SSC Teacher Recruitment: আদাতলের নির্দেশে দীর্ঘদিন ধরে আটকে থাকা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আবার বেগ পেতে শুরু করেছে। প্রথম দফায় শেষ হয়েছে কাউন্সেলিং পদ্ধতি। এই পর্বের সফল প্রার্থীদের জন্য শুরু হতে চলেছে দ্বিতীয় পর্বের কাউন্সেলিং প্রক্রিয়া। আর এরপরই রাজ্যের মোট ১৪০৫২টি শূন্যপদে শিক্ষক নিয়োগ হবে বলে জানা যাচ্ছে।
উচ্চ প্রাথমিক ক্ষেত্রে শিক্ষকদের মাসিক বেতন ৩৩ হাজার ৪০০ টাকা। এর উপর ১৪% ডিএ বরাদ্দ থাকায় আলাদা করে পাওয়া যাবে ৪৬৭৬ টাকা। এছাড়া ১২% হাউজ রেন্ট হিসেবে আলাদা করে ৪০০৮ টাকা এবং মেডিক্যাল আলাউন্সেস হিসেবে অতিরিক্ত ৫০০ টাকা পাওয়া যায়। এর থেকে ২০০ টাকা প্রোফেশনাল ট্যাক্স কাটা হয়। এই সব হিসেব মিলিয়ে এবং বাদ দিয়ে উচ্চ প্রাথমিক শিক্ষকরা (SSC Teacher Recruitment) প্রতি মাসে ৪২ হাজার ৩৮৪ টাকা বেতন পাবেন।
বলে রাখা ভালো এবার উচ্চ প্রাথমিকে মোট ৮৯৫০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন মেধা (SSC Teacher Recruitment) তালিকায়। এছাড়াও নথি পত্রের গোলযোগের কারণে ৯৬ জন প্রার্থী বাদ পড়েন তালিকা থেকে। এর সাথে স্পেশাল পারমিশন পাওয়া ১০ জন প্রার্থী রয়েছেন। এছাড়াও ওয়েটিং লিস্টেও রয়েছেন ৫০০০ জন প্রার্থী। তবে এই অপেক্ষার তালিকার বেশিরভাগ প্রার্থী চাকরি পাবেন কারণ জাতিগত ক্ষেত্রে কিছু প্রার্থী পাশ করবেন ফলে সাধারণের লিস্টে জায়গা হবে আরও কিছু প্রার্থীর।
আরো পড়ুন: চাকরির সুযোগ দিচ্ছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, এইট পাশেই মিলবে চাকরি
এই শিক্ষক নিয়োগের (SSC Teacher Recruitment) পরীক্ষাটি সম্পন্ন হয় আজ থেকে প্রায় দশ বছর আগে। এরপর মেধাতালিকা প্রকাশ হলে তাতে কারচুপির অভিযোগে আইনি পদক্ষেপ নেয় কিছু ছাত্র আর তারই জটে আটকে ছিল এই নিয়োগ প্রক্রিয়া। এরপর চলতি বছরের ২৮শে আগষ্ট হাই কোর্ট নির্দেশ দেয় আগামী ছাড় সপ্তাহের মধ্যেই সম্পন্ন করতে হবে নিয়োগ প্রক্রিয়ার যোগ্য মেধাতালিকা প্রকাশের কাজ। মোট ১৪০৫২ জন প্রার্থীকে চাকরি দেওয়ার কথা বলেছিল হাই কোর্ট।
সুদুর অতীতের ২০১৬ সালে SLST বা উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের (SSC Teacher Recruitment) পরীক্ষা হয়। এর পর কেটে গেছে প্রায় এক দশক এর মধ্যে মামলার পর মামলা চলেছে সুরাহা মেলেনি প্রার্থীদের বেকার যন্ত্রণার। অবশেষে ২০২৪ সালে মাননীয় হাই কোর্টের নির্দেশে প্রকাশিত হয়েছে যোগ্য প্রার্থীদের মেধাতালিকা। ফলে যোগ্য চাকরি প্রার্থীদের মেধার দাম দেরিতে হলেও পাওয়া গেছে বলে আনন্দিত সকলে।