Ticket Booking Rules: এখন থেকে নতুন নিয়মে হবে টিকিট বুকিং, পয়লা নভেম্বর থেকেই চালু হবে নতুন পদ্ধতি। ভারতের পরিবহন ব্যবস্থার মূল ভীতি হল ভারতীয় রেল পরিষেবা। বহু মানুষ প্রতিনিয়ত এই পরিষেবা ব্যবহার করে থাকেন। কাছের অথবা দূরের যেকোনো পথ অতিক্রমের জন্যই সবথেকে জনপ্রিয় পরিবহন ব্যবস্থা হল ভারতীয় রেল পরিষেবা। অনেক দূরের পথ অতিক্রম করার ক্ষেত্রে অন্য যে কোন পরিবহন ব্যবস্থার থেকে রেল পরিষেবাকে অনেক বেশি সুরক্ষিত মনে করেন যাত্রীরা। আর তাই জন্যই আগে থেকে রেলের টিকিট বুক করার প্রবণতা থেকে যায় যাত্রীদের মধ্যে। এবার এই টিকিট বুকিং এর বিষয়ে নতুন নিয়ম (Ticket Booking Rules) আনল রেল কর্তৃপক্ষ।
এতদিন পর্যন্ত রেলের অগ্রিম টিকিট বুকিং এর সময়সীমা ছিল ১২০ দিন। অর্থাৎ কেউ চাইলে যাত্রা করার নির্দিষ্ট দিনের ১২০ দিন আগে থেকে টিকিট রিজার্ভেশন করে রাখতে পারতেন। কিন্তু এখন থেকে আর তা হবে না। এই সময়সীমা এক ধাক্কায় অনেকটা কমিয়ে দিল রেল কর্তৃপক্ষ। নতুন নিয়ম (Ticket Booking Rules) অনুযায়ী, এখন থেকে টিকিট রিজার্ভেশন করা যাবে মাত্র ৬০ দিন আগে। ইতিমধ্যে রেল কর্তৃপক্ষের তরফ থেকে এই নিয়ম সংক্রান্ত নির্দেশিকা ছড়িয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটি জোনের প্রিন্সিপ্যাল চিফ কমার্শিয়াল ম্যানেজারদের কাছে।
ভারতীয় রেল পরিষেবার তরফ থেকে জারি করা নির্দেশিকা অনুযায়ী, ১ লা নভেম্বর ২০২৪ থেকে নির্দিষ্ট দিনের ৬০ দিন অর্থাৎ প্রায় দু মাস আগে টিকিট বুকিং করা যাবে। আগে ১২০ দিন অর্থাৎ চার মাস আগেও টিকিট বুকিং করে রিজার্ভেশন করে রাখা যেত। যাত্রীরা এতে অনেক বেশি নিশ্চিন্ত থাকতে পারতেন। কিন্তু অনেক যাত্রী সমস্যায়ও পড়তেন এর কারণে। তাই এখন থেকে আর চার মাস আগে থেকে টিকিট বুকিং করা যাবে না। যাত্রী সুবিধার্থে নতুন নিয়ম (Ticket Booking Rules) জারি করার সিদ্ধান্ত নিলো ভারতীয় রেল পরিষেবা।
এআরপি অর্থাৎ এডভান্স রিজার্ভেশন পিরিয়ডের সময়সীমা পরিবর্তন রেলওয়ে পরিষেবার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে চলেছে বলে মনে করছে কর্তৃপক্ষ। এতদিন পর্যন্ত এআরপির ক্ষেত্রে ১২০ দিন আগে টিকিট কাটা যেত এবং যাত্রার দিন এবং টিকিট কাটার দিন দুটোই ১২০ দিনের সময়সীমার মধ্যেই ধরা থাকতো। কিন্তু এখন একটি অতিরিক্ত দিনের সুবিধা পাবেন যাত্রীরা। এআরপির সময়সীমা কমিয়ে ৬০ দিন করা হয়েছে। কিন্তু যেদিন যাত্রা করবেন সেই দিনটিকে এআরপির বাইরেই রাখা হয়েছে। অর্থাৎ টিকিট কাটার ৬০ দিন পর, ৬১ দিনের মাথায় যাত্রার দিন নির্ধারিত হবে।
আরো পড়ুন: কোন ভুলে প্রায় ১ কোটি ৯ লাখ গ্রাহক হারালো আম্বানি, শীঘ্রই কি শেষ হতে চলেছে রিলায়েন্স জিও
নতুন নিয়ম (Ticket Booking Rules) অনুযায়ী, এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে ৩১ শে অক্টোবর ২০২৪ পর্যন্ত ১২০ দিন আগে টিকিট বুক করার সুযোগ থাকছে যাত্রীদের জন্য। তবে বিশেষ উল্লেখযোগ্য বিষয়টি হল, ১ লা নভেম্বর থেকে কিন্তু প্রত্যেকটি ট্রেনের টিকিট বুকিং এর ক্ষেত্রে নিয়ম পরিবর্তিত হচ্ছে না। দিনের বেলা যে সমস্ত এক্সপ্রেস ট্রেন গুলি চলে সেগুলির অনেকগুলিতেই পুরনো নিয়মে টিকিট বুকিং করা যাবে। আপাতত নির্দিষ্ট কিছু ট্রেনের বুকিং এর ক্ষেত্রেই নতুন নিয়ম লাগু করা হচ্ছে। যেই ট্রেনগুলিতে নতুন নিয়ম লাগু করা হচ্ছে না তার মধ্যে উল্লেখযোগ্য হলো তাজ এক্সপ্রেস এবং গোমতী এক্সপ্রেস। অর্থাৎ এই ট্রেনগুলিতে ৬০ দিন আগে নয় ১২০ দিন আগেই ট্রেনের টিকিট বুক করা যাবে এখনো পর্যন্ত। কিন্তু ভবিষ্যতে এই ট্রেনগুলির টিকিট বুকিং এর নিয়মেও যে কোন পরিবর্তন আসবে না তার কিন্তু কোন নিশ্চয়তা নেই।
টিকিট বুকিং সংক্রান্ত এই নতুন নিয়ম (Ticket Booking Rules) কিন্তু শুধুমাত্র দেশীয় যাত্রীদের জন্যই প্রযোজ্য। বিদেশী পর্যটকদের জন্য নিয়মের কোনরকম পরিবর্তন করা হয়নি। বিদেশী পর্যটকরা ৩৬৫ দিন আগেও ট্রেনের টিকিট বুক করার সুযোগ পান। এখনো তাই পাবেন। এই নিয়মে কোন পরিবর্তন আনেনি রেল। রেল কর্তৃপক্ষ তরফ থেকে জানানো হয়েছে, ১২০ দিন আগে টিকিট বুক করতে পারলে যেমন সুবিধা থাকে তেমনি অসুবিধাও থাকে অনেক। যেমন বহুযাত্রী নির্দিষ্ট দিনে যাত্রা করতে পারেন না তখন তাদের টিকিট ক্যানসেল করতে হয়। এই সমস্ত সুবিধার কথা বিবেচনা করে যাত্রী সুবিধার্থে নতুন সিদ্ধান্ত নিল রেল।