Nissan Magnite: নতুন গাড়ি কিনবেন, নিশান ম্যাগনাইট নিয়ে এসেছে দুর্দান্ত অফার

Nissan Magnite: নিশান ম্যাগনাইট নিয়ে ক্রেতাদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। গাড়িটি কেনার জন্য ক্রমশই ভিড় বাড়ছে ক্রেতাদের। এই উৎসবের আবহে গাড়িটি নিয়ে এসেছে গ্রাহকদের জন্য আকর্ষণীয় একাধিক অফার। গোটা দেশ এখন মেতে রয়েছে উৎসবে আর এই সময়ে কেনাকাটা স্বাভাবিকভাবেই একটু বেশি হয়। বহু মানুষ এই বিশেষ সময় বাড়িতে আনতে চায় নতুন বাহন। এই সুযোগকে কাজে লাগিয়ে গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলো গ্রাহকদের জন্য আনে বিভিন্নরকম অফার। সেরকমই পুজোর সময় গ্রাহকদের জন্য বড় ডিসকাউন্ট দিচ্ছে গাড়ি প্রস্তুতকারক সংস্থা নিশান। তাদের নিশান ম্যাগনাইট মডেলটিতে পাওয়া যাবে লক্ষাধিক টাকা ছাড়।

চলতি মাসেই যদি আপনি পরিকল্পনা করে থাকেন নতুন গাড়ি কিনবেন তাহলে নিশান ম্যাগনাইট (Nissan Magnite) ফেস লিফট ভার্সন ঘরে নিয়ে আসুন যা একেবারে নতুন এসেছে মার্কেটে। সেপ্টেম্বর মাস থেকেই নানারকম অফার দিচ্ছে এই গাড়ি প্রস্তুতকারক সংস্থাটি। শুধুমাত্র ক্যাশ বেনিফিট নয়, থাকবে ফ্রি অ্যাক্সেসরিজ, এক্সচেঞ্জ বোনাস, এমনকি কর্পোরেট ডিসকাউন্টও। আজকের প্রতিবেদনে বিস্তারিতভাবে জানতে পারবেন নিশান ম্যাগনাইটের কোন ভেরিয়েন্টের জন্য কত টাকা ছাড় দেওয়া হচ্ছে।

নিশান ম্যাগনাইটের (Nissan Magnite) টার্বো চার্জ ভেরিয়েন্টে গ্রাহকরা পেয়ে যাবে প্রায় ৬০ হাজার টাকা পর্যন্ত ছাড়। এর মধ্যে থাকবে ৫০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট, ৫০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস এবং ৫০০০ টাকার ফ্রি এক্সাসারিজও। বাকি ৪৫ হাজার টাকার ক্যাশ রিফান্ড পাওয়া যাবে। পাশাপাশি নিশানের নন টার্বো চার্জড মডেলটির ক্ষেত্রে এক লক্ষ টাকা পর্যন্ত বেনিফিট পাওয়া যাবে। এতে থাকছে ৭৫ হাজার টাকার ক্যাশ বেনিফিট। এছাড়া ১০ হাজার টাকার কর্পোরেট ডিসকাউন্ট অফার। ম্যানুয়াল ভেরিয়েন্টের ক্ষেত্রে ১০০০০ টাকার অটোমেটিক ট্রিম এবং ১৫০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট অফার থাকবে গাড়িটিতে।

আরো পড়ুন: বাজার কাঁপাতে এলো iQOO13! ছবি হবে ঝাঁ চকচকে, সাথে ১২০W ফাস্ট চার্জিং

নিশান কোম্পানির টার্বো ভেরিয়েন্টের ম্যানুয়াল ট্রিমের ক্ষেত্রেও ১ লক্ষ টাকা পর্যন্ত ছাড় থাকছে। এর মধ্যে ৭৫ হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস, ১৫ হাজার টাকার ক্যাশ বেনিফিট এবং ২৫ হাজার টাকার লয়ালিটি বোনাসও দেওয়া হবে। নিশান ম্যাগনাইটের একাধিক ভেরিয়েন্টে যেসব লোভনীয় অফার দিচ্ছে তা গ্রাহকদের আকৃষ্ট করার জন্য যথেষ্ট। কোথাও ৫০০০০ তো কোথাও ১ লাখেরও বেশি বোনাস পাওয়া যাচ্ছে।

অনেকেই হয়তো জানেন না যে এলাকাভেদে গাড়ির দাম পরিবর্তন হয়। অর্থাৎ বিভিন্ন রাজ্যে গাড়ির দাম বিভিন্ন হতে পারে। জানলে অবাক হয়ে যাবেন, রাজ্যের অন্তর্গত প্রতিটা শহর, অঞ্চল বা পিন নম্বর ভেদেও গাড়ির দামের ক্ষেত্রে বিভিন্নতা লক্ষ্য করা যায়। এমনকি ডিলারশিপের উপর নির্ভর করেও দামের পার্থক্য হয়। এই গাড়িতে ডিসকাউন্ট এর ক্ষেত্রে একেক জায়গায় একেক রকম অফার থাকে। এই প্রতিবেদনটিতে যে ডিসকাউন্টের কথা উল্লেখ করা আছে সারা দেশে যে একই রকম থাকবে তার কোন মানে নেই। যদি এই গাড়ি কিনতে চান তাহলে নিকটবর্তী শোরুমে যোগাযোগ করলেই জানতে পারবেন নিশান ম্যাগনাইটের (Nissan Magnite) কোন ভেরিয়েন্টে কি অফার দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *