Indian Railways: কষ্ট করে আর উঠতে হবে না ট্রেন কিংবা মেট্রোতে, রেলের উদ্যোগে তৈরি হচ্ছে নতুন সাবওয়ে

Indian Railways: ভারতীয় রেল জনসাধারণের সুবিধার জন্য বর্তমানে এনেছে বিভিন্ন রকমের আধুনিক সুবিধা। যাত্রীদের যাতে কোনোভাবে সমস্যার সম্মুখীন না হতে হয় তার জন্য যতদিন এগোচ্ছে ততই পরিষেবা হচ্ছে উন্নত। আজকের এই প্রতিবেদনে তেমনি একটি পরিষেবার কথা উল্লেখ করা হবে। যার ফলে নিত্যযাত্রীদের যাত্রা আগের থেকে আরও বেশি আরামদায়ক হতে চলেছে।

ভারতীয় রেলের (Indian Railways) সিদ্ধান্ত

নিত্যযাত্রীদের সবথেকে বড় সমস্যা হল ভিড় ঠেলে ট্রেন কিংবা মেট্রোতে ওঠা। সেই সমস্যার যদি সমাধান হয় তাহলে তো সোনায় সোহাগা। ভারতীয় রেল (Indian Railways) এবার এমন উদ্যোগ নিচ্ছে যাতে মিটে যাবে এই সমস্যা।

পূর্ব রেল যাত্রীদের মুশকিল আসান করল

আপনি যদি শিয়ালদহ কোর্ট বা বিআর সিং হাসপাতাল চত্বরে বাস বা অটোতে করে নামেন তাহলে তাড়াতাড়ি ট্রেন কিংবা মেট্রো ধরার একটা প্রবণতা অনেকেরই থাকে। তার ওপর যদি হাতে বেশি সময় না থাকে তাহলে তো কথাই নেই। বেশিরভাগ যাত্রীকে সর্বদাই ট্রেন বা মেট্রো ধরার জন্য দৌড় লাগাতে হয়। শিয়ালদহ এর মতো স্টেশনে সর্বদাই ভিড় থাকে হাজারো যাত্রীর। এই ভিড় পার করে ট্রেন কিংবা মেট্রোতে ওঠা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয় অনেকাংশে। ভারতীয় রেল (Indian Railways) নিয়ে এলো এই মুশকিলের সমাধান।

আরও পড়ুন: এবার থেকে সহজেই বাড়ির কিংবা জমির দলিল পেয়ে যাবেন অনলাইনে

যাত্রী সুবিধার্থে নতুন সাবওয়ে

এবার থেকে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা আরো সহজতর হয়ে উঠলো। শিয়ালদহ বিভাগ চালু করতে চলেছে একেবারে নতুন একটি সাবওয়ে। নতুন এই সাবওয়ে শিয়ালদহ স্টেশনকে শিয়ালদহ কোর্ট, বিআর সিং হাসপাতাল চত্বর এবং মেট্রো রেল স্টেশনকে সংযুক্ত করবে। রেল (Indian Railways) দাবি করেছে যে, ভূগর্ভস্থ এই পথ যাতায়াতকে আরও নিরাপদ ও কার্যকরী করবে।

সাবওয়েতে রয়েছে বিশেষ সুবিধা

রেলের (Indian Railways) উদ্যোগে তৈরি করা এই সাবওয়েতে পাওয়া যাবে আধুনিক সমস্ত সুবিধা। সাধারণ মানুষের চলাচলের জন্য র‌্যাম্প-এর ব্যবস্থা থাকবে। প্রবেশ ও প্রস্থানের জন্য সুবিধা করবে এই র‌্যাম্প। পাশাপাশি সাইনেজ ও পথনির্দেশক ব্যবস্থাও থাকছে যাত্রীদের সুবিধার্থে।

সম্প্রতি পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর সাবওয়ে প্রকল্পের কাজের অগ্রগতির পর্যালোচনা করেছেন। যেটুকু কাজ বাকি রয়েছে তা দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। একবার যদি এই নবনির্মিত সাবওয়ে চালু হয় তাহলে শিয়ালদহ থেকে কলকাতা মেট্রোর গ্রীন লাইন করিডোর, যা হাওড়া ও শিয়ালদহকে সংযুক্ত করে, সেখানকার যাতায়াত ব্যবস্থা উন্নত হবে। পাশাপাশি শিয়ালদহ স্টেশন সংলগ্ন এলাকার পরিকাঠামোরও উন্নয়ন হবে। কাজের অগ্রগতি দেখে খুশির রেলকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *