Ticket Reservation Rule: ট্রেনের কনফার্ম টিকিট কাটার ক্ষেত্রে জারি নতুন নিয়ম

Ticket Reservation Rule: ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ। এই দেশেরই কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে রেল পরিষেবা। সাধারণ নিম্নবিত্ত মানুষ হোক বা উচ্চবিত্ত দূরপাল্লার ভ্রমণে সব মানুষের প্রথম পছন্দ ভারতীয় রেল। ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাওয়া রেল পরিষেবার সিটও ভাগ করা হয় সাধারণ মানুষের সামর্থ্য অনুযায়ী এবং যা অন্য যেকোনো যানবাহনের তুলনায় সস্তা হয়। সাধারণত কোনো তারিখের টিকিট বুকিং উইন্ডো খুলে যায় তার তিন মাস আগেই তবে এই টিকিট বুকিং পদ্ধতিতে কিছু বদল আনা হয়েছে। এছাড়াও জরুরীকালীন অবস্থায় ট্রেন ভ্রমণের জন্যও থাকে তৎকাল টিকিটের ব্যবস্থা।

তবে বর্তমান সময়ে ভ্রমণ প্রিয় মানুষের হিড়িকের মাঝে প্রায়শই ট্রেনের কনফার্ম টিকিট পাওয়া মুশকিল হয়ে যায়। তখন ততকাল টিকিট কাটতে হয় যাত্রীদের। অনেক ট্রেনের ক্ষেত্রে দেখা যায় ট্রেনে গতকাল টিকিটও ফাঁকা থাকেনা। সেই সব সময়ে যাত্রীরা ভোগান্তির স্বীকার হন। সেই সব সমস্যার সমাধান করতে সামনে এলো নতুন নিয়ম (Ticket Reservation Rule)। এই নিয়ম মেনে টিকিট কাটলে নিশ্চিত টিকিট পাবেন যাত্রীরা।

ভারতীয় রেলের তরফে ততকাল টিকিট পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কিছু নতুন নিয়ম (Ticket Reservation Rule) আনা হয়েছে। এই ততকাল টিকিট পরিষেবা সেইসব যাত্রীরা নিয়ে থাকেন যারা স্বল্প দিনের ব্যবধানে যাত্রার সময় ঠিক করে থাকেন এবং সংশ্লিষ্ট ট্রেনে আর কোনো ফাঁকা সিট উপলব্ধ থাকেনা। এই পরিষেবার মাধ্যমে দ্রুত টিকিট বুক করতে পারেন যাত্রীরা তবে এর জন্য কিছু পরিমাণ অর্থ অতিরিক্ত ধার্য্য করা হতো যাত্রীদের থেকে।

আরো পড়ুন: সম্পত্তিতে পুত্র সন্তানের অধিকার নিয়ে নতুন আইন পাশ, জানুন কি কি শর্ত রয়েছে

নতুন নিয়মে (Ticket Reservation Rule) বলা হয়েছে ট্রেনের ততকাল টিকিট বুকিংয়ে যাত্রীদের সুবিধার জন্য পদ্ধতিটি আরও সহজ ও সরল করে দেওয়া হবে। তবে এর জন্য যাত্রীদের কিছু শর্ত এবং নিয়ম মেনে আবেদন করতে হবে। সাধারণত ট্রেনের ততকাল টিকিট অনলাইন এবং অফলাইন দুটি পদ্ধতিতেই কাটা যায়। এখনও এই সুযোগ অপরিবর্তিত রাখা হয়েছে।

যাত্রীরা যাত্রার একদিন আগে ততকাল টিকিট কাটতে পারেন। ততকাল টিকিটের বুকিংয়ের প্রক্রিয়া এখন আরও সহজ। জানা যাচ্ছে নতুন নিয়মে রিফান্ড অর্থাৎ টাকা ফেরত পাওয়ার নীতির পরিবর্তন হয়েছে। নতুন নিয়ম (Ticket Reservation Rule) অনুসারে ততকাল টিকিটে এবার আর রিফান্ড পাবেননা যাত্রীরা। তবে বিশেষ কিছু শর্তে পাওয়া যাবে রিফান্ড যার মধ্যে ট্রেন তিন ঘণ্টার বেশি দেরি করলে বা রুট বদল করলে দেওয়া হবে রিফান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *