Alipore Zoo: ছুটির মরশুমে নতুন চমক আলিপুর চিড়িয়াখানায়, তৈরি হচ্ছে কাঁচের করিডোর

Alipore Zoo: এবার অভিজ্ঞতা তবে আরও নিখুঁত। আলিপুর চিড়িয়াখানায় নতুন আকর্ষণ। এজেনো মানুষ আর পাখি একই জায়গায়! অবাক হচ্ছেন নিশ্চই! একদমই ঠিক শুনেছেন এবার চিড়িয়াখানায় নেওয়া যাবে আরও রোমাঞ্চকর অভিজ্ঞতা। স্বচ্ছ কাঁচের দেয়ালের তফাতে থাকবে মানুষ এবং পরিবেশের জীব-জন্তুর মার্জিন। যেনো মনে হবে হাত বাড়ালেই একটি ছোঁয়া যাবে রঙিন পাখিগুলোকে। হুট করে বোঝা না গেলেও মাঝে থাকবে কাঁচের স্বচ্ছ দেওয়াল।

প্রতিষ্ঠার ১৫০তম বর্ষপূর্তিতে দর্শকদের জন্য নতুন চমক আনলো আলিপুর চিড়িয়াখানা। যা আবার পুরো ভারতে প্রথম। এতদিন চিড়িয়াখানা বলতে আমরা বুঝতাম পর পর কয়েকটি খাঁচা আর তার মধ্যে থাকা কিছু বন্দি জীবজন্তু। তবে এই ধারণা গোটা বিশ্বজুড়েই আপগ্রেড হতে শুরু করেছে। এবার সেই একই পথে হাঁটলো দেশের প্রাচীনতম চিড়িয়াখানা, আলিপুর চিড়িয়াখানা (Alipore Zoo)। এবার খাঁচার পরিবর্তে দেখা যাবে কাঁচের এনক্লোজার!

সোমবার পাখিদের বসবাসের জায়গাকে একেবারে নতুন ভাবে খুলে দেওয়া হলো দর্শকদের সামনে। এতদিন পাখিদের খাঁচার বাইরে থেকে উপভোগ করতে হতো পাখিদের ডাক এবং সৌন্দর্য। তবে এবার সেই ক্ষেত্রেই পরিবর্তন এনেছে চিড়িয়াখানা (Alipore Zoo) কর্তৃপক্ষ। এবার সহজেই মানুষ ঢুকে পড়তে পারবে পাখিদের বাড়িতে।

আরো পড়ুন: পিকনিক স্পটের খোঁজ করছেন, যেতে পারেন কলকাতার কাছাকাছি এই স্পটগুলিতে

এদিন আলিপুর চিড়িয়াখানার (Alipore Zoo) একজন অধিকর্তা জানান পাখিদের বাড়ির মধ্যে একটি হাঁটার পথ তৈরি করা হয়েছে। এর মাধ্যমে দর্শকরা সরাসরি পাখিদের বাড়ির মধ্যে চলাচল করতে পারবেন। এই হাঁটার পথটি তৈরি করা হয়েছে লোহার জাল আর কাঁচ দিয়ে। ফলে সব কিছু আরও পরিষ্কার হলেও ছোঁয়া যাবেনা। ১০০ মিটার লম্বা এবং ৩০ মিটার চওড়া এই হাঁটার পথে রয়েছে ১৫ মিটার উচ্চতার এনক্লোজার। অর্থাৎ বোঝাই যাচ্ছে বিশাল জায়গা জুড়ে পাখিরা অবাধে বিচরণও করতে পারবে।

এদিকে আলিপুর চিড়িয়াখানার (Alipore Zoo) তরফে জানানো হয়েছে পাখিদের বাড়ির মধ্যেকার এই হাঁটা পথে মোট ১৪ রকমের পাখির দেখা পাবেন দর্শকরা। যার মধ্যে কাকাতুয়া, রুডি সেলদ্যাক, নব বিলড ডাক, কয়েকটি টিয়ার প্রজাতি, গ্রিন পিজন, নিল গলা বসন্ত বৌরি, বার হেডেড গুজ, কোনিউর, গোল্ডেন ফেজান্ট, ব্রাহ্মণী ডাক, রেড জঙ্গল ফৌল, ময়ূর ইত্যাদি রয়েছে। এদিন এই পথের উদ্ধোধন করেন রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদা। সোমবার থেকেই দর্শকরা এই অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *