Site icon লোকাল সংবাদ

কলকাতার ড্রেনেজ সিস্টেমে আসতে চলেছে নতুন প্রযুক্তি, পুনরায় ব্যবহার করা যাবে দূষিত জল

কলকাতার ড্রেনেজ সিস্টেম

প্রতিনিধত্বমুলক

বর্ষাকালে কলকাতার অবস্থা একেবারে বেহাল হয়ে পড়ে। কলকাতার ড্রেনেজ সিস্টেম নিয়ে এর আগেও বহুবার প্রশ্ন উঠেছে। বর্ষাকালে আশেপাশের রাস্তাঘাটে নর্দমার জল ছাপিয়ে রাস্তায় চলে আসে। ফলে অসুবিধার মুখে পড়েন সাধারণ পথচলতি মানুষজন। যাতায়াত করাই তাদের পক্ষে দুঃসাধ্য হয়ে ওঠে। তারপর দীর্ঘ সময়ের জলবদ্ধতা, দুর্গন্ধ এগুলোতো আছেই। ফলে বর্ষাকালে কলকাতাবাসীর জীবন যেন নরক হয়ে ওঠে।

তাই এসব অসুবিধার কথা চিন্তা করে কলকাতার ড্রেনেজ সিস্টেমের ক্ষেত্রে নতুন প্রযুক্তি আনতে চলেছে কলকাতা পুরনিগম। অনেক সময় দেখা যায়, বাড়ির বাথরুম ও রান্নাঘরের জল সরাসরি গিয়ে ড্রেন দিয়ে গিয়ে নদীতে মিশছে। এতে জল দূষণের পরিমাণ দিন দিন বাড়ছে। তাছাড়া খাল-বিলের জল পচে গিয়ে এলাকায় দুর্গন্ধের সৃষ্টি করে। ফলবশতঃ অতিষ্ট হয়ে উঠছে জনজীবন।

এবার এই পরিস্থিতি থেকে শহরবাসীকে মুক্ত করার জন্য অভিনব উদ্যোগ নিল কলকাতা পুরসভা। কলকাতার ড্রেনেজ সিস্টেমে নতুন প্রযুক্তি আনার ক্ষেত্রে সাহায্য করতে চলেছে আইআইটি খড়গপুর। দেশের মধ্যে প্রথম এই প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানা যাচ্ছে। আইআইটির অধ্যাপক, প্রফেসর শীর্ষেন্দু দে জানিয়েছেন, এই নতুন ড্রেনেজ সিস্টেমে মানুষের দৈনন্দিন কাজে ব্যবহৃত জলকে ওয়াটার ট্রিটমেন্টের দ্বারা পরিশুদ্ধ করা হবে। তারপর সেই জল গাড়ি ধোয়া, গাছে দেওয়া ইত্যাদি কাজে ব্যবহার করতে পারবেন মানুষ। এর ফলে পানীয় জলের সংকট অনেকাংশ কমবে বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি গঙ্গা দূষণও অনেকাংশ কমানো যাবে বলে দাবি করছেন আইআইটির কর্তারা।

আরও পড়ুন: রাস্তায় গাড়ি নিয়ে রেষারেষি করলেই লাইসেন্স বাতিল হবে, কড়া বার্তা সরকারের

কলকাতা পুরসভা এক্ষেত্রে প্রথম যারা এধরনের উদ্যোগ নিতে চলেছে। এরা আইআইটির কাছ থেকে প্রজেক্টের পেটেন্ট নেবে। তবে রাজ্যের অন্যান্য পৌরসভা যদি এই প্রজেক্টে কাজ করতে চান তাহলে কলকাতা পুরসভার সাথে যোগাযোগ করতে হবে। এক্ষেত্রে উভয় দিকেরই লাভের সম্ভাবনা রয়েছে। এই ড্রেনেজ সিস্টেম ব্যবহার করতে চাইলে কলকাতা পুরসভার অনুমতি নিয়ে তবেই জয়েন্ট ভেঞ্চারে কাজ করা যাবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

বর্তমানে কলকাতার ড্রেনেজ সিস্টেম একদমই পরিবেশবান্ধব নয়। এক্ষেত্রে দূষিত জল সরাসরি খালে গিয়ে মিশছে, তারপর মিশছে নদীতে। ফলে জল দূষণ ঘটছে। পাশাপাশি গঙ্গার জলের দূষণের মাত্রাও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। যাতে দূষণের মাত্রা কমানো যায়, পাশাপাশি দূষিত জলকে পুনরায় ব্যবহার করা যায় তার জন্য আইআইটির সাথে যৌথ পরামর্শ করেছে কলকাতা পুরনিগম। তাই এবার থেকে ড্রেনেজ সিস্টেমে নতুন প্রযুক্তি আসতে চলেছে, বুধবার এমনটাই জানিয়েছেন কলকাতা পুরকর্তারা।

Exit mobile version