বর্তমানে চাকরির বাজার খুবই খারাপ। যথেষ্ট লেখাপড়া শিখেও বহু মানুষ চাকরির জন্য হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন। তাই বহুদিন ধরে যারা কাজ খুঁজছেন তাঁদের জন্য রয়েছে এক দারুন সুখবর। ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ ট্রেইনি পদে কর্মী নিয়োগ করবে বলে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি) লিমিটেড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অতএব ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করেছেন ও এনটিপিসিতে ইঞ্জিনিয়ারিং পদে চাকরি করতে আগ্রহী তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে।
ইতিমধ্যেই ইচ্ছুক চাকরি প্রার্থীদের কাছ থেকে আবেদন পত্র জমা নেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। তাই যারা উক্ত পদগুলির জন্য আবেদন করতে ইচ্ছুক তেমন প্রার্থীরা এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।
নিয়োগকারী সংস্থা
এনটিপিসি বা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেডে
শূন্য পদের সংখ্যা
মোট ৪৭৫টি পদে নিয়োগ করা হবে।
আবেদনের জন্য যোগ্যতা
এই পদগুলিতে আবেদন করতে হলে আবেদনকারী প্রার্থীদের যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রাসঙ্গিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি (বি.ই./বি.টেক.) পাস করতে হবে।
আবেদনের জন্য বয়সসীমা
আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ বয়স ২৭ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুসারে এসসি /এসটি /ওবিসি /পিডব্লিউবিডি /এক্সএসএম বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে নিয়মের কিছু শিথিলতা আছে।
আবেদনের জন্য ফি
সাধারণ /ওবিসি /অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর প্রার্থীদের জন্য আবেদন ফি ৩০০ টাকা ধার্য করা হয়েছে। অন্যদিকে তফসিলি জাতি /তফসিলি উপজাতি /পিডব্লিউবিডি /প্রাক্তন সৈনিক প্রার্থীদের জন্য আবেদন করতে কোন ফি দিতে হবে না।
বেতন
কোনও প্রার্থী এনটিপিসি-তে নিয়োগ হলে তাকে মাসিক ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এছাড়া সংস্থার নিয়ম অনুসারে মহার্ঘ্য ভাতা-সহ অন্যান্য ভাতা এবং টার্মিনাল সুবিধাও রয়েছে।
আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল মালদার কেন্দ্রীয় প্রতিষ্ঠান
আবেদনের জন্য বিজ্ঞপ্তির লিঙ্ক
আবেদনের জন্য বিজ্ঞপ্তির লিঙ্ক হল https://careers.ntpc.co.in/recruitment/advertisements/19_23_eng_adv
প্রার্থী নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের নাম গেট ২০২৪ এর স্কোরের ভিত্তিতে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে। তারপর উক্ত নির্বাচিত প্রার্থীদের জমা দেওয়া নথি যাচাই করা হবে।
আবেদনের শেষ তারিখ
প্রার্থীদের ১৩রা ফেব্রুয়ারির মধ্যে আবেদন জানাতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট
আরও বিশদে জানতে এনটিপিসি-র অফিসিয়াল ওয়েবসাইটটি ভিসিট করতে পারেন।