Public Holiday: আরো তিন দিন ছুটির ঘোষণা করল রাজ্য সরকার, নভেম্বরের ১২, ১৩ ও ১৫ তারিখ থাকবে সরকারি ছুটি

Public Holiday: আরো তিন দিন ছুটির ঘোষণা করল রাজ্য সরকার, নভেম্বরের ১২, ১৩ ও ১৫ তারিখ থাকবে সরকারি ছুটি। অক্টোবর মাস মানেই উৎসবের মাস। তবে শুধু অক্টোবর নয়, অক্টোবর থেকে শুরু করে নভেম্বর মাস পর্যন্ত চলতে থাকে উৎসবের মোরসুম। সারা ভারত জুড়ে পালিত হয় একাধিক উৎসব। এই সমস্ত উৎসবকে কেন্দ্র করে সরকারি ছুটিও ঘোষণা করা হয়। সমস্ত স্কুল, কলেজ ছাড়াও প্রত্যেকটি সরকারি দপ্তর বন্ধ রাখা হয় বিশেষ ছুটির দিনগুলিতে। সমস্ত ব্যস্ততা ভুলে আনন্দ উৎসবে মেতে থাকে গোটা ভারতবর্ষ।

প্রতিবছরই সেই বছরের নির্দিষ্ট সরকারি ছুটির (Public Holiday) দিনগুলি একটি তালিকা আকারে প্রকাশ করা হয়। তালিকা অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বর মাসে ১২, ১৩ ও ১৫ ই নভেম্বর সরকারি ছুটির দিন হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ, চলতি সপ্তাহে তিন দিন বন্ধ থাকবে স্কুল, কলেজ বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সহ সমস্ত সরকারি কার্যালয়। চলতি সপ্তাহের মঙ্গল, বুধ এবং শুক্রবার সরকারি ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। কিন্তু কেন? কোন উৎসবকে কেন্দ্র করে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার? উত্তর রইল আজকের প্রতিবেদনে।

১২ই নভেম্বর ২০২৪ মঙ্গলবার সরকারি ছুটির (Public Holiday) দিন হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার। কারণ ওই দিন পালিত হতে চলেছে ইগাস পার্বণ। মূলত উত্তরাখান্ডে পালিত হয় এই অনুষ্ঠানটি। মনে করা হয় শ্রী রামচন্দ্র অযোধ্যায় ফিরে আসার এগারো দিন পর উত্তরাখণ্ডে সেই খবর পৌঁছেছিল। সেই আনন্দে দীপাবলির ঠিক ১১ দিন পর পালিত হয় ইগাস পার্বণ। স্থানীয়রা একে বুড়ি দীপাবলি নামেও চিহ্নিত করে থাকেন। এই উৎসবকে কেন্দ্র করে ১২ই নভেম্বর উত্তরাখণ্ডে বন্ধ থাকবে স্কুল-কলেজ ও ব্যাংক সহ একাধিক সরকারি দপ্তর।

আরো পড়ুন: এইসব মহিলাদের একাউন্টে আর দেওয়া হবেনা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, জারি নির্দেশিকা

১৩ই নভেম্বর বুধবার সরকারি ছুটি (Public Holiday) থাকবে রায়পুরে। সেদিন দক্ষিণ বিধানসভা ভোট আয়োজিত হতে চলেছে। যার কারণে বন্ধ থাকবে সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি। পাশাপাশি বন্ধ থাকবে ব্যাংকও। যে সমস্ত স্কুলে নির্বাচন কেন্দ্র তৈরি করা হবে ভোটের আগের দিন অর্থাৎ ১২ ই নভেম্বর মঙ্গলবারও বন্ধ থাকবে সেই সমস্ত স্কুলগুলো।

এরপর ১৫ই নভেম্বর শুক্রবারও বন্ধ থাকবে সমস্ত সরকারি কার্যালয়। কারণ সেই দিন গুরু নানক জির জন্মতিথি পালিত হতে চলেছে। পাশাপাশি ১৫ তারিখেই কার্তিক পূর্ণিমাও পড়েছে। এক দিকে কার্তিক পূর্ণিমা অপরদিকে গুরু পর্ব সব মিলে এই দিনটিকেও সরকারি ছুটির (Public Holiday) দিন হিসেবেই ঘোষণা করেছে রাজ্য সরকার। বন্ধ থাকবে স্কুল, কলেজ, ব্যাংক ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *