OTP: ওটিপির দিন শেষ, চালু হচ্ছে নতুন নিয়ম। ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমান যুগে ওটিপি ছাড়া প্রায় কিছুই হয় না। অনলাইন শপিং হোক বা গাড়ি বুক করা হোক বা কোন খাবারের অর্ডার করাই হোক ওটিপি সর্বত্র প্রয়োজন। শুধু তাই নয়, যে কোন রকম মোবাইল অ্যাপ ব্যবহার করতে গেলেও ফোনে ওটিপি আসে। এমন কি ব্যাংকিং ক্ষেত্রেও প্রয়োজন পড়ে এই পাসওয়ার্ডের। কিন্তু এই ওটিপি নিয়ে অনেক সমস্যায়ও পড়তে হয় সাধারণ মানুষকে। তাই নতুন নিয়ম প্রচলন করল টেলিকম সংস্থাগুলি।
সাধারণ মানুষের ব্যক্তি সুরক্ষার কথা চিন্তা করেই চালু করা হয়েছিল ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি (OTP)। কিন্তু সেটাকেই এখন অসৎ পথে ব্যবহার করছে বেশ কিছু মানুষ। এই ওটিপির জন্যই সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। ব্যাংক জালিয়াতি থেকে শুরু করে আরো একাধিক ঘটনা ওটিপির মাধ্যমে ঘটে যাচ্ছে। হচ্ছে হাজার হাজার বেআইনি কাজ। এই সমস্ত প্রতারণামূলক বা জালিয়াতির কাজগুলিকে রুখতে নতুন উদ্যোগ নিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই।
ট্রাই এর তরফ থেকে প্রত্যেকটি টেলিকম সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে এখন থেকে অনলাইন অ্যাপ অথবা ব্যাংকিং সংক্রান্ত যেকোনো ওটিপি (OTP) ট্রেস করতে হবে। যাতে প্রতারণার সাথে যুক্ত কোন ওটিপি গ্রাহকের কাছে পৌঁছানোর আগেই তা আটকে দেওয়া যায়। এই কাজ করতে বাধ্য থাকবে প্রত্যেকটি টেলিকম সংস্থা। ব্যাংক সহ প্রতিটি ই-কমার্স সাইট থেকে পাঠানো মেসেজ ট্রেস করা হবে টেলিকম সংস্থাগুলির সাহায্যে। যদি কোন মেসেজ প্রতারণামূলক মেসেজ হিসেবে চিহ্নিত হয়, তাহলে সাথে সাথে সেই মেসেজটিকে ব্লক করে দেওয়া হবে সরাসরি সংস্থার পক্ষ থেকে।
আরো পড়ুন: ভারতীয় রেলে মদ নিয়ে উঠতে চাইলে জেনে নিন রেলের এই নিয়মগুলো
কিন্তু এখানেও দেখা দিচ্ছে দ্বন্দ্ব। ট্রাই এর এই নির্দেশ মানতে নারাজ বহু টেলিকম অপারেটর। যার ফলে দেখা দিতে পারে ওটিপি (OTP) সংক্রান্ত সমস্যা। ট্রাই এর পক্ষ থেকে অনেকদিন আগেই পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছিল পহেলা নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করা হবে। যদি কোন টেলিকম সংস্থা এই নিয়ম না মানে তবে ওটিপি সংক্রান্ত পরিসেবা বন্ধ করে দেওয়া হবে সেই টেলিকম সংস্থাটির জন্য। সেই নির্দেশ অনুযায়ী যদি কোন টেলিকম সংস্থা এই নির্দেশ না মানে তাহলে ফোনে ওটিপি মেসেজ আসা নিয়ে সমস্যা দেখা দিতে পারে।
ট্রাই এর পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে পহেলা নভেম্বর ২০২৪ থেকেই এই নতুন নিয়ম চালু করতে হবে। টেলিকম সংস্থাগুলি এই নিয়ম মেনে নিয়েছে। ট্রাই এর নির্দেশ অনুযায়ী তারা কাজ করতে প্রস্তুত। কিন্তু সমস্যা করছে টেলি মার্কেটিং সংস্থাগুলি। তারা আরো দু মাস সময় চেয়েছে ট্রাই এর কাছে। কিন্তু ট্রাই এর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সদউত্তর দেওয়া হয়নি এ বিষয়ে। তাই পহেলা নভেম্বর থেকে ফোনে আদৌ কোন ওটিপি (OTP) আসবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিচ্ছে। ট্রাই এর এই নতুন উদ্যোগের মাধ্যমে ওটিপি সংক্রান্ত জালিয়াতির সংখ্যা কিছুটা হলেও কমবে, উপকৃত হবে সাধারণ মানুষ এমনটাই মনে করছে বিশেষজ্ঞরাও।