New Tourism Guidelines: দুর্ঘটনা এড়াতে সিকিমে বিরাট কড়াকড়ি, জারি হলো নতুন পর্যটন নির্দেশিকা

New Tourism Guidelines: সম্প্রতি পাহাড়ে বেড়াতে গিয়ে একাধিক দুর্ঘটনার খবর উঠে এসেছে সংবাদ মাধ্যমে। প্রাণ গিয়েছে একাধিক পর্যটকের। বর্তমানে শীতের মরশুমে সাদা বরফে ঢাকতে চলেছে গোটা সিকিম। আর এই সময়েই বরফ উপভোগ করতে ভিড় জমায় পর্যটকরা। আর এই সময়েই বরফে ঢাকা রাস্তায় বারংবার দুর্ঘটনার সম্মুখীন হতে দেখা যায় পর্যটকদের।

এবার দুর্ঘটনা এড়াতে সিকিমে পর্যটকদের ঘোরানোর গাড়িগুলোর নিরাপত্তার কথা ভেবে আরও কঠোর ব্যবস্থার পথে হাঁটছে গ্যাংটক পুলিশ। শীতের মরশুমে পর্যটকদের সংখ্যা যখন বাড়তে শুরু করেছে তখনই আরও সতর্ক পদক্ষেপ নিল প্রশাসন। এর জন্য গাড়িগুলোতে অবশ্যই থাকতে হবে বরফ সরানোর সামগ্রী। বরফে ঢাকা পথেও যাতে গাড়ি নিরাপদে থাকে সেই জন্য চাকার সাথে শিকল রাখতে হবে। জারি করা হয়েছে নির্দেশিকা (New Tourism Guidelines)।

সিকিমে বেড়াতে গিয়ে পাহাড়ি প্রতিকূলতায় পড়া পর্যটকদের ক্ষেত্রে অস্বাভাবিক নয়। প্রায়শই এমন ঘটনার কথা সামনে আসে। অনেক সময় অতিরিক্ত বরফ জমার কারণে রাস্তার মাঝেই যাত্রীসহ আটকে পড়ে গাড়ি। সেক্ষেত্রে তাদের উদ্ধার ছুটে আসতে হয় সেনাদের। এই ঘটনা নতুন নয়। চলতি শীতেও বাড়ছে সিকিমের পর্যটক সংখ্যা। তাই যেকোনো রকম দুর্ঘটনা এড়িয়ে যেতেই আগাম সতর্কতা (New Tourism Guidelines) জারি করছে গ্যাংটক পুলিশ।

আরো পড়ুন: বছর শেষে ভ্রমণের তোড়জোড়, শীতেই ঘুরে আসুন সেরা এই তিন জায়গা থেকে

এবার পর্যটকদের ঘোরানোর জন্য যেসব গাড়ি থাকবে তার প্রতিটিতেই রাখতে হবে বেলচা। যাতে রাস্তার মাঝে কোথাও বরফ জমলে কিংকর্তব্যবিমূঢ় না হয়ে বেলচার সাহায্যে ওই গাড়ির যাত্রীরা বরফ কাটার কাজে হাত লাগাতে পারে। অনেক সময় সিকিমের বরফ জমা পিচ্ছিল রাস্তায় গাড়ি চালানো বিপদজনক হয়ে ওঠে। গাড়ি পিছলে পাহাড়ি খাদে গড়িয়ে যেতে পারে। এই ধরনের দুর্ঘটনা এড়িয়ে যেতে গাড়িগুলোতে বাধ্যতামূলক ভাবে চাকার শিকল রাখতে হবে। কারণ গাড়ির চাকায় শিকল বাঁধা থাকলে পাহাড়ি রাস্তায় পিছলে যাওয়ার ভয় থাকেনা।

অন্যদিকে নাথুলা যাওয়ার পথেও পর্যটকদের বহনকারী গাড়িগুলো সমস্ত নিয়ম মানছে কিনা তার জন্যও নজরদারি চালানো হবে শেরথাং চেক পোস্টে। এছাড়াও গাড়িগুলি নাথুলার উদ্দেশ্যে কখন যাচ্ছে, কখন আসছে সেই দিকেও রাখা হচ্ছে নিয়ম (New Tourism Guidelines)। এছাড়াও সিকিম বেড়ানোর ক্ষেত্রে নিয়ম করা হয়েছে সকাল ১০টার আগে তিন মাইল চেক পোস্ট পার করতে হবে এবং বিকেল ৫টার মধ্যে ফিরেও আসতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *