Eco Park Solar Dome: পিকনিকের মরশুমে ইকো পার্কের নতুন চমক, তৈরি হচ্ছে সৌর গম্বুজ

Eco Park Solar Dome: এতদিন কলকাতার ইকো পার্কের বড় আকর্ষণ ছিল পৃথিবীর সপ্তম আশ্চর্যের প্রতীকী স্থাপত্যগুলো। এবার এতেই জুড়তে চলেছে নতুন পালক। চারদিকে জল দ্বারা বেষ্টিত গগনচুম্বী মস্ত গম্বুজ। যেটি আগা গোড়া মোড়া থাকবে সোলার প্যানেল দিয়ে। স্মার্ট সিটি নিউটাউনের অন্যতম মূল আকর্ষণ ইকো পার্কে গড়ে ওঠা এই নতুন সৃষ্টি নজর কাঁড়তে চলেছে দর্শকদের। কতৃপক্ষের তরফে এর নাম দেওয়া হয়েছে সোলার ডোম। পাতি বাংলায় যাকে বলে সৌর গম্বুজ।

রাজ্য ছাড়াও গোটা দেশেই ভ্রমণের উল্লেখযোগ্য স্থান হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছে কলকাতার ইকো পার্ক (Eco Park Solar Dome)। আর এবার সেখানেই গড়ে উঠতে চলেছে প্রায় আট তলা বাড়ি সমান সোলার ডোম। ফলে এই বিশালাকার স্থাপত্য নিয়ে দর্শকদের আগ্রহ দিনে দিনে বেড়ে চলেছে। এই অবস্থায় পার্কের দায়িত্বপ্রাপ্ত সংস্থা হিডকো এই গম্বুজটি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে আগামী শীতের মরশুমে ইকো পার্কে দর্শনার্থীদের ভিড় আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

৬ই নভেম্বর, মঙ্গলবার বিকেলে হিডকোর চেয়ারম্যান এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম কলকাতার ইকো পার্কের (Eco Park Solar Dome) এই সোলার গম্বুজের দ্বার উদঘাটন করেছেন। জানা যাচ্ছে রাজ্যের বিদ্যুৎ বণ্টন সংস্থা, নগরোন্নয়ন দপ্তর এবং হিডকোর সহায়তায় তৈরি হয়েছে এই সৌর গম্বুজটি। যদিও এতে সাহায্য করেছে সুইটজারল্যান্ডের একটি নামজাদা সংস্থাও।

আরো পড়ুন: নির্দিষ্ট নিয়ম মেনে ব্যবহার করুন গিজার, চলবে অনেকদিন

সূত্রের খবর বিশ্ব উষ্ণায়নের যুগে কিভাবে বিকল্প শক্তি ব্যবহার করে পৃথিবীর স্বাস্থ্যের উন্নতি করা যেতে পারে সেই বিষয়ে পার্কে বেড়াতে আসা পড়ুয়া এবং দর্শনার্থীদের অবগত করার জন্যই এই বিশেষ গম্বুজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। গত ৬ বছর ধরে এই গম্বুজ তৈরির কাজ চলেছে ইকো পার্কে। এর মধ্যে ব্যবহার করা হয়েছে দুই হাজারটি সোলার প্যানেল। যা থেকে রোজ ১৮০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন হতে পারবে।

এই উৎপন্ন বিদ্যুৎ দিয়েই গম্বুজের ভিতরের আলো,পাখা, কম্পিউটার লিফট সহ গোটা ইকো পার্কের আলো জ্বালানো হবে। দায়িত্বপ্রাপ্ত সংস্থার দাবি আগামী প্রজন্মকে রক্ষা করার জন্য বিকল্প শক্তির ব্যবহার ও গুরুত্ব সম্পর্কে সচেতন হতে হবে সবাইকে। মূলত জন সাধারণের আগ্রহ বাড়াতে এই ডোমটি নির্মাণ করা হয়েছে। এছাড়া এর মধ্যে সেমিনার হল, প্ল্যানেটেরিয়াম, স্ক্রিন প্রজেক্টর, গ্যালারি, মেরিন একোরিয়াম সহ ৩৬০ ডিগ্রি ভিউ পয়েন্টের মতো আকর্ষণীয় বিষয় যোগ করা থাকছে। যা ইকো পার্কের (Eco Park Solar Dome) মর্যাদা বাড়াবে বলে আশাবাদী সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *