Data Entry Operator:পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ভূমি দপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছেন সম্প্রতি। হ্যাঁ পশ্চিমবঙ্গ ভূমি দপ্তরের গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে। এই পদে আবেদনকারী প্রার্থীরা সরকারি সুযোগ সুবিধা পেলেও এই পদগুলি কিন্তু মূলত চুক্তিভিত্তিক। তাই এই পদগুলিতে যে সকল ব্যক্তিরা নিযুক্ত হবেন তারা মাসিক বেতন পেয়ে তিন বছরের জন্য কাজ করতে পারবেন। তবে এক্ষেত্রে একটি কথা উল্লেখযোগ্য সেটা হলো মাসিক বেতনের সঙ্গে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন তারা।
ভূমি দপ্তরের গ্রুপ সি বিভাগের এই পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator)। এই পদে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই স্বীকৃত একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী পাশ করতে হবে , এছাড়া কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে ন্যূনতম ৬ মাসের সার্টিফিকেট কোর্স থাকতে হবে। গ্রাজুয়েশন পরীক্ষায় ৬০ শতাংশ বা তার অধিক নম্বর পেতে হবে। এই পদে আবেদনের জন্য বয়স হতে হবে ১/০১/২০২৫ তারিখ অনুযায়ী ২১ থেকে ৪৫ বছরের মধ্যে।
ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) পদের মাসিক বেতন ১৩০০০ টাকা। সরকার পরবর্তীতে প্রয়োজন মনে করলে বেতন বৃদ্ধি হতে পারেন। এছাড়া নানান রকম সুযোগ সুবিধা পাওয়া যাবে এই পদের ক্ষেত্রে। www.purbamedinipur.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্র পূরণ করতে হবে। ১৫/০১/২০২৫ তারিখের মধ্যে আবেদন করতে হবে। আবেদন করার আগে অবশ্যই বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিতে হবে।
আরো পড়ুন: কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে শিক্ষকতার সুযোগ, জানুন আবেদন পদ্ধতি
ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) পদে নিয়োগ প্রক্রিয়াটি তিনটি ভাগে হবে। প্রথমে একটি লিখিত পরীক্ষা হবে ৫০ নম্বরের। এরপর এই পরীক্ষায় উত্তীর্ণ হলে একটি কম্পিউটার পরীক্ষা নেওয়া হবে। কম্পিউটার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের একটি ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে হবে। ইন্টারভিউয়ের পর যোগ্যতম প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) পদের লিখিত পরীক্ষাটি হবে ৯/০২/২০২৫ তারিখ। তার জন্য জানুয়ারির ১৫ তারিখের মধ্যে আবেদন শেষ করতে হবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ভূমি দপ্তরে কর্মী নিয়োগের এই গুরুত্বপূর্ণ সুযোগ চাকরি প্রার্থীরা কখনই হাতছাড়া করতে চাইবেন না। এই পদের নিয়োগ সংক্রান্ত অন্য কোন তথ্য পেতে চাইলে প্রার্থীরা 03228-263070/127 নং এ যোগাযোগ করতে পারেন।