলিসির ক্ষেত্রেই নির্দিষ্ট কিছু নিয়ম থাকে। যেমন বিনিয়োগের পরিমাণ, সময়সীমা এবং বিনিয়োগকারীর বয়স। এবার সেইসব নিয়মেই আসতে চলেছে বড় বদল (LIC New Rule)। LIC সংস্থার তরফে জানানো হয়েছে যে নির্দিষ্ট কিছু পলিসিতে বিনিয়োগকারীর বয়সসীমার উপর কিছু পরিবর্তন আনা হচ্ছে। এর মাধ্যমে গ্রাহকরা উপকৃত হবেন কি? চলুন দেখে নেয়া যাক।

এতদিন NIC এন্ডনমেন্ট প্ল্যান নেওয়ার জন্য বিনিয়োগকারীদের সর্বচ্চো বয়সসীমা ছিল ৫৫ বছর। যা কমিয়ে করা হয়েছে ৫০ বছর। অর্থাৎ এবার থেকে এই প্ল্যানে বিনিয়োগ করতে হলে গ্রাহকদের বয়স হতে হবে সর্বোচ্চ ৫০ বছর। অর্থাৎ এক ধাক্কায় বয়সের নিয়মে বদল আনতে (LIC New Rule) ৫ বছর কমিয়ে দেওয়া হলো বয়সসীমা। এক্ষেত্রে নতুন পলিসি নেওয়ার সময় গ্রাহকরা বেশি উপকৃত হবেন বলে জানা যাচ্ছে। বয়সসীমা কোমর ফলে ম্যাচুরিটি বেনিফিট তো থাকবেই সঙ্গে থাকবে বিশাল সব কভারেজ।

আরো পড়ুন: মাধ্যমিক পড়ুয়াদের জন্য সুখবর, ১৫ হাজার টাকা স্কলারশিপ দেবে LIC

জানা যাচ্ছে শুধু এই একটি পলিসিতেই নয় নিয়মের বদল (LIC New Rule) আনা হচ্ছে LIC সংস্থার আরও ৬টি পলিসিতে। যার মধ্যে রয়েছে LIC সিঙ্গেল প্রিমিয়াম এন্ডনমেণ্ট প্ল্যান, নিউ এন্ডনমেণ্ট প্ল্যান, নিউ জীবন আনন্দ, জীবন লক্ষ্য, জীবন লাভ এবং LIC অমৃতবাল পলিসি।এদের প্রতিটি ক্ষেত্রেই বয়সের ঊর্ধ্বসীমা কমিয়ে আনা হয়েছে।

বলে রাখি, ভবিষ্যত সঞ্চয়ের জন্য অনেকেই ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন তবে লম্বা সময়ের বিনিয়োগ ফিক্সড ডিপোজিটে সর্বাধিক ৭.৫ শতাংশ সুদ পাওয়া যায়। সেই একই সময়ে LIC সুদ দেয় ১০ শতাংশ। এছাড়াও সঙ্গে বিনিয়োগকারীর দুর্ঘটনা এবং মৃত্যুর কভারেজ থাকে। যে হোল্ডারের পরিবারের জন্য বড় সাহায্য হয়ে দাঁড়ায়। তাই অনেক ক্ষেত্রেই ফিক্সড ডিপোজিটের তুলনায় LIC করাটা শ্রেয় প্রমাণিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *