New Years Eve Security: বর্ষবরণ মানেই পুরানো সব ভুলে নতুন ভাবে নতুন বছর শুরু করা। বর্ষবরণ মানেই বন্ধু ও পরিবারের সাথে সীমাহীন আনন্দ। এইদিন মানুষের মধ্যে ট্রাফিক আইন ভাঙার প্রবণতা দেখা যায় কলকাতার রাস্তায়। আর সেই জন্য নতুন বছর বরণ করে নিতে বেপরোয়া হয়ে নিজের এবং অন্যের জন্য বিপদ ডেকে আনেন। নতুন বছরকে আমন্ত্রণ জানাতে কোনো নিয়ম ভাঙ্গা উচিত নয় সেই কথাই এদিন মনে করিয়ে দিলেন কলকাতার নগরপাল। এদিন একটি সাংবাদিক বৈঠকে কলকাতার নগরপাল মনোজ ভার্মা জানান কলকাতা পুলিশের নজর রয়েছে সব দিকেই। এইসব বিষয়ে ধরা পড়লে জেলে ভরা হবে বলেও জানান।
একটি সাংবাদিক বৈঠকে মনোজ বাবু জানান এবার বর্ষ বরণের রাতের নিরাপত্তা (New Years Eve Security) রক্ষার ক্ষেত্রে চূড়ান্ত সতর্ক রয়েছে কলকাতা পুলিশ। পার্ক স্ট্রিট সহ কলকাতার একাধিক হট স্পট রাস্তায় সাদা পোশাকে টহল দেবে পুলিশ। সঙ্গে একই ভাবে থাকবেন মহিলা পুলিশকর্মীরাও। উত্যক্ত করার চেষ্টা করলেই যেতে হবে শ্রীঘরে। নগরপাল এদিন স্পষ্ট জানিয়েছেন বেচাল হলেই ভরা হবে জেলে।
কোনো রকম ছাড় দেওয়া হবেনা কাউকে। এর আগে বড়দিনের মরসুমেও রাস্তায় অতিরিক্ত পুলিশ পরিষেবা দিয়ে ব্রিশৃঙ্খলা নিয়ন্ত্রণে এনেছিল কলকাতা পুলিশ। সূত্রের খবর সেদিন সর্বমোট ১৯৪৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয় লালবাজার। নিউ ইয়ার ইভের নিরাপত্তার (New Years Eve Security) জন্যও থাকবে একই রকম কড়া নজর। বেচাল দেখলেই পদক্ষেপ নেবে পুলিশ ও প্রশাসন।
আরো পড়ুন: নতুন বছরে নতুন ভাবে সেজে উঠছে হাওড়া স্টেশন, আসছে একাধিক বদল
এদিন মনোজ ভার্মা জানিয়েছেন বর্ষবরণের রাতে ক্লাব, হোটেল, নদীর পাড় এসব জায়গায় বিভিন্ন উৎসবের আয়োজন হয়। এসব এলাকাতেই থাকে ভিড়। আর সেই জন্যই এইসব এলাকায় মজুত করা হবে প্রচুর পুলিশ। বর্ষবরণের রাতে বিশেষত নজর দেওয়া হবে মহিলাদের নিরাপত্তার (New Years Eve Security) উপর। মহিলাদের উত্যক্ত করলে, মস্তানি করলে, বেনিয়ম হলে, মত্ত অবস্থায় গাড়ি চালালেই পুলিশের গাড়িতে তোলা হবে।
কিছুদিন আগেই পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে গ্রেফতার করা হয় এক বাংলাদেশিকে। চোরা পথে ভারতে প্রবেশ করে ওই ব্যক্তি। এই দেশের বেশ কিছু নথি বেআইনি ভাবে বানিয়ে এদেশে থাকছিল বলে অভিযোগ। তাই এরকম যে আরও কেউ থাকতে পারে বা হয়তো মানুষের ভিড়েই গা ঢাকা দিয়ে রয়েছে এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছেনা। আবার তাদের যে কোনো অসৎ উদ্দেশ্য নেই এই বিষয়েও নিশ্চিত কিছু বলা যাচ্ছেনা। আর সেই জন্যই বর্ষবরণের রাতে আঁটোসাঁটো নিরাপত্তার (New Years Eve Security) মোড়ক রাখতে চাইছে কলকাতার নগরপাল।