NSOU Admission: নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ডিপ্লোমা সুযোগ, শুরু হয়েছে আবেদন

NSOU Admission: অনেকসময় ইচ্ছে থাকা সত্বেও সময়ের অভাবে কোনো বিষয়ে ডিল্পোমা করে ওঠা হয়না। একটু বয়স বাড়লেই মানব জীবনের অন্যতম সমস্যা হয়ে দাঁড়ায় সময়। জীবনে কত কিছু না করাই থেকে যায় সময়ের অভাবে। এবার সেসব মানুষের জন্যই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ডিস্ট্যান্সে বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা করার সুযোগ আনলো।

বিজ্ঞপ্তি প্রকাশক সংস্থা:

স্কুল অফ প্রোফেশনাল স্টাডিজ

সেশন:

২০২৫-২৬

ইউনিভার্সিটির নাম:

নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি (NSOU Admission)

কোর্সের নাম:

ডিপ্লোমা

বিষয়:

নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তির জন্য (NSOU Admission) প্রকাশিত বিজ্ঞপ্তিতে ট্যাক্সেশন, ই-ফাইলিং, স্ট্যাটিসটিক্স, অ্যাপ্লায়েড ইকোনোমেট্রিক্স, ব্যাঙ্কিং ও ফাইন্যান্স, চাইল্ড অ্যাডোলেসেন্ট গাইডেন্স এন্ড কাউন্সেলিং এবং উইমেন্স স্টাডিজের উপর ডিপ্লোমা করার কথা বলা হয়েছে।

আরো পড়ুন: ভারত ছাড়ছে স্টারবাকস, জানিয়ে দিলো টাটা

কোর্স ফি:

বিভিন্ন বিষয় অনুযায়ী কোর্স ফি বাবদ আগ্রহী প্রার্থীদের যথাক্রমে ৩০০০, ৫০০০ বা ৭০০০ টাকা জমা করতে হবে।

আবেদন ফি:

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের জন্য আবেদন মূল্য উল্লেখ করা রয়েছে।

আবেদন পদ্ধতি:

এর জন্য প্রার্থীদের NOSU (NSOU Admission) ওয়েবসাইটে যেতে হবে। সেখানে হোমপেজ থেকে আবেদনপত্র জমা করতে হবে।

সময়সীমা:

জানা যাচ্ছে ১২/০১/২০২৫ তারিখ পর্যন্ত আবেদনের জন্য সময় নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *