New Rules For Doctors: এবার স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে কঠিন পদক্ষেপ নিতে চলেছে রাজ্য। আরজিকর আবহে এবার চিকিৎসা পরিষেবাতেও ফাঁক রাখতে নারাজ রাজ্য। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প স্বাস্থ্য সাথী রাজ্যের মানুষদের ভালো চিকিৎসা দেওয়ার লক্ষ্যে সামনে এনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মূল ভিত্তি হলো সরকারি হাসপাতালগুলি। তাই এবার রাজ্যের তরফে সাফ জানিয়ে দেওয়া হলো যে যদি সরকারি চিকিৎসকরা স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় বেসরকারি হাসপাতালে চিকিৎসা করান তবে দিতে হবে NOC।
এক্ষেত্রে সরকারের কাছে আবেদন করে এই NOC জমা দিতে হবে হাসপাতালগুলোতে। খবর অনুযায়ী রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে মুখ্যমন্ত্রীর কাছে এই নিয়ম (New Rules For Doctors) অবলম্বন করার প্রস্তাব দেয়া হয়েছে। তরুণী চিকিৎসক খুনের ঘটনায় উথাল পাতাল হচ্ছে রাজ্য এবং রাজনীতিতে। আর সেই জন্যই এবার আরও কড়া হতে চাইছে রাজ্য। স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করলে সাগর দত্ত মেডিকেল কলেজে ঘটা অপ্রীতিকর ঘটনায় আবারও কর্মবিরতি শুরু করেন জুনিয়র ডাক্তাররা। এতে করে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা কার্যত নড়বড়ে হয়ে পড়ে।
সরকারি হাসপাতালে উপলব্ধ পরিষেবার ঘাটতির কারণে বেসরকারি হাসপাতালে ভিড় বাড়তে থাকে মানুষের। আর এই পদক্ষেপে মানুষের ভরসা হয় রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্প। এর ফলে এক ধাক্কায় অনেক বেশি খরচ বেড়ে যায় সরকারের। অন্যদিকে বেসরকারি হাসপাতালে ৪০% বেশি আয় লক্ষ করা গিয়েছে।
আরো পড়ুন: বিশ্বের সেরা ২৫টি শহরের তালিকায় কলকাতা, আন্তর্জাতিক খ্যাতি তিলোত্তমার মাথায়
জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সময় অনেক সরকারী চিকিৎসক (New Rules For Doctors) স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় নিজেদের চিকিৎসা করেন বেসরকারি হাসপাতালে। ইতিমধ্যে ওইসব ডাক্তারের তথ্য হাতে পেয়েছে রাজ্য। তবে কি সেই জন্যই এত কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য ইতিমধ্যেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
অন্যদিকে আরও জানা যাচ্ছে এবার রাজ্যের নতুন নিয়ম অনুযায়ী (New Rules For Doctors) সরকারি হাসপাতালের চিকিৎসকদের স্বাস্থ্য সাথীর আওতায় কোনো বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে হলে নিতে হবে সরকারের থেকে NOC অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট। বলে রাখা ভালো ভারতের ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট এক্ট-এ এই নিয়ম বলা রয়েছে। তবে পশ্চিমবঙ্গে এতদিন এই আইন কার্যকরী ছিলনা। তবে এবার সেই আইন কার্যকর করার পথে হাঁটতে চলেছে রাজ্য।