Noel Tata: ঘোষণা করা হলো টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যানের নাম, সম্পর্কে তিনি রতন টাটার সৎ ভাই। মাত্র দুদিন আগেই ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকগমন করেছেন টাটা ট্রাস্টের চেয়ারম্যান রতন টাটা। তার মৃত্যুতে শোক স্তব্ধ সকল ভারতীয়। তার মৃত্যুর কারণে টাটা ট্রাস্টের চেয়ারম্যানের পদটি শূন্য ছিল। তার মৃত্যুর দুদিনের মাথায় নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করল সংস্থা। বর্তমানে টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন রতন টাটার সৎ ভাই নোয়েল টাটা (Noel Tata)।
অন্যতম ভারতীয় বিজনেস আইকন রতন টাটা। মাত্র কিছুদিন আগেই অর্থাৎ ৯ই অক্টোবর ২০২৪ এ পরলোক গমন করেছেন তিনি। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তার মৃত্যুর ঠিক দুদিন পর অর্থাৎ ১১ই অক্টোবর টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নোয়েল টাটা (Noel Tata)। নতুন চেয়ারম্যানের নেতৃত্বে টাটা ট্রাস্টের কাজ আগের মতই সুষ্ঠুভাবে এগিয়ে চলবে এমনটাই মনে করছে কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের মতে নোয়েল টাটার মধ্যে একটি সংস্থাকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার দক্ষতা রয়েছে। টাটা ট্রাস্টের সদস্যরা বলেন, নোয়েল টাটা যথেষ্ট বিচক্ষণ এবং ভালো মানুষ। তার নেতৃত্বে টাটা ট্রাস্টের কাজ অবশ্যই সুষ্ঠুভাবে এগিয়ে চলবে একটি ব্যবসাকে লাভজনকভাবে এগিয়ে নিয়ে চলতে যা যা প্রয়োজন সব কটি গুণই রয়েছে নোয়েল টাটার (Noel Tata) মধ্যেও। তিনি সংস্থাটিকে আরও উচ্চতার শিখরে পৌঁছে দিতে পারবেন, ব্যবসায়িক পদ্ধতিতে নতুন ধরন সংযোজিতো করতে পারবেন।
আরো পড়ুন: শোকের ছায়া ভারতীয় শিল্পজগতে! আবারো হারিয়ে গেল ভারতের এক উজ্জ্বলতম নক্ষত্র
হঠাৎ করেই সম্পূর্ণ সংস্থার দায়িত্ব নোয়েল টাটাকে (Noel Tata) দিয়ে দেওয়া হয়েছে বিষয়টা এমন নয়। এর আগেও টাটা ট্রাস্টের বিভিন্ন ক্ষেত্রে নিজের কর্ম ক্ষমতা প্রমাণ করেছেন তিনি। ২০১০ সালে টাটা ইন্টারন্যাশনাল লিমিটেডের সাথে যুক্ত হয়েছিলেন তিনি। এরপর ২০২১ সাল পর্যন্ত সেই বিভাগে কাজও করেছেন। মাত্র ৫০ কোটি ডলার মূলধন নিয়ে যে সংস্থা কাজ শুরু করেছিল নোয়েল টাটার কর্মদক্ষতায় আচমকাই তার মূলধন বেড়ে হয়ে যায় ৩০০ কোটি ডলার। মাঝে ২০১৪ সালে তিনি যুক্ত হন ট্রেন্টস লিমিটেডের চেয়ারম্যান হিসেবে। সেখানেও তার দক্ষতা প্রকাশ করেছেন তিনি। শেষ এক বছরে নোয়েল টেটার হাত ধরে এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে প্রায় ছয় হাজার শতাংশ।
সম্পর্কে নোয়েল টাটা (Noel Tata) রতন টাটার সৎ ভাই। রতন টাটা এবং নোয়েল টাটার বাবা ছিলেন নাভাল টাটা। তার দ্বিতীয় পক্ষের সন্তান নোয়েল টাটা। তার বর্তমান বয়স ৬৭ বছর। তার তিনটি সন্তান মায়া, নেভিল এবং লিয়া। টাটা গোষ্ঠির বিভিন্ন বিভাগে ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে নাম রয়েছে তাদেরও। উত্তরাধিকার সূত্রে রতন টাটার পর টাটা ট্রাস্টের চেয়ারম্যান হওয়ার লড়াইয়ে ছিলেন অনেকেই। কিন্তু তাদের মধ্যে কিছুটা এগিয়েছিলেন নোয়েল টাটা। কারণ তিনি স্যার রতন টাটা ট্রাস্ট এবং স্যার দোরাবজি টাটা ট্রাস্টের অন্যতম সদস্য। শেষমেষ সকলকে পিছনে ফেলে টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন নোয়েল টাটা।