Site icon লোকাল সংবাদ

দোলের বাজার মাতাচ্ছে নতুন ধরনের আবির সিলিন্ডার

আবির সিলিন্ডার

প্রতিনিধত্বমুলক

বড়বাজারের অলিগলি ভর্তি রং, আবির, পিচকারির দোকান। উপচে পড়া ভিড়, তার মাঝেই সবার মুখে একটাই নাম, সিলিন্ডার! তবে এটা রান্নার গ্যাস সিলিন্ডার নয়, বরং এবারের দোল উৎসবের বাজারে সবচেয়ে আলোচিত নতুন ট্রেন্ড। দেখতে অনেকটা অগ্নিনির্বাপক যন্ত্রের মতো, কিন্তু ভেতরে গ্যাসের বদলে ঠাসা রং! মুখ খুলে স্প্রে করলেই হু হু করে উড়ে আসবে আবিরের ঝড়।

কী আছে এই বিশেষ আবির সিলিন্ডারে?

বাজারে বিভিন্ন সাইজের সিলিন্ডার পাওয়া যাচ্ছে- ২ কেজি, ৪ কেজি, ৬ কেজি ইত্যাদি। দাম শুরু ৭০০ টাকা থেকে, বড় সিলিন্ডারের ক্ষেত্রে তা বেড়ে ১৪০০ টাকা পর্যন্ত পৌঁছাচ্ছে। সিলিন্ডারে থাকা আবিরের গুণমান অনুযায়ী দাম ওঠানামা করছে। কলকাতার বাজারে এই ধরনের সিলিন্ডার এবারই প্রথম এসেছে, যা মূলত ভিনরাজ্য থেকে আমদানি করা হয়েছে। বড়বাজারের পাইকারি দোকানগুলো থেকেই ব্যবসায়ীরা এগুলো কিনে নিচ্ছেন এবং পরে খুচরো বাজারে দ্বিগুণ দামে বিক্রি করছেন।

আরও কী চলছে দোলের বাজারে?

সিলিন্ডার ছাড়াও এবার বাজার মাতাচ্ছে ভিন্নধর্মী পিচকারি। সাপের বিন বাঁশির মতো দেখতে পিচকারি, জনপ্রিয় সিনেমা থেকে অনুপ্রাণিত “পুষ্পা ২” এবং “কুম্ভমেলা” লেখা পিচকারিগুলো দেদার বিকোচ্ছে। পাইকারি বাজারে এদের দাম ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে, কিন্তু খুচরো বাজারে দাম অনেক বেশি। এছাড়াও গত বছরের মতো এবারও বাজারে রয়েছে ওয়ান শাটার, মাউজার, একে-৪৭ পিচকারি, যা মূলত শিশুদের পছন্দের তালিকায় রয়েছে। বিক্রেতারা জানাচ্ছেন, এবার বিশেষত পুষ্পা ২ এবং কুম্ভমেলা পিচকারি-র চাহিদা সবচেয়ে বেশি। বাজারে এসেই প্রায় শেষের পথে এগুলো।

আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার লিক হয়েছে? অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলি, ঘটবে না বিস্ফোরণ

আবির সিলিন্ডারের চাহিদা কেন এত বেশি?

এই নতুন ধরনের আবির স্প্রে সিলিন্ডার মূলত একটু বিত্তবান ক্রেতারাই কিনছেন, কারণ এর দাম সাধারণ আবিরের তুলনায় অনেক বেশি। বিশেষত বিভিন্ন ক্লাব, কমিটি বা আবাসনের দোল উৎসবে এই সিলিন্ডারের ব্যবহার বেশি দেখা যাচ্ছে। সাধারণ পিচকারি বা আবির ছিটানোর ঝামেলা নেই, শুধু স্প্রে করলেই চারপাশে রঙের মেঘ তৈরি হয়ে যাবে!

বড়বাজারের দোলের বাজার এবার এক নতুন মাত্রা পেয়েছে। রং, আবির, পিচকারি তো রয়েছেই, কিন্তু এবারের মূল আকর্ষণ গ্যাস সিলিন্ডারের মতো দেখতে এই নতুন আবির স্প্রে সিলিন্ডার। দাম একটু বেশি হলেও চাহিদা তুঙ্গে। পাশাপাশি, পুষ্পা ২, কুম্ভমেলা লেখা পিচকারিও বিকোচ্ছে রেকর্ড হারে। এখন দেখার বিষয়, এই নতুন ট্রেন্ড কতদিন পর্যন্ত মানুষের আগ্রহ ধরে রাখতে পারে!

Exit mobile version