JEE Mains Examination 2025: জয়েন্ট এন্ট্রান্স মেইন্স এর জানুয়ারি পর্বের পরীক্ষার সময়সূচি প্রকাশ করলো NTA

JEE Mains Examination 2025: দেশ তৈরির কারিগর হলো দেশের গুনি ইঞ্জিনিয়াররা। ইঞ্জিনিয়ারদের সাহায্যেই বড় বড় বহুতল, রাস্তা-ঘাট, সরকারি দপ্তর, ব্রিজ থেকে শুরু করে বিভিন্ন ইমারত পর্যন্ত বানানো হয়। ফলে দেশকে দিনে দিনে আরও উন্নত করে তুলতে ইঞ্জিনিয়ারদের গুরুত্ব অপরিসীম। দেশের একাধিক নাম করা সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ থাকে।

তবে সরাসরি ভর্তির সুযোগ থাকে না। এর জন্য আগ্রহী ছাত্র-ছাত্রীদের একটি সর্বভারতীয় স্তরের একটি পরীক্ষায় বসতে হয়। ওই পরীক্ষার ফলের উপর নির্ধারণ করেই বিভিন্ন প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তি নিয়ে স্নাতক পাশে ভর্তি হওয়া যায়। এর জন্য প্রার্থীদের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের (JEE Mains Examination 2025) মেইনস্ পরীক্ষায় বসতে হয়। আর এই পরীক্ষার দায়িত্বে থাকে জাতীয় পরীক্ষা নিরাময়ক সংস্থা এনটিএ (NTA)।

বুধবার ২০২৫ সালের জানুয়ারির প্রথম পর্বের পরীক্ষার দিন ক্ষণ প্রকাশ করলো সংস্থার। জানা যাচ্ছে JEE (JEE Mains Examination 2025) মেইনস প্রথম ভাগের পরীক্ষা শুরু হতে চলেছে ২২ জানুয়ারি। এবং শেষ হতে চলেছে আগামী ৩০শে জানুয়ারি। প্রত্যেক বছর দেশের সমস্ত আইআইটি ও এনআইটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইঞ্জিনিয়ারিং বিটেক, বিআর্ক, বিপ্লানিং ডিগ্রি কোর্সে ভর্তির জন্য একটি সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার আয়োজন করা হয়।

আরো পড়ুন: বদলে গেল সিনিয়র সিটিজেনদের সুদের হার, কেমন হল পরিবর্তিত সুদ

পরীক্ষাটি হয় মূলত দুটি পত্রের উপর। প্রথম পর্বে বিই ও বিটেক কোর্সে ভর্তির জন্য পরীক্ষা নেওয়া হয়। দ্বিতীয় পর্বের পরীক্ষা নেওয়া হয় বিআর্ক এবং বিফার্মের উপর। JEE মেইনস (JEE Mains Examination 2025) পরীক্ষার প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২২, ২৩, ২৪, ২৮ এবং ২৯ তারিখে। এই পরীক্ষা শেষে দ্বিতীয় পত্রের পরীক্ষা হতে চলেছে আগামী ৩০শে জানুয়ারি।

বিই বা বিটেক কোর্সে ভর্তির জন্য প্রথম পত্রের পরীক্ষা হতে চলেছে মোট দুটি পর্বে। প্রথম পর্বের পরীক্ষা হতে চলেছে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। এরপর দ্বিতীয় পর্বের পরীক্ষা হতে চলেছে বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রতি বছর এরকমই দুটি আলাদা পর্বে JEE মেইনস পরীক্ষার (JEE Mains Examination 2025) আয়োজন করে NTA। চলতি বছরে জানুয়ারিতে প্রথম পর্বের পরীক্ষা শেষ হলে এপ্রিলে দ্বিতীয় পর্বের পরীক্ষার আয়োজন করবে আয়োজক সংস্থাটি। দেশ জুড়ে মোট ১৫টি শহরের একাধিক পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা হতে চলেছে বলে জানিয়েছে NTA।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *