Nil Sasthi Puja 2025: আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তবে ভিন্ন উৎসব বা পার্বণের রয়েছে ভিন্ন নিয়মরীতি। বেশ কিছু উৎসবে পুরুষ-মহিলা উভয়েই ব্রত করেন। আবার কিছু কিছু ব্রত রয়েছে যেগুলো শুধুমাত্র মহিলারাই করেন। তার মধ্যে অন্যতম একটি ব্রত হল ষষ্ঠী। যা মূলত সন্তানদের মঙ্গল কামনার্থে প্রতি মায়েরা করে থাকেন। সেই অনুযায়ী চলতি বছরে নীলষষ্ঠী ব্রত কবে পড়েছে? ব্রত পালনের শুভ সময় কোনটি? সন্তানদের মঙ্গলের জন্য এই ব্রত কিভাবে পালন করা উচিত? তাই জানানো হয়েছে এই প্রতিবেদনে।
প্রসঙ্গত ষষ্ঠী অনেক উৎসবেই পালিত হয় যেমন দুর্গা ষষ্ঠী, অশোক ষষ্ঠী। তেমনি আরও একটি বিশেষ সৃষ্টি হল নীলষষ্ঠী (Nil Sasthi Puja 2025)। যা প্রতি বছর চৈত্র মাসে বাসন্তী পূজা, অন্নপূর্ণা পূজা, রামনবমী উৎসবের পরে পালিত হয়। বিশেষত চৈত্র মাসের শেষের দিকে অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে এই ব্রত পালন করেন প্রতি বাড়ির গৃহবধূরা। তবে এই ব্রত ২০২৫ সালে কবে পড়েছে বা এই ব্রত পালন করার সঠিক সময় কোনটি? সেই নিয়ে অনেকেরই মনে সংশয় উঠেছে। সেই সংশয় কাটাতেই পরিষ্কারভাবে জানানো হয়েছে নীলষষ্ঠী ব্রতর নির্ঘণ্ট। তাই চলুন সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক।
পঞ্জিকা মতে, চলতি বছর অর্থাৎ ২০২৫ সালে নীলষষ্ঠী ব্রত (Nil Sasthi Puja 2025) পড়েছে ১৩ই এপ্রিল রবিবার। অন্যদিকে বাংলা সন ১৪৩১ সালের চৈত্র মাসের ৩০ তারিখে এই ব্রত পালিত হবে। এই ব্রত উপলক্ষে সন্তানদের শুভকামনায় মহিলারা নির্জলা উপোস করেন। সন্ধ্যায় নীলপূজা করে অর্থাৎ শিবলিঙ্গে জল ঢেলে উপোস ভাঙ্গেন মহিলারা। শিশুদের মঙ্গলকামনার্থে এইদিন শিবলিঙ্গে ঘি-মধু, গঙ্গাজল, দুধ, দই ফুল, ফল, বেলপাতা, পৈতে সমস্ত পুজোর উপকরণ দিয়ে ভক্তিভরে শিবলিঙ্গে জল ঢালতে হয়। তারপর সন্তানদের মঙ্গল কামনায় বাবা মহাদেবের কাছে মনস্কামনা জানিয়ে বাবার প্রসাদ গ্রহণ করে উপোস ভঙ্গ করতে হয়।
তবে নীলষষ্ঠী ব্রততে খাওয়ার নির্দিষ্ট কোনো নিয়ম নেই। অনেকেই নীলষষ্ঠী ব্রত (Nil Sasthi Puja 2025) করে ঠাকুরের প্রসাদ খেয়ে উপোস ভেঙে খাবার হিসেবে সাবু, ফল, দুই খান। আবার অনেকে এদিন উপোসের পর রাতের বেলা লুচি-পরোটা, তরকারি নিরামিষ খাবার গ্রহণ করেন। কিন্তু জানেন কি কেন সন্তানদের মঙ্গল কামনায় এই নীলষষ্ঠী ব্রত পালন করা হয়? জেনে নিন পৌরাণিক কাহিনী।
আরও পড়ুন: কুম্ভ রাশিতে বুধ উদয়, এই ৪ রাশির জাতক-জাতিকারা প্রভূত লাভ করবেন
কম-বেশি প্রতি পূজা অর্চনারই বিভিন্ন মাহাত্ম্য রয়েছে। তেমনি নীলষষ্ঠী ব্রত (Nil Sasthi Puja 2025) নিয়েও রয়েছে পৌরাণিক মাহাত্ম্য। কারো কারো মুখে শোনা যায় দক্ষযজ্ঞে পার্বতীর দেহত্যাগের পর রাজার বিলম্বনে আবির্ভূত হন নীলধ্বজ। তারপর তিনি সতীকে কন্যা স্নেহে লালন পালন করেন। তাঁকে লালন পালন করে পুনরায় আবার শিবের সাথে বিবাহ দেন। তারপরে বাসর ঘরে মৃত্যু ঘটে তাঁর। যা দেখে হতাশ হয়ে পড়েন শিব-পার্বতী। সেই কারণেই ওই দিনটিতে নীলষষ্ঠী ব্রত পালন করা হয়।
অন্যদিকে আবার কথিত রয়েছে পুরানে এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী বসবাস করতেন। কিন্তু তাদের সন্তানদের অকালে মৃত্যু ঘটত। সেই শোকে তারা একদিন কান্নাকাটি করছিলেন কাশির গঙ্গাঘাটে। আর সেখানেই ব্রাহ্মণী রূপে তাদের কাছে মা ষষ্ঠী আবিভূত হয়ে চৈত্র মাসে সংক্রান্তিতে নীলষষ্ঠী (Nil Sasthi Puja 2025) করতে বলেন। আর সেই কথামতোই চৈত্র মাসে নীলষষ্ঠী ব্রত পালন করেন সেই ব্রাহ্মণ-ব্রাহ্মণী। তারপর থেকেই তাদের সন্তানদের আর কোনো ক্ষতি হয়নি। সেই তথ্যমতেই আজও সন্তানদের মঙ্গল কামনায় এই নীলষষ্ঠী ব্রত পালন করে আসছেন বহু হিন্দু মহিলারা।